একেবারে পুরাতন যারা আছেন তাদের কাছে এই প্রশ্ন, আপনারা কেউ কি ফোরামের হিস্টোরি জানেন ভালোভাবে? মানে সাতোসির সাথে ফোরামের ইনভল্বমেন্ট হয় কিভাবে! আর থেমস কিভাবে ফোরামের এডমিন হন, নাকি আগে থেকেই ছিলেন, এটসেট্রা! আমি এতোদিন ধরে আছি এখানে তবে এগুলো জানার চেষ্টা করিনি।
জি এই প্রশ্ন আমার মনে জেগে ছিল এবং আমি এই নিয়ে কিছু বিস্তারিত পোস্ট করার চেষ্টা করেছিলাম বাংলা থ্রেড এই । আমার সেই পোস্টটি আমি কোট করে দিচ্ছি নিচে চাইলে দেখে আসতে পারেন একবার।
কখনো মনে এইসব প্রশ্ন কি জেগেছে? আমি স্ক্রল করার সময় বিষয়গুলো খেয়াল করি আর কিছু ইনফরমেশন কালেক্ট করি
তারপর সেটা বর্তমান ডোমেইনে আসছে। আর bitcoin.com যে ডোমেইন, এটা সম্ভবত CSW এর কন্ট্রোলে ছিলো।
এটি Bitcoin.org ছিলো প্রথম দিকে । আর বিটকয়েনের হোয়াইট পেপার ও সেখানে পাবলিশ করে সাতোশি ।
Satoshi created both bitcoin.org and this forum, which was originally at bitcoin.org/smf. Later, the forum got its own domain name, but due to this history, bitcoin.org and bitcointalk.org have traditionally been linked, and for quite some time Cøbra and I have together managed the domain names.