এখন ভাবতেছি আপাতত স্টেবল কয়েন করে রাখবো ১০০কে তে সেল অর্ডার দিয়ে রেখেছিলাম এখন আবার ক্যান্সেল করে দিলাম কারণ বিটকয়েনের মার্কেট দুই ট্রিলিয়ন এখনই প্রায় টাচ করে ফেলেছে। দেখি আরো কিছু পার্সেন্টেজ প্রফিট বুক করা যায় কিনা।
100কে যাদের টার্গেট ছিলো, তারা কিন্তু মোটামোটি ক্যাশ করে ফেলতেছে। বিটকয়েন আরো গ্রো করবে এটা আমিও আশা করি। তবে ১০০কে তে একটা সেল প্রেশার যে আসবে, সেটা মোটামোটি শিওর। আমরা কিন্তু অলরেডি ৯৯কে টাচ করেছি। আমি ৯৩ হাজারে কিছু প্রফিট বুক করে অল্টকয়েনে ইনভেষ্ট করেছি। আমার মনে হচ্ছে এরপর অল্ট সিজন শুরু হতে যাচ্ছে। যদিও আমি এসব ব্যাপারে একদম এক্সপার্ট না। কাউকেই আমি কোনো প্রকার এডভাইজ দিচ্ছি না।
যারা ১০০ কে তে সেল করতে চাচ্ছিলেন, তারাই কেবল ৯৯-৯৮ তে কিছু সেল করে প্রফিট বুক করতে পারেন। তবে কখনোই পুরো ইনভেষ্টমেন্ট সেল করে দিবেন না। কিছু হাতে রেখে দিবেন বুম করার জন্য। যেটা যেকোনো সময় আপনার কাজে লাগতে পারে। হতে পারে বিটকয়েন ১৫০ কে তে যাবে, এটা তখন সেল দিতে পারবেন।
আসসালামু আলাইকুম। আমি ফোরামে বেশ নতুন। তবে কিপ্টো কারেন্সিতে আমার অভিজ্ঞতা মোটামুটি চলার মত। আমার মনে হয় বিটকয়েন 100000$ রেঞ্জ পার করলেই শুধুমাত্র হাইপের কারণে এটা 120000$ পর্যন্ত খুব অনায়াসে চলে যাবে। তবে ওই মুহূর্তটা খুবই উত্থান পতনের মধ্য দিয়ে যাবে এবং অনেকেই লিকুইডেশনে পড়ে যাবেন যারা ফিউচার ট্রেডিং করেন। তাই আমার মনে হয় আর কিছুদিন ওয়েট করে আরো কিছুটা প্রফিট বুক করে নেয়ার জন্য শ্রেষ্ঠ সময় সামনের দিনগুলোতে আসছে।
তবে আমি বলতে চাচ্ছি যারা ফিউচার ট্রেড করেন তারা দয়া করে ওই সময়টাতে একটু সাবধানতা অবলম্বন করলে ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন কারণ মার্কেট উপরে নিচে খুব বেশি চলাফেরা করবে।
সবাই বুল মার্কেট এনজয় করুন সবার জন্য শুভকামনা।