BTW, এবিউজও আছে! সেগুলোরে কি বলবা? ঐভাবেই তো ধুমায়ে উপরে উঠতেছে। মেরিট ট্রানজেকশন, বোর্ডে একটু উকি মারো বুঝতে পারবা। কয়েকজনের মাঝেই সব সার্কুলেশন ঘটতেছে। এনিওয়ে আমি এইসবে ইন্টারেস্টেড না, এসব নিয়ে কথা বলার ইচ্ছাও নাই।
আমি আমার পোস্টে কিছু লিখছিলাম কিন্তু পরবর্তীতে এডিট করে দিচ্ছি কারণ এই বিষয়গুলো নিয়ে কথা বলার আর কোন ইচ্ছা আমার নাই। বাঙালি হয়ে চাই বাঙালি ভাই ব্রাদাররা ভালো কিছু করুক কিন্তু যা করতাছে তা নিয়ে যদি কেউ মুখ খুলে গ্লোবাল থেকে তাইলে সব অ্যাকাউন্ট চাদে চলে যাবে। যাই হোক এই বিষয় নিয়ে আর কথা বাড়াতে চাই না কারণ এমনিতেই অনেকে আমাকে শত্রু বলে মনে করে এজন্য এগুলো নিয়ে কোন কথা বলি না এখন কারণ ভালোর জন্য বললেও সেটি খারাপ হিসেবে মনে করে অনেকে।
বাইদাওয়ে, সবার সাজেশন টাজেশন সবকিছু মিলায়ে redotpay ইনস্টল করছিলাম। সাবক্রিবপশনও কিনছি, কোনো সমস্যা হয়নি। কোনো এক্সট্রা চার্জ বা ০.৫০$ কাটার মতো সিচুয়েশনে পরি নাই।
দাদা গুগু দেখছেন গুগুর ফাদ দেখেন নাই

এই কথা বললাম এই কারণে যে একটা সময় redotpay অনেক ভালো ছিল। এখন দেখবেন আপনার ব্যালেন্স থাকবে না কিন্তু কোন একটি প্লাটফর্ম থেকে অটো রিনিউ চালু থাকলে প্রত্যেকটা ফেইল ট্রানজেকশনের জন্য -$1 করে আপনার ব্যালেন্সে যোগ হতে থাকবো। তাই এখন redotpay গলার কাঁটা হইয়া গেছে। আমার এখন ব্যালেন্স -$32

কোট
এইজন্যই বলছি যে এখানে ভিন্ন মত থাকবে! বাট যেহুেতু আমাদের মেম্বার কম তাই ঘুরে ফিরে তুমি আমি এলবি শিশির এবং অন্যান্য এরাই প্রতি মাসে টপে থাকবে। পার্সোনালী প্রতি মাসে এভাবে এই জিনিসটারে হাইলাইট করবা আর গ্লোবালের সাঙ্গেপাঙ্গো দের এটা চোঁখে পড়বে না এটা হতেই পারে না। ইমনিই আমাদের বোর্ড আমাদের মেম্বার্স গণ অনেক হাইলাইটেড। ইউ নো হোয়াট আই মিন। আননেসেসারি এটেনশন আসুক আর এসব নিয়ে ড্রামা হোক, এমন চাইনা আমি। টায়ার্ড লাগে।
আমি নিজেরো পছন্দ না, বাবা ডে মামা ডে ফুফা ডে টাইপ পোস্ট। হ্যাঁ ক্রিপ্টো রিলেটেড দিনগুলোর পক্ষে আছি আমি। যেমন: সাতোসির জন্মদিন ইত্যাদি। বাট মাঝে মাঝে যে এই মামা চাচা টাইপ পোস্ট দেখি তা দেখলে বিরক্তই লাগে। একবার দেখছিলাম কে জানি, ট্রাম্পের জন্মদিন পালন করতেছে! তিনি কি আপনার চাচা লাগে! এগুলো একেবারে ভোগাস পোস্ট!
না রাখি নাই। পেমেন্টের পর বেচে যাওয়া ব্যালেন্স উইথড্র করে নিসি অলরেডি!
ধুর মিয়া খালি খোচা দিয়া দিয়া কথা কন। মাঝে মাঝে এগুলা দেখতে হয় নয়কে বিনোদন থাকে না। আমি বাংলাতে এইসা আইসা বিনোদন নিয়া যায় এইসব ডে, কংগ্রাচুলেশন এর ব্যানার দেইখা দেইখা। আমি তাদের পরামর্শ দিবো আরো বেটার ব্যানার ডিজাইনের যিনি Canva ব্যবহার করার জন্যে। এমন পরামর্শের জন্য ধন্যবাদ আশা করছি
