Search content
Sort by

Showing 7 of 7 results by SuparCat
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
SuparCat
on 24/07/2023, 09:14:25 UTC
বিটকয়েন-এ বিনিয়োগ করা কি লাভজনক?এ বিষয়ে অনেকে চিন্তা করতে পারেন যে বিটকয়েনে বিনিয়োগ করা আসলেই লাভজনক কিনা।
বিটকয়েন হলো একটি ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা যা একটি ডিসট্রিবিউটেড লেজার ব্যবহার করে লেনদেন হয়। বিটকয়েন কেনাকাটা এবং বিক্রয় করার সময় কোন তৃতীয় পক্ষ দরকার নেই এবং ট্রানসাকশন ফি কম থাকে।
বিটকয়েন-এ বিনিয়োগ করার একটি লাভ হলো যে, বিটকয়েনের মূল্য উচ্চ হলে বিনিয়োগকারী লাভবান হতে পারেন। তবে বিটকয়েন একটি অনিশ্চিত বিনিয়োগ হিসাবে বিবেচিত হতে হবে এবং তার মূল্য বেশি উঠতে ও নিম্ন হতে পারে। এছাড়াও, বিটকয়েন হ্যাকিং এবং ক্র্যাশের ঝুঁকিও আছে এবং বিনিয়োগ করার আগে সম্পূর্ণ পরিষ্কার ধারণা নেওয়া উচিত।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
SuparCat
on 14/07/2023, 08:57:41 UTC
বিটকয়েন কী এবং কিভাবে কাজ করে?
ক্রিপ্টোকারেনন্সী কি ?

Crypto currency যার বাংলা অর্থ Crypto মানে “গুপ্ত” আর Currency মানে “মুদ্রা” , অথ্যাৎ “গুপ্ত মুদ্রা” ! অনেকে আবার এইটাকে ড়িজিটাল কারেন্সী এবং ভবিষৎতের কারেন্সী ও বলছেন। আসলে ও তাই । কারন প্রচলিত মুদ্রা থেকে সম্পুর্ন আলাদা এই মুদ্রা এবং এর বিনিময় ব্যবস্হা।এইটাকে ধরা যায় না, ছোয়া যায় না, কিন্তু একটা আকৃতি দেখা যায় ব্যবহার করা যায় অবাধে এবং গোপনে ।এটি একটি বিশষ সুত্রের মাধ্যমে জন্ম লাভ করে।এবং একটি নিদিষ্ট পরিমান জন্ম নেওয়ার পর আর জন্ম গ্রহন করেনা। কিন্তূ প্রচলিত মূদ্রা একটি দেশের সরকার যত খুশি ছাপাতে পারে।দেশ ভেদে এদের মুল্যমান ও একেক দেশে একেক রকম

বিটকয়েন কী? বিটকয়েন কিভাবে কাজ করে?
বিটকয়েনের ওয়াইট পেপারের শিরোনামই ছিল Bincoin A Peer to Peer Electronic Cash System. এ থেকে বুঝা যায় বিটকয়েন সৃষ্টির উদ্দেশ্যই ছিল প্রচলিত মুদ্রাব্যাবস্থা বিকেন্দ্রিত করা। বিটকয়েন হল ব্লকচেইন ভিত্তিক ডিজিটাল মুদ্রা। যেটি ব্যাবহার করে প্রেরক এবং প্রাপকের তথ্য গোপন রেখে কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই লেনদেন করা সম্ভব।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
SuparCat
on 04/07/2023, 04:45:23 UTC
বর্তমানে আমরা সবাই কম বেশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে  জড়িত। এর মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক এবং twitter। আমরা সকলেই কমবেশি মাধ্যম দুটির সাথে জড়িত। তবে আমরা
অনেকেই এর ইতিহাস সম্পর্কে জানি না। নিচে ফেসবুক এবং twitter এর সংক্ষিপ্ত সৃষ্টি ইতিহাস আলোচনা করা হলো :

ফেসবুক : ২০০৪ সালের ফেব্রুয়ারির ৪ তারিখে প্রতিষ্ঠিত ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট। মার্ক জাকারবার্গ, অ্যান্ড্রো ম্যাককালাম,এবং ক্রিস হিউজেস কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয়।
ফেসবুকের সিইও হলেন মার্ক জাকারবার্গ। এটির হেডকোয়ার্টার আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত।

twitter : ১৪০ অক্ষরে টুইট সংবলিত একটি সামাজিক যোগাযোগ সাইট হলো টুইটার। টুইটার ২০০৬ সালের মার্চ মাসে ইবান উইলিয়াম, বীজ স্টোন, এবং নো গ্লাস  কর্তৃক তৈরি হয় এবং জুলাই ২০০৬ সালে এটির কার্যক্রম চালু হয়। বর্তমানে টুইটারের হেডকোয়ার্টার আমেরিকার সান ফ্রান্সিকতে  অবস্থিত।।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
SuparCat
on 03/07/2023, 16:46:09 UTC
আমরা জানি বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজার উন্মুক্ত করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি। আমাদের দেশের শিক্ষিত বেকার সমস্যা সমাধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভিন্ন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। এর মধ্যে অন্যতম হলো আউটসোর্সিং। বর্তমানে এটি অনেকেরই পেশা হিসেবে পরিণত হয়েছে। চলে বাংলাদেশ প্রতিবছর আউটসোর্সিং হতে কয়েক মিলিয়ন ডলার আয় করছে। উন্নত বিশ্বের মত বাংলাদেশেও অনেকে এই খাতে বিনিয়োগ করছে। ফলে বহু লোক সম্পৃক্ত হচ্ছে বিভিন্ন কাজে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান, দূর হচ্ছে বেকারত্ব। বর্তমানে আমাদের দেশের অনেক দক্ষ কর্মী ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমেরিকা কানাডা ব্রিটেনের মতো দেশগুলোর বড় বড় কোম্পানিতে কাজ করছে। যা আমাদের কর্মসংস্থান বৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রাখছে। এ ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই বিশ্বের যে কোন প্রান্তের কর্মসংস্থানের খোঁজ মুহুর্তের মধ্যেই পাওয়া যায়। যেমন www.bdjobs.com ওয়েবসাইটের মাধ্যমে দেশের বেকার জনগোষ্ঠী বিভিন্ন প্রতিষ্ঠানে অনলাইনে কাজ করতে পারছে। ফলে বেকারত্ব অনেকাংশে কমে যাচ্ছে। সুতরাং বলা যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন বাংলাদেশের বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
SuparCat
on 03/07/2023, 10:35:23 UTC
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
SuparCat
on 03/07/2023, 06:57:36 UTC
আমাদের দৈনন্দিন জীবনে প্রয়জনীয় গুরুত্বপূর্ণ বিবিধ ওয়েব লিংকসমূহ‌‌‌:

1.বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন/ bangladesh.govt.bd
2.বঙ্গবন্ধু স্যাটেলাইট -১/ www.btrc.gov.bd/bangabandhu-satellite-1
3.ই-বুক /www.ebook.gov.bd
4.ই-পর্চা/ www.eporcha.gov.bd
5.  ফেসবুক/www.facebook.com
6.টুইটার/www.twitter.com
7.ইনস্টাগ্রাম/www.instagram.com
8. অ্যামাজন/www.amazon.com
9.মাইক্রোসফট/www.microsoft.com
10.গুগল/www.google.com
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
SuparCat
on 01/07/2023, 04:54:59 UTC
আসসালামু আলাইকুম, প্রিয় বিটকয়েনটক ইউজারবৃন্দ আশা করি সকলে ভালো আছেন। বিটকয়েন এ আমি নতুন। বিশেষ করে বাংলা ফোরামে নতুন। এর নিয়ম সঠিকভাবে জানিনা। আমি এখানে এসে একটা বিষয় দেখলাম আমার সিনিয়র ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর পোস্ট করেছে। তাদের পোস্টগুলো পড়ে আমি অনেক বিষয় জানতে পেরেছি। আমি আশা করি আমিও একদিন সফল হব ইনশাআল্লাহ। আমি সিনিয়র ভাইদের আরও সফলতা কামনা করি।