Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 30/01/2025, 20:32:00 UTC
⭐ Merited by DYING_S0UL (1) ,Crypto Library (1)
অবশেষে আমার ফাইনাল পরীক্ষা শেষ এবং এখন আগের মতো ফোরামে এক্টিভ হতে পারবো। গত পোষ্টটি করার পর থেকেই সেমিষ্টার ফাইনালের জন্য ব্যস্ত ছিলাম , তাই এতদিন গায়েব হয়ে গিয়েছিলাম। আশা করি সকলে ভালো আছেন।  Smiley


বিভিন্ন এয়ারড্রপের হালনাগাদ


  • Plume Network Airdrop

আলহামদুলিল্লাহ আমি 750 $PLUME টোকেন এয়ারড্রপ হিসেবে পেয়েছিলাম টেস্টনেটের জন্য। যদিও আমাদের কমিউনিটির অনেকে ১০,০০০ এর মতো টোকেন পরবর্তীতে পেয়েছে ambassador প্রোগ্রাম থেকে শুধুমাত্র Plume Network নিয়ে পোষ্ট করায়। আমি যোগদান নাহ করায় সেটি পাইনি।

- বিস্তারিত এখানে পড়ুন: https://x.com/officialbitbyte/status/1881637202964430880

এখন এটির মূল্য নিয়ে কিছু কথা বলা যাক, প্রথমত যারা Plume Network এর mainnet এ টোকেন ক্রয় করার অপশনটি নিয়েছে, তারা ৬০% এর মতো বুষ্ট পেয়েছে এবং আমি এটি নিয়েছি। কারণ $PLUME টোকেনের মূল্য সামনে আরো বৃদ্ধি পাবে এবং ইতিমধ্যে এটি ৫০% বৃদ্ধি পেয়েছে। কেননা লিস্টিং এর সময় এটির মূল্য $০.১০ এর মতো ছিল এবং বর্তমানে এটি $০.১৬ মূল্যে ট্রেড হইতেছে। আগামী ৩ মাসের মধ্যে Plume network এর mainnet চালু হবে এবং এর মাঝে হয়তো এটির মূল্য আরো বৃদ্ধি পাবে। বাকি আপনারা নিজেরা বিশ্লেষণ করার পর বিনিয়োগও করতে পারেন।


  • Jupiter Jupuary 2025 Airdrop

যারা Solana ব্লকচেইন ব্যবহার করেন, তারা Jupiter ব্যবহার করে থাকবেনই। তাই যারা এটি ব্যবকার করে solana এর কোনো টোকেন যদি ট্রেড করে থাকে, তাহলে তারা Jupuary 2025 এয়ারড্রপের জন্য eligible হয়ে থাকবেন। আমি ৫০ এর মতো $JUP এয়ারড্রপ হিসেবে পেয়েছি, কারণ আমি solana চেইন তেমন একটা ব্যবহার করি নাহ।

- বিস্তারিত এখানে পড়ুন: https://x.com/officialbitbyte/status/1882114581524582508


  • Blast S2 Airdrop

যারা Blast চেইন ব্যবহার করতেছিলেন এবং Points+Gold ফার্মিং করতেছিলেন, তারা Blast S2 এয়ারড্রপ এখন ক্লেইম করতে পারেন।

- বিস্তারিত এখানে পড়ুন: https://x.com/officialbitbyte/status/1882835307479159154

সবচেয়ে জঘন্য মার্কা চেইন বলা যায় এবং TVL অনেক কমে গিয়েছে S1 এয়ারড্রপের পর  Grin যদিও আমি এটি তেমন ফার্মিং করি নাই। কিন্তু Blast চেইনের কিছু কিছূ প্রজেক্ট ভালোই আছে, কিন্তু সেগুলো হয়তো কিছুদিন পর Base কিংবা Arbitrum চেইনে চলে যাবে। কারণ ব্যবহারকারীর সংখ্যা কম এবং তেমন একটি হাইপ নেই। সেই তুলনায় Base কিংবা Arbitrum চেইনে ভালোই হাইপ কিংবা কমিউনিটি সাপোর্ট রয়েছে যেকোনো ধরনের প্রজেক্টের জন্য।


  • Taker Protocol $TAKER Airdrop Tutorial

Taker Protocol ইতিমধ্যে $৩ মিলিয়নের মতো seed funding করেছে এবং তাদের mainnet চালু হয়েছে। আর এদের একটি Lite Mining ক্যাম্পেইন চলতেছে এবং সেটি শুধুমাত্র ২৪ ঘণ্টা পর পর চালু করলেই ২৪,০০০ পয়েন্ট পাবেন। আর এই পয়েন্টগুলো এয়ারড্রপের জন্য কাজে লাগবে।


- বিস্তারিত এখানে পড়ুন: https://x.com/officialbitbyte/status/1883863944433209444

তেমন কোনো কাজ নেই এবং শুধুমাত্র ২৪ ঘণ্টা পর পর একটি mainnet এ ট্রান্সজেকশন করে নোড চালু করলেই হয়। তাই এটি কেউ মিস কইরেন নাহ এবং আপনারা পুরো টিউটরিয়ালটি আমার টুইটার পোষ্টে পেয়ে যাবে। যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সেখানে কিংবা এখানে জানায়েন আমি উত্তর দিয়ে দিবোনি।


  • LayerEdge $LE Airdrop Tutorial

LayerEdge যদিও Pre-seed funding পেয়েছে ভালো ভালো vc থেকে, কিন্তু তারা এখনো এটির পরিমাণ সাধারণ জনগণের জন্য বলে নাই। তবে আশা করা যায় $৫ মিলিয়ন কিংবা এর বেশিই ফান্ডিং পেয়েছে। কেননা যেসকল vc এর নাম দেখতেছি, এরা যেসব প্রজেক্টেরই ফান্ডিং করেছ সেগুলো হয় $৫ মিলিয়ন কিংবা এর বেশিই ফান্ডিং করেছিলো। এখন আসা যাক এটির কাজ নিয়ে, taker protocol এর মতো এটিরও তেমন কোনো কাজ নেই। শুধুমাত্র নোড চালু করবেন এবং EDGE Points সংগ্রহ করবেন।


- বিস্তারিত এখানে পড়ুন: https://x.com/officialbitbyte/status/1884254323343028484

বি:দ্র: আগে শুধুমাত্র নোড চালু করার পর ওয়েবসাইট বন্ধ করলেও পয়েন্ট ফার্মিং হইতো, কিন্ত বর্তমানে তারা নতুন একটি নিয়ম এনেছে যে সর্বনিম্ন ৫০ ঘণ্টার uptime লাগবে, নইলে রেফার বেশি করা যাবে নাহ। তাই এখন ব্রাউজারে ওদের ওয়েবসাইটটি চালু রাখতে হবে, নইলে তেমন পয়েন্ট বাড়বে নাহ। তাই যারা এটি ফার্মিং করতে চাচ্ছেন, তারা ব্রাউজারের একটি tab আলাদা করে ওয়েবসাইট চালু রেখে সেটি minimize করে রেখে দিয়েন। এতে পয়েন্ট ফার্মিংও করা হবে এবং অন্যান্য কাজও করতে পারবেন আপনাদের ব্রাউজারে কিংবা ল্যাপটপ/মোবাইলে।



পূর্ববর্তী পোষ্টের রিপ্লাই

@Review Master, ভাই আমার আগের টেলিগ্রাম ব্যান হওয়ার পর আপনার টেলিগ্রাম হারিয়ে ফেলেছি।

আমার টেলিগ্রাম প্রোফাইল তো আমার BitByte গ্রুপেই পেয়ে যেতে, যাইহোক এখান আবারও দিয়ে দিলাম: https://t.me/SonofSultan


$TRUMP আর $MELANIA কিনেছিলেন নাকি কেউ? Roll Eyes

আমি সকালবেলা দেখেছিলাম যে, ট্রাম্প নিজেই এটি চালু করেছে এবং তখন মূল্য ছিল $১৬ এর কম। কিন্তু ব্যস্ততার জন্য আর ক্রয় করা হয়নি। কিন্তু যারা বাইন্যান্সের লিস্টিং এর ক্রয় করেছে, তাদের বেশির ভাগই মারা খেয়েছে। আর $MELANIA ক্রয়ও করি নাই, কারণ তেমন হাইপ হবে নাহ জানতাম এবং সকলে ট্রাম্পের পরিবারের সদস্যকে নিয়ে ইতিমধ্যে meme তৈরি করতেচিলো যে এবং $MELANIA এর ঘোষণায় সকলে বুঝে গিয়েছিলো যে, ট্রাম্প পরিবারের অন্যান্য সদস্যরাও হয়তো মিমকয়েন চালু করবে। আর সেটিই হয়েছিলো।

যাইহোক এমন মিমকয়েনের প্রথমটাই শুধু ভালো করে এবং আগের মতো এখনো বলবো, যখনই দেখবেন যে বাইন্যান্স কোনো নতুন মিমকয়েনকে লিস্ট করতেছে । তাহলেই ধরে নিবেন যে, এটি লিস্ট করার মূল কারণ হলো তার ট্রেডিং ভলিউমের মার্কেট শেয়ার চায়, কেননা সকলে ব্লকচেইন কিংবা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ব্যবহার করতে জানে নাহ এবং সেন্ট্রালাইজ এক্সচেঞ্জই ব্যবহার করতে চায় যেকোনো টোকেন/কয়েন ট্রেড করার জন্য।  Grin



যদি Bitcoin Strategic Reserve (SBR) এর প্রস্তাবটি ইমপ্লিমেন্ট হয় তাহলে সামনে ম্যাসিভ মার্কেট পাম্প এক্সপেক্ট করা যায়। কারন তখন হিউজ সাপ্লাই এন্ড ডিমান্ড বাড়বে। অনেক জায়গায় দেখলাম কেউ কেউ বলতেছে SBR ইমপ্লিমেন্ট হলে বিটিসি প্রাইজ 500k পর্যন্ত যেতে পারে।

যেমনটা আপনি ভাবতেছেন, তেমনটা হওয়ার সম্ভাবনা কম সময়ের মধ্যে নেই। আমি কিন্তু বিটকয়েনের মূল্য বৃদ্ধির কথা বলতেছি। উদাহরণ হিসেবে আপনি ETF এর বিষয়টাই দেখেন। অনেকে এই একই কথা বলতো যে, ETF চালু হইলে বিকয়েনের মূল্য সেই বৃদ্ধি পাবে, কিন্তু সেটা হয়নি ( ট্রাম্পের নির্বাচন জেতার কারণে অবশ্য বিটকয়েনের মূল্য পেয়েছে , কেননা সকলেই সেটি FOMO করা শুরু করেছিল) । বরং এখন মার্কেট এখন আরো বেশি volatile হয়ে গিয়েছে এবং যেকোনো সময় মার্কেট ডাম্প করতেছে যখন ট্রেডাররা দেখতেছে যে ETF Outflow বেশি কেননা অনেকে বিটকয়েন ETF এর মাধ্যমে বিক্রি করতেছে।

আর রিজার্ভের বিষয়টা এমন যে, তারা এ্কটি নির্দিষ্ট সাল পর্যন্ত সময় নিবে বিটকয়েন অল্প অল্প করে ক্রয় করার জন্য এবং এতে দীর্য় সময় লাগবে। তাই দীর্ঘ মেয়াদে বিটকয়েনের মূল্য $৫০০,০০০ যেতে পারে আর এটি আমরা সকলেই জানি। তবে Bitcoin Strategic Reserve প্রস্তাবিত হলেই যে বৃদ্ধি পাবে কম সময়ের মধ্যে কিংবা এই বুল মার্কেটের সেটার সম্ভাবনা কমই আমার মতে।


নিউবি থেকে যাত্রা শুরু।  Grin

সিগনেচার ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয়?
আর পোস্টগুলো কি যেকোনো থ্রেডে দিলেই হবে?
পোস্ট গুলোর ধরন কি ওই প্রজেক্ট সম্পর্কে হওয়া লাগবে ?

আসলে সিগনেচার ক্যাম্পেইন দেখে এখানে আমার কাজ করার ইচ্ছা জেগেছে , হয়তো 30 অ্যাক্টিভিটি হওয়ার পরে আমার  র‍্যাংক  জুনিয়র মেম্বারের চলে যাবে এরপর থেকে আমি সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারব এর জন্য আমার প্রশ্ন গুলো করা Smiley


অভিনন্দন ভাই। এগিয়ে যান এভাবেই এবং বাংলা লোকাল থ্রেডকে তথ্যবহুল করে তুলুন। আপনার আগামীর সফলতার জন্য শুভকামনা রঈলো।  Wink