Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 19/07/2025, 17:54:56 UTC

সুপারম্যান ২০২৫ মুভিটাতে ইসরাইল কর্তৃক গাজাতে জেনোসাইডের বিষয় নিয়ে নির্মিত হয়েছে অথচ এই সুপারম্যান 2025 মুক্তি পাওয়ার পর পুরো ইসরাইল জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে।

রিলিজের পর থেকেই এমন নিউজ শুনতেছি, কিন্তু আসল বিষয়টা জানা ছিল নাহ। আর এই মুভিটা রিলিজের দিনই দেখার ইচ্ছা ছিল, তবে সময় নাহ পাওয়ায় দেখা আর হয় নাই। এই সপ্তাহে হয়তো দেখতে যাবো এবং এরপরে বিষয়টি হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবো।

গতকালকে মুভিটা দেখলাম এবং আসলেই মুভিটিতে বিষয়টি শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে।


আজকে দেখেন ইথেরিয়াম পই পই করে বৃদ্ধি পাচ্ছে মানে এলট সেশনের আভাস।

ইথেরীয়াম এমন পাম্প হচ্ছে ETF এর ক্রয়ের জন্য। খুব সম্ভবত ৩.৫ হাজারে পাম্প হবে।

অবশেষে ইথিরিয়ামের মূল্য ৩.৫ হাজারের উপরে চলে এসেছে। আর গত ৩ মাসে এটি ২.২ গুণ বৃদ্ধি পেয়েছে। সামনের দিনগুলোতে ইথিরিয়ামের ৩.২ থেকে ৩.৬ এর মধ্যে sideways movement দিবে, যদি বিটকয়েনের মূল্য হ্রাস নাহ পায়।

সামনের দিনগুলোতে ৪.৫ হাজার মূল্যে দেখতে পারি, কেননা ইথিরিয়ামের ETF Staking এর খবর শুনলাম গতকালকে কি তার আগের দিন। এটি হইলে তো, ইথিরিয়াম ক্রয়ের পরিমাণ ETF এর মাধ্যমে আরো বাড়বে। তার সাথে LST/LRT প্লাটফর্মগুলোর টোকেনও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি তারা বিভিন্ন ETF চালু করা কোম্পানিগুলোর সাথে পার্টনারশিপ করতে পারে।