আসসালামু আলাইকুম বাংলাদেশী সকল সদস্য ভাইয়েরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই বাংলায় কথা বলার জায়গা খুঁজে পেলাম। ফোরাম সম্পর্কে আমার সেরকম কোন জ্ঞান নেই বললেই চলে। তবে বিটকয়েন রিলেটেড নাম দেওয়া খোলা। কিভাবে সামনের দিকে অগ্রসর হওয়া যায় এই বিষয়গুলো নিয়ে একটু আমাকে জানাবেন।
আপনাকে ফোরামের পক্ষ থেকে জানাই স্বাগতম। ফোরামের কিছু দিকনির্দেশনা আছে এগুলো দেখে শুনে চলবেন এবং DYING_SOUL ভাই আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পোস্ট গুছিয়ে দিয়েছে আপনি সেগুলো পড়বেন এবং শেখার চেষ্টা করুন। পরবর্তী সময় যেগুলো না বুঝবেন সেগুলো বলবেন আশা করি সবাই সমাধান করে দিবে।
যারা এখানে নতুন আসে, খুব সম্ভবত তারা তাদের পোষ্ট এ দেয়া রিপ্লাই গুলো চেক করে না। তারা ২-১ টা পোষ্ট করে করে গায়েব হয়ে যায় এবং অনেকদিন পর আবার ফোরামে ফেরত আসে এবং পূর্বে কি করেছিলো, তা ভুলে যায়। আমি এটা ভেবে দুঃখিত যে এই ধরনের নতুন মেম্বার রা এধরনের সর্তকতা পাওয়ার পরেও আবারো একই ধরনের ভূল করে থাকে। আমার মনে হয় টেম্পোরারি ব্যান একটা সহজ সমাধান হতে পারে। এতে করে তারা বুঝতে পারবে যে তাদের ভুল কি ছিলো, এবং পরবর্তী সময়ে তা সংশোধন করার চেষ্টা করবে। আমি যদি নটিফিকেশন বট ব্যাবহার না করতাম, খুব সম্ভবত আমিও ফোরামের বেশিরভাগ রিপ্লাই গুলো মিস করতাম এবং জানতেই পারতাম না আমাকে কেউ কিছু বলেছে।
আসলে তারা কিসের জন্য এভাবে পোস্ট করে আবার কোন কিছু না বলেই চলে যায়। প্রথমদিকে আমি এটা বলব যে ঠিক আছে তারা টেলিগ্রামের বট সম্পর্কে জানেনা সেজন্য ব্যবহার করেনা এর কারণে হয়তো তারা রিপ্লাই করতে পারে না কিন্তু যদি তারা ফোরামের ভালো কিছু করার জন্য আসতো বা শেখার জন্য আসত তাহলে অবশ্যই বাংলা কমিউনিটিতে আসতো এবং তাদের পোস্ট করার পর কারা পোস্ট করছে এগুলা খেয়াল করে দেখতো। তারা একাউন্ট করার পরে আইসা একটা দুইটা পোস্ট করে চলে যায় আর আসে না। এবং তাদেরকে মেনশন করে তাদের ভুল ধরিয়ে দিয়ে যেসব সমাধানমূলক কথা বলা হয় সেগুলো তারা আর দেখেনা। প্রথমদিকে আমিও এগুলো বুঝি নাই পরবর্তী সময়ে যখন বট ব্যবহার করা শুরু করলাম তখন থেকে notification গুলোর দিকে খেয়াল রাখি। আমার মনে হয় নতুন যারা আসে তারা কোন কিছু শেখার জন্য আসে না সেজন্যই তারা এরকম করে অনেক কিছুই আছে যেগুলা শিখতে হবে সেগুলো তারা শিখতে রাজি নয়।
বাংলা কমিউনিটিতে দেখা যায় গুটি কয়েকজন মানুষ ছাড়া এই ফোরামের প্রতি আগ্রহ নেই বললেই চলে। এই আপনারা কয়েকজন আছেন যারা রেগুলার এখানে পোস্ট করেন এবং ব্যস্ত থাকলে সেটাও বলেন কি কারনে এখানে আসতে পারেন নাই কিন্তু ভাই আরো অনেকে রয়েছে তারা এইখানে কোন পোস্টই করে না। কিছু দিন দেখা যায় ভালই পোস্ট করে আবার দেখা যায় একদম বন্ধ করে দেয়। অন্যান্য লোকাল বোর্ডের দিকে তাকালে দেখা যায় আমাদের বাংলাদেশের লোকাল বোডের অবস্থা খুবই খারাপ। সকলেই যদি এইখানে একটু একটু করে সময় দিত তাহলে মনে হয় অন্যান্য লোকাল বোর্ডের মত বাংলা লোকাল বোর্ড অনেক এগিয়ে যেতো।
আজকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকের এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। বইয়ে পড়েছিলাম ৩০ লক্ষ্য শহিদের প্রানের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। আমাদের দেশের পূর্বের নাম আমারা সবাই জানি, পুর্ব পাকিস্তান ছিলো, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে। যদি মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন না দিতো তাহলে এই বিটকয়েনটক ফোরামে বাংলাদেশ নামক লোকাল থ্রেড থাকতো না। যাইহোক, শহীদদের অবধান কখনো ভুলে যাওয়ার মতো নয়, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।
আসলে আমরা ১৯৭১ সালের স্বাধীনতা ২০২৪ সালে এসে পরিপূর্ণভাবে স্বাধীন হিসেবে পরিচিতি লাভ করেছি। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং সামনে যেন আমরা সুন্দর বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যেতে পারে সেই প্রত্যয় আমরা এগিয়ে যেতে পারি। ৭১ থেকে ২৪, আত্মদানে বলীয়ান সবার প্রতি আমরা কৃতজ্ঞ। বিজয়ের উচ্ছাস হোক নতুন বাংলাদেশ গড়ার পাথেয়।
ব্যাংকিং সেক্টর থেকে আস্থা একদম উঠে গেছে আমার। ৪০-৫০ হাজার টাকার বেশি রাখার মতো সাহস আমি করতে পারি না। সরকার পতনের পর আমার চাচাতো ভাই তার বিদেশ থেকে স্যালারির টাকা ইসলামী ব্যাংক এ পাঠিয়েছে, সেই টাকা তোলার জন্য ১ মাস এটিএম এ ঘুরে ঘুরে তুলতে পারিনি। সর্বশেষ বিকাশে এডমানি করে করে ২৫ হাজার করে ক্যাশ আউট করা লাগছে। খুবই খারাপ সময় পার করছি আমরা।
ভাই আমি এটার ভুক্তভোগী কারণ আমার বড় ভাই বিদেশ থেকে টাকা পাঠালে অনেক ঘুরে ঘুরে টাকা তুলতে হয়েছে। সামান্য কিছু টাকা দেখা যায় ৪-৫ দিন ঘুরে ঘুরে তুলতে হয়। ব্যাংকের প্রতি আমারও কোন আস্থা নেই ভাই। বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম গুলো খুবই বাজে অবস্থা। আমাকে প্রত্যেক মাসেই এরকম ঘুরে ঘুরে অল্প অল্প করে টাকা তুলতে হয়। যেটা খুবই খারাপ লাগে সামান্য কিছু টাকা যেটা ইসলামী ব্যাংক একবারে দেয় না।