ক্রিপ্টো মার্কেটের হালনাগাদ এবং খবর
০১) Tether গতকালকে ২ বিলিয়নের USDT ইথেরিয়াম ব্লচকচেইনে mint করেছে। এই খবরটি পাওয়ার পর অনেকে খুশি হইছিল, কিন্তু দুঃখের বিষয় হইল Binance শুধু Tron ব্লকচেইন থেকে ethereum ব্লচকচেইনে পরিবর্তন করেছে।
০২) World Liberty Finance (WLFI) গতকালকে Justin Sun এর সর্বমোট ২.৯৪ বিলিয়ন ( ৫৪০ মিলিয়ন unlocked এবং ২.৪ বিলিয়ন locked) WLFI টোকেনকে blacklist করেছে। আর Justin Sun এবং HTX এক্সচেঞ্জের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, WLFI টোকেনের মূল্য কম হচ্ছে মূলত HTX এক্সচেঞ্জ ব্যাবহার করে Justin Sun ক্রিপ্টো ব্যাবহারকারীদের টোকেন বিক্রি করতেছিল।
-
https://x.com/zoomerfied/status/1963652870344999137যদিও Justin Sun আজকে টুইট করেছে, কিন্তু সবাই কমেন্টে তাকে তুলোধুলো করতেছে, কারণ তার পোস্টটি AI দিয়ে লেখা মনে হচ্ছে সবার কাছে।
-
https://x.com/justinsuntron/status/1963807543983263802০৩) Google তাদের নিজস্ব ব্লকচেইনের ঘোষণা দিলো এবং এটি বর্তমানে closed testing এ রয়েছে। মূলত stablecoin মার্কেটে নিজেদের জায়গা দখল করতেই এমন সিদ্ধান্ত, কেননা গত একবছরে stablecoin এর লেনদেন প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছ:
https://cloud.google.com/startup/beyond-stablecoinsমনে হচ্ছে stablecoin নিয়ে ভালোই প্রতিযোগিতা শুরু হয়েছে, কারণ পরবর্তী খবরটা Stripe এর থেকে এবং তারা stablecoin এর জন্য google এর মত ব্লচকচেইনের ঘোষণা দিয়েছে।
০৩) Tempo নামের নতুন ব্লচকচেইনের ঘোষণা করা হইছে, যেটি stripe ও Paradigm এর মতো বড় বড় কোম্পানিগুলো incubation করেছে। আরও অনেক বড় বড় web2 কোম্পানির নাম আছে। মূলত ব্লচকচেইনটি evm চেইন হবে এবং ১০০,০০০ ট্রান্সজ্যাকসন প্রতি সেকেন্ডে সম্পন্ন করতে পারবে।
মুল পোস্টঃ https://x.com/tempo/status/1963634039413510507০৪) Solana ব্লচকচেইনের জনপ্রিয় প্রোজেক্ট Jupiter ক্রিপ্টো ব্যাবহারকারীদের জন্য একটি airdrop checker চালু করেছে। যেটি ব্যাবহার করে, যেকোনো ব্যাবহারকারী তাদের solana ওয়ালেট দিয়ে eligible airdrop গুলো দেখতে পারবে।
-
https://jup.ag/portfolio/airdrop-checkerDebank যেমন যেকোনো ইথেরিয়াম ওয়ালেট সকল তথ্যাদি দেখার জন্য ভালো, তেমনি sonar.watch প্রোজেক্টটি solana ব্লচকচেইনের জন্য ভালোই জনপ্রিয় ছিল। পরবর্তীতে Jupiter প্রোজেক্টটি ওই প্রোজেক্টটিকে কিনে নেয়। তাই আপনারা চাইলে Dashboard ব্যাবহার করে solana ওয়ালেটের তথ্যাদি দেখতে পারবেন।
০৫) Binance নতুন HODLer Airdrop এর ঘোষণা দিয়েছে এবং প্রোজেক্টের নাম হইল OpenLedger (OPEN) । যারা আগস্ট মাসের ১৮ থেকে ২১ তারিখের মধ্যে BNB ব্যাবহার করে Simple Earn কিংবা On-chain Yields এ অংশগ্রহণ করেছেন, তারাই এই airdrop এ eligilbe হয়েছেন।
-
https://www.binance.com/en/support/announcement/detail/e2faef7fe18f4da68451b311973da10a
পূর্ববর্তী পোস্টের রেপ্লাই
আচ্ছা এই পয়েন্ট অর্জন করে কি ডলারে Swap করা যাবে? আমারও বেশ কিছু পয়েন্ট রয়েছে যেটি অনেকদিন আগে ফ্রিতে দিয়েছিলো, এখনো প্রতিদিন হয়তো ১০ পয়েন্ট করে দেয়। আসলে এই পয়েন্টের কাজটাই বা কী? নাকী এটা ট্রাস্ট ওয়ালেটের কোন এয়ারড্রপের মতো? কেউ কি বিস্তারিত জানেন?
আপনি পয়েন্টগুলো swap কিংবা trade করা সম্ভব নাহ, আপনি পয়েন্টগুলো শুধু কিছু reward এ redeem করতে পারবেন। বিভিন্ন ক্রিপ্টো কিংবা প্রোডাক্ট ক্রয়ের সময় ছাড় পাবেন। যেমনটা CMC অথবা Coingecko এর ডায়মন্ড ও ক্যান্ডি ব্যাবহার করা যায়।
5. Review Master [15]
আবশেষে comeback মনে হয় হয়ে গেল। দেখি সামনের দিনগুলোতে কেমন অ্যাক্টিভ থাকতে পারি।