Bitcoin Pumpkin Carving Contests এর কথা বলা হয়েছে। এর আগে ২০২২ সালের অক্টোবর মাসে এই কনটেস্ট শুরু হয়েছিল এবারও হয়তো হতে পারে।
দারুন তো। আমি গত বছর একটিভ ছিলাম না। তো এই ব্যাপারে আমার তেমন কিছু জানা নাই। দেখে ভালো লাগলো যে নতুন মেম্বার রাও ফোরামের আগের বছরের কন্টেস্ট এর খোজ রাখেন। নাকি নতুন একাউন্ট এর পেছনে পুরাতন লোক? আচ্ছা পুরাতন হলেও সমস্যা নাই। শুধু মাত্র এবিউজ কইরেন না কিছু, তাহলেই হবে।
এটাই হলো আমাদের বাংগালীদের ট্যালেন্ট হা হা। তাহলে এবার চিন্তা করেন কোন লেভেলের কি হইতেছে। আর আমি কথাটা কিসের জন্য বলছি।
এগুলা হওয়ার কারন আছে এখানে বলার মতো তেমন কেউ নাই আর দুই এক জন যারা চিল্লায় তাদের চিল্লানোর কোনো দাম নাই। ইদানিং কেন নতুন একাউন্ট এর সংখ্যা এত বেড়ে চলেছে আর কেনইবা তারা শুধুমাত্র সোর্স পোস্ট করে যাইতেছে তা আমি খুব স্পষ্টভাবেই বুঝতে পারতেছি। তবে কিছুই করার নাই কারণ আমরাতো বাঙালি জাতি আমরা এইসব ছাড়তে পারবোনা কখনই। এখন যে নতুন অ্যাকাউন্টগুলো এখানে আসতেছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সবগুলোই মাল্টি একাউন্ট এইগুলা কোনোটাই নতুন কোনো সদস্য না।
আমারো এমনই মনে হচ্ছে। এখন আর আগের মতো পোস্ট হচ্ছে না। যারা বিগত কয়েকমাস ধরে এক্টিভ ছিল, ভালো রেঙ্ক আপ করেছিল, তাদের অনেকরেই বাংলা ফোরামে আগের মতো আর দেখিনা। এমন না যে তারা বিটকয়েনটক বাদ দিয়ে দিসে। জাস্ট বাংলাতে আসে না। আমি নিজেই আগের মতো আসতে পারিনা, কিছু সমস্যার কারণে।
আপনাদের কি মনে আছে অক্টোবর মাসে Halloween আর এই হ্যালোইনের উপলক্ষে ফোরামে একটা কুমড়া কনটেস্ট হবে। আর এ কারণেই এসব অ্যাকাউন্ট তৈরি করা হইতেছে কুমড়া কন্টেস্টে জয়েন কইরা মেরিট ফারমিং করার জন্য। আমি যা বললাম এগুলো সবাই নোট করে রাখতে পারেন এবারের কুমড়া কনটেস্টে হয়তোবা এমনও হতে পারে যে আমাগো বাংলাদেশ বোর্ড খ্যাতির চোদনে সোনার মেডেল পাবে। কথাটা হয়তোবা অনেকেই বুঝতে পারছেন। চিল্লাইয়া কোনো লাভ নাই তাই চিল্লান বাদ দিতেছি ধীরে ধীরে।
সোর্সটা হবে? কোন কনটেস্টের এর কথা বলতেছেন, বুঝতেছিনা। পিজ্জা কনটেস্ট, সিগ্নেচার কনটেস্ট এসব শুনছি বাট কুমড়া কনটেস্ট কখনো শুনি নাই।
কুমড়া কন্টেস্ট এটা আসলে বাংলায় বললে কেমন যানি শোনায়। কিন্তু হ্যা এই কুমড়া মানে Pumpkin Contest গত বছর ৭ অক্টোবর শুরু হয়েছিলো। সেখানে আমাদের এই থ্রেড এর অনেকেই অংশ গ্রহন করেছিলো। তার মধ্যে Tjtonmoy, LDL, এর মত সিনিয়র ভাইয়েরা। আসলে এটি অক্টোবর এ শুরু হয় এ বছরো শুরু হবে তবে একটু দেরি হচ্ছে সামনেই শুরু হবে।
ভাই কুমড়া কন্টেস্ট আসলেই ভালো শোনা যায় না এক কাজ করি বিলাতি লাউ বা মিষ্টি লাউ কন্টেন্ট বললে কেমন হয়

কেনো ভাই এইসব ফালতু পোস্ট না করলে হয় না? একটা ভালো জিনিস পোস্ট করেন তা না একজন একটা কথা বললে হইছে সেইটার হাইপ চলতেই থাকে জুগের পর জুগ........
আমাদের প্রধান সমস্যা গুলোর মধ্যে একটা হলো অন্য কে অতিরিক্ত ফলো করা। আমরা ভালো কিছু ফলো করি না। আমরা শুধু চেক করি অই লোক টা মেরিট পেলো কোন পোস্ট থেকে? কিভাবে পেলো? কি করে পেলো? এই ফলো করার রেজাল্ট অনেক ভয়াবহ। একজন একটা কাজ করে মেরিট পেয়েছে বলে যে আপনি করলে আপনি পাবেন, ব্যাপার টা সেরকম না। প্রায় অনেকদিন আগে একটা থ্রেড দেখলাম পোস্ট করলেই সেই থ্রেড এর ক্রিয়েটর ১০ টা করে মেরিট দিচ্ছে। তো বাংলাদেশের অনেক মানুষ সেখানে পোস্ট করেছে এবং অনেকে মেরিট ও পেয়েছে। কয়েক সপ্তাহ আগে দেখলাম সেটা নিয়ে গ্লোবালে থ্রেড ওপেন করে একজন বলছে যে এই একাউন্ট গুলো এক জনের। নইলে সবাই মিলে এই থ্রেড এ পোস্ট করলো কেনো আর সবাইকে থ্রেড ক্রিয়েটর মেরিট দিলো কেনো? সব সময় ফলো করা ভালো রেজাল্ট নিয়ে আসে না। মাঝে মাঝে খারাপ রেজাল্ট ও নিয়ে আসে। সুতরাং, মেরিট দেখলেই ঝাপিয়ে পড়ার দরকার নাই।
WO টপিকে বেশ কিছুদিন বাংগালী অনেকে সোর্স দিয়া বোঝাই করে রাখছে সেখানে মেরিট দেয় এর জন্য কেউ কেউ recent merit ফলো করে বার অনেকে আছে একাউন্টের মেরিট অপশন লারাচারা করে দেখেন যে কোথায় মেরিট দেয় সেখানে যাইয়া ঝাপাইয়া করে। Nice Merit Record এ গিয়াও অনেকে স্পামিং শুরু করছে আবার এখানে তো একটা জিনিস আছেই কেউ র্যাংক আপ করলে Congratulations এর বৃষ্টি ফেলা বোল্ড লেখা + ব্যানারের ছড়াছড়ি এইসব দেইখা অভ্যাস হইয়া গেছে ভাই।
আমাদের প্রধান সমস্যা গুলোর মধ্যে একটা হলো অন্য কে অতিরিক্ত ফলো করা। আমরা ভালো কিছু ফলো করি না।
সাম্প্রতিক সময়ে আমাদের এইখানে অনুবাদ ভয়াবহ আকার ধারণ করেছে। সত্যি বলতে আমি এতটাই বিরক্ত বোধ করছি যে দেখলেই মনে হচ্ছে ইগ্মোর করি। আগে আপনি কিংবা আর একজন করত সেইটা মোটামুটি পড়া হইত, এখন দেখলেই বিরক্ত লাগে। আর খুব প্রয়োজনীয় টপিক ছাড়া অনুবাদ করারও মানে হয় না।
কেনইবা ট্রান্সলেট এর পরিবাম বারবো না ট্রান্সলেট করলেই মেরিট ৫+ করে তাইলে ক্ষতি কী? সর্বোচ্চ ৩০ মিনিট সময় দিলেই একটা বড় পোস্ট ট্রান্সলেট করা যায়। ৩০ মিনিটে যদি ৫+ মেরিট পাওয়া যায় তাইলে তো আর খারাপ না। সত্যি বলতে আমি ২-১ টা ট্রান্সলেট ছাড়া বাকি কোনোটাই পইরা দেখিনাই এখন এইগুলা সত্যিই খুব বিরক্ত লাগে কারন আমাগো লোকাল বোর্ড নাই একটা টপিকের মধ্যে এগুলা জগাখিচুরি লাগে।
আপনাদের কি মনে আছে অক্টোবর মাসে Halloween আর এই হ্যালোইনের উপলক্ষে ফোরামে একটা কুমড়া কনটেস্ট হবে। আর এ কারণেই এসব অ্যাকাউন্ট তৈরি করা হইতেছে কুমড়া কন্টেস্টে জয়েন কইরা মেরিট ফারমিং করার জন্য। আমি যা বললাম এগুলো সবাই নোট করে রাখতে পারেন এবারের কুমড়া কনটেস্টে হয়তোবা এমনও হতে পারে যে আমাগো বাংলাদেশ বোর্ড খ্যাতির চোদনে সোনার মেডেল পাবে। কথাটা হয়তোবা অনেকেই বুঝতে পারছেন। চিল্লাইয়া কোনো লাভ নাই তাই চিল্লান বাদ দিতেছি ধীরে ধীরে।
জ্যাক-ও'-ল্যান্টার্নHalloween হ্যালোউইন ডে কি? এই বিষয়টি আমি লক্ষ্য করার পর জানার চেষ্টা করি। আমি গুগলে অনুসন্ধান করি অবশেষে জানতে পেরেছি। জানি না এই বিষয়ে এখানে আগে আলোচনা হয়েছে কিনা? আমি ভাবলাম আমাদের এখানে এই হ্যালোউইন ডে নিয়ে আলোচনা হলো, আবার নাকী এই হ্যালোউইন ডে উপলক্ষে আমাদের বিটকয়েন টক ফরমে কুমড়া কনটেস্ট দেওয়া হয়। আমাদের এখানে কি সকলেই হ্যালোউইন ডে কী জানেন? হ্যালোউইন শব্দটির উৎপত্তি হয় ১৯৭৫ সালে খ্রিস্টান ধর্ম থেকে। হ্যালোউইন ডে হলো খ্রিস্টানদের একটি বার্ষিক উৎসব, যা ৩১ অক্টোবর পালন করা হয়ে থাকে। যেভাবে উদযাপন করে থাকে ট্রিক-অর-ট্রিটিং, পরিচ্ছদ ভোজসভা, জ্যাক-ও'-ল্যান্টার্ন তৈরি, অগ্ন্যুৎসব প্রজ্বলন, ভবিষ্যৎ কথন, আ্যপ্ল ববিং, ভুতুড়ে বাড়িতে ভ্রমণ ইত্যাদি। এই হ্যালোউইন ডে পালিত হয় যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, পুয়ের্তো রিকো, এবং যুক্তরাজ্য। এছাড়া এশিয়ার জাপানে এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও হ্যালোইন পালিত হয়। আমি অনুসন্ধান করে দেখেছি কুমড়া কনটেস্ট এ জ্যাক-ও'-ল্যান্টার্ন তৈরি করা হয়। জ্যাক-ও'-ল্যান্টার্ন হলো কুমড়ো খোদাই করে আর্ট করে, ভিতরে বাতী দেওয়া কে বোঝানো হয়। যাইহোক এই হ্যালোউইন ডে, কুমড়া কনটেস্ট আমাদের লোকাল থ্রেডের অনেকেই অংশগ্রহণ করেছিলেন। এই বছর আসবে কিনা জানি না।
যদিও আসে এই উৎসবটি যেহেতু খ্রিস্টানদের এখন আমরা যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কনটেস্টে অংশগ্রহণের করি তাহলে কি ইসলামের বিরোধী কোন কাজ করা হবে কিনা বা মুসলমান হয়ে কি আমাদের কনটেস্টে অংশগ্রহণের করা উচিত? আমি গুগল থেকে অনুসন্ধান করে হ্যালোউইন উইকিপিডিয়া থেকে তথ্যে সংগ্রহ করেছি, এবং কিছু লেখা সরাসরি কপি করেছি, বিস্তারি জানতে এখানে ক্লিক করুন।সাব্বাশ ভাই সাব্বাশ অনেক কষ্ট করছেন আপনে এমন একটা তথ্যবহুল পোস্ট আমাদের মধ্যে তুলে দরছেন। আমি ভাই মাফ চাই কিসের জন্য Pumking বিষয়টা তুইলা দিলাম এখানে। এখন এইটা নিয়া যে কত কিছুই হইবো আর কত প্রশ্নই যে হইবো তার হিসাব নাই। কিছুদিন পর পত্রিকাতেও লেখা হতে পারে।
ইসলামের কথা বলতে গেলে আমি কিছু লেকচার শুনছি সেই অনুযায়ী বিটকয়েনকেও হালাল বলে গন্য করা যায় না। যেখানে বিটকয়েন নিয়া মাতামাতি করতেছেন। জুয়ার সাইটের প্রচার করতেছেন সিগনেচার ক্যাম্পেন এর মাধ্যমে সেখানে pumpkin contest এর ক্ষেত্রে ধর্মের দোহাই দেওয়াটা কোনো লজিক এর মধ্যে পরে না। আমরা যদি পাক্ষা ইমানদার হতে চাই তাইলে ফোরামি ছারতে হইবো আপনার আমার ভাই