snip...
আমি আপনাদের মধ্যে একজন অনভিজ্ঞ সদস্য। আমার কথায় যদি ভুল হয়, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে সঠিক পথ দেখাবেন ।
আপনি কি গুগল ট্রান্সলেট মারছেন নাকি? আপনার কথা বার্তা এমন লাগে কেন? রোবট রোবট?
ভাই আপনি রোবট রোবট? বলতে কি বুঝাতে চাচ্ছেন?একটু বিস্তারিত বললে ভালো হয়। আমি অভ্র ব্যবহার করি আর আমি আমার আঞ্চলিক ভাষা ব্যবহার না করে বইয়ে ভাষা ব্যবহার করে লেখার চেষ্টা করেছি। আমার মনে হয় না আমার লেখায় তেমন কোনো রোবট শব্দ ব্যবহার হয়েছে।
তবে, আপনার মতে রোবট রোবট? বলার কারণ কি ? আমি কি অভ্র বা গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারি না ? অভ্র বা গুগল ট্রান্সলেট ব্যবহার করলে আমার লিখতে সুবিধা মনে হয়।
ভাই আপনি যদি বাঙালি হোন তাহলে কেনো আপনার গুগল translator ব্যাবহার করতে হবে? আমরা অনেকেই অভ্র কীবোর্ড ব্যাবহার করে থাকি, কিন্তু অভ্র কীবোর্ড এর সাথে বইয়ের ভাষা বা রোবটিক ভাষার কোনো সম্পর্ক নেই। হ্যা আপনি বইয়ের ভাষা ব্যাবহার করতেই পারেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু auto translated বাংলা ভাষা এবং আমাদের আঞ্চলিক বাংলা ভাষার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এমনকি বইয়ের ভাষাও আপনার ভাষার মতো নয়।
আমার মনে হয় আপনার এই বিষয়টি পরিষ্কার করা উচিত যে আপনি একজন বাঙালি হয়েও কেনো translator ব্যাবহার করে পোস্ট তৈরি করেন। আমার মনে হয় আপনি আঞ্চলিক বাংলাতেই কথা বলতে পারেন তাতে কোনো সমস্যা নাই। আঞ্চলিক বাংলা ভাষা আমাদের গর্ব হওয়া উচিত। যদি আপনি সত্যি বাঙালি হোন তাহলে অবশ্যই পরবর্তীতে আঞ্চলিক বাংলায় কথা বলবেন। আপনি যে ভাষা ব্যাবহার করছেন তা একদমই রোবটের মতো দেখাচ্ছে।