UAE $40 বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন হোল্ডিং করেছে
ভাই যেসব দেশের লিডারদের মাথায় বুদ্ধি রয়েছে সেসব দেশ আগেভাগেই ক্রিপ্ত কে বৈধতা দান করে এখানে কাজ করে যাচ্ছে। সুইজারল্যান্ড এর মতন একটা দেশ তাদের একটা শহরের নামই দিয়েছে ক্রিপ্ত ভ্যালি। সেখান থেকে তারা প্রতিবছর ভালো একটা ট্যাক্স জেনারেট করতে পারছে।
আমাদের দেশের সরকার যে এগুলা কবে বুঝবে অন্তত আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের থেকে কোন আশা নাই। কারণ তাদের খুব শীঘ্রই নির্বাচন দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
যদি আমাদের দেশে ক্রিপ্টো বৈধ করতে হয় হয়তো এমন একজন সরকার প্রয়োজন যিনি ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখেন এবং তিনি ক্রিপ্টো উৎসাহী হন। ঘুরেফিরে দেখবেন পরিচিত মুখরাই দেশের সরকার হবে আর এরা তো ক্রিপ্টোকারেন্সি বৈধ করা নিয়ে কখনো কোনো কিছু চিন্তাভাবনাই করবে না। এল সালভাদরের যেভাবে বিটকয়েন বৈধ করেছিল এবং তারা বর্তমানে যেভাবে আইএমএফ (IMF) এর বিরুদ্ধে গিয়ে এখন বেশি পরিমাণ বিটকয়েন ক্রয় করছে এটা দেখে হয়তো অনেক দেশের শেখা উচিত যারা এখনো বিটকয়েনকে বৈধ করা নিয়ে কোন কিছু করেনি তাদের। আমি বলতে চাচ্ছি না যে বাংলাদেশকে বৈধ করতেই হবে হয়তো তাদের এল সালভাদরের সাফল্য দেখা উচিত।
আমার মনে হয় না বাংলাদেশে স্বল্প কিছুদিনের মধ্যে বা কয়েকটি চক্রের মধ্যে ক্রিপ্টো কারেন্সি বৈধতা পাবে। কারণ আপনি এমন কোনো নেতাকে পাবেন না যারা ক্রিপ্টো সম্পর্কে জ্ঞান রাখে। হয়তো কয়েকটি প্রজন্মের পর আমরা বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি উন্মুক্ত দেখতে পারি। কিন্তু সাময়িক সময়ে বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সির ভবিষৎ একদমই ভালো নয়। সরকার হিসেবে বিএনপি কে চিন্তা করলে , তারা কেউই ক্রিপ্টো সম্পর্কে জ্ঞান রাখে না বা তাদের মধ্যে ক্রিপ্টো নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই এবং তারা কোনো দিন ক্রিপ্টো নিয়ে কথাও বলে না। জামায়াতে ইসলাম বা ইসলামিক কোনো দল দ্বারা তো ক্রিপ্টো বৈধতা পাওয়া প্রায় অসম্ভব। এই দুই দল ব্যাতিত আমি নির্বাচনের মাঠে আর কাউকে দেখি না। যদি কাউকে পাওয়াও যায় , তারপরও ক্রিপ্টো বৈধতা নিয়ে আশা করলে ভুল হবে।