আমার মনে হয় বর্তমানে টেলিগ্রামের যে সকল বট এয়ার ড্রপ গুলো চলছে সবগুলোই স্কাম প্রজেক্ট। রিয়াল প্রজেক্ট ওনাররা সব সময় ইনভেস্টরদের বিশ্বাস অর্জনের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে,, কিন্তু বর্তমানে যে সকল এয়ারড্রবগুলো চলছে এখানে ইনভেস্টররা প্রজেক্ট এর প্রতি বিভিন্ন কারণে আস্থা হারিয়ে ফেলছে এর মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে এ্য়ার ড্রপ হান্টারদের দ্বারা ট্রানজেকশনের নামে অর্থ হাতিয়ে নেওয়া।
এই এয়ারড্রপগুলো এক সময় ভালো পরিমানে প্রফিট দিতো কিন্তু বর্তমান সময়ে এগুলোর হাইপ নষ্ট হয়ে গেছে। এখন আর এয়ারড্রপগুলো থেকে ভালো কিছু আশা করা যায় না। এগুলোতে সময় দেওয়া মানে নিজের মূল্যবান সময় গুলো এখন নষ্ট করা। পূর্বে অনেক এয়ারড্রপ করেছে কিন্তু বর্তমান সময়ে কোন কিছুই করছি না। এইগুলোতে আর সময় দেব না এখন লাঞ্চপুল এবং ট্রেসনেট গুলো করার চেষ্টা করতেছি।
ওই ধরেন আপনার মতোই, আরেকজনের কথায় ইনফ্লুয়েন্স হয়েই ইনভেষ্ট করেছি। পাকিস্তানের এক ইউটিউবার আছে, নাম হচ্ছে মুকাদ্দাস। এই ব্যাটা যে কি পরিমান হাইপ ক্রিয়েট করছে, বলার বাইরে। এক প্রকার ওর কথার ওপর ডিপেন্ড করেই আমি হাজার খানেক ডলার ইনভেষ্ট করে বসে ছিলাম। সবই এখন মুলা হয়ে বসে আছে। কষ্টে এখন আর ব্যালেন্স ও চেক করি না। কয়েকদিন পর পর আবার অনেকে মেসেড দেয় এয়ারড্রপ করবো কি না। মন মেজাজ যে কি খারাপ হয়, বলার মতো না।
আপনার কাছ থেকে এই ধরনের বিনিয়োগ করার কথা কল্পনা করি নাই ভাই। আপনি একজন ইউটিউবারের কথা শুনে তার কথার উপর ডিপেন্ড করে এত ডলার বিনিয়োগ করে ফেলছেন। এই ধরনের ইনভেস্ট কখনোই করবেন না আগে নিজে দেখে শুনে যদি মনে হয় ইনভেস্ট করার মত তাহলে ইনভেস্ট করবে। কিছু ইন্ডিয়ান এবং কিছু পাকিস্তানি আছে যারা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে এমনভাবে প্রজেক্ট নিয়ে মার্কেটিংয়ের কাজ করে মনে হয় সেইসব প্রজেক্ট থেকে প্রচুর পরিমাণে লাফ দিয়ে যাবে। তাদের কথার উপর ডিপেন্ড করে অনেকে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে ফেলে পরবর্তী সময়ে তারা প্রচুর পরিমাণে লস এর দিকে পড়ে থাকে। আপনি নিজের একজন অভিজ্ঞতা সম্পন্ন লোক আপনিও তাদের কথার উপর ভিত্তি করে বিনিয়োগ করে ফেলছেন এটা সত্যিই আমাকে অবাক করে দিয়েছে।
নিজে নিজে বিনিয়োগ করে ঠকা ভালো বিশেষ করে অন্যের কথায় যদি বিনিয়োগ করে লস খাওয়া যায় সে ক্ষেত্রে মনকে সান্ত্বনা দেওয়া যায় না। মনে হয় অন্যের কথা আমার এই লোকসানটা হলো কিন্তু নিজে নিজে বিনিয়োগ করে লোকসান খেলে কোন সমস্যা নেই তখন নিজের কপালের দোষ দিয়ে আপাতত নিজেকে সান্তনা দেওয়া যায়।
বিনিয়োগ করার জন্য অবশ্যই নিজের মতামত কি পায়োরেটি বেশি দেওয়া প্রয়োজন। অন্যের কথা শুনে বিনিয়োগ করা এটা অবশ্যই কোন বুদ্ধিমানের কাজ নয়। অন্যের কাছ থেকে মতামত নিতে পারেন কিন্তু বিনিয়োগ করার সময় অবশ্যই আপনি এনালাইসিস করে নিজের কাছে যেটা ভালো মনে হয় সেটা করাই ভালো। হ্যাঁ এটা ঠিক বলছেন অন্যের কথায় বিনিয়োগ করে লস খেলে সেটা আফসোস লাগে কিন্তু নিজে এনালাইসিস করে বিনিয়োগ করে লস খেয়ে গেলেও সেটা আফসোস লাগবে না কারণ আপনি সেখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন এবং সঠিক শিখতে পারবেন।
আমি গর্ব করে বলতে পারি আমাদের লোকালের চেয়ে স্বনামধন্য ব্যাক্তিগন হয়তো অন্য কোনো লোকালে নেই। তবুও ফোরামে আমরা এখনো খুবই পিছিয়ে।
যদিও ফোরামে বাঙালিদের রিপুটেশন খারাপ কিন্তু অবশ্যই এই অবস্থা থেকে বেরিয়ে আসবে এবং আমাদের কমিউনিটির স্বনামধন্য ব্যক্তিরা সব জায়গায় প্রায়োরিটি বেশি পাবে। আমরা পিছিয়ে থাকার কারণও রয়েছে তবে ভালো করার জন্য সুবর্ণ সুযোগ সামনে রয়ে গেছে। সবাই যদি আমরা যার যার জায়গা থেকে ভালো করার চেষ্টা করি তাহলে আমাদের ভালো করার পাশাপাশি আমাদের কমিউনিটি এগিয়ে যাবে। ফোরামে যদিও আমরা অনেক পিছিয়ে আছি যদি চেষ্টা করা যায় সকলে মিলে তাহলে ফোরামে ভালো একটা অবস্থান তৈরি করে নেয়া সম্ভব।
ওহ হ্যা শেষ কথা এটাই বলব যে লোকাল বোর্ড + মেরিট সোর্স আগে হয়ে গেলে দেখবেন একেক জনের ৪/৫ টা করে মাল্টি একাউন্ট জেগে উঠেছে, মেরিট ফার্ম এর জন্য। আমি মনে করি লোকাল বোর্ড থেকে যারা মেরিট আর্ন করে তাদের থেকে গ্লোবাল বোর্ড গুলা থেকে যারা মেরিট পায় তারাই প্রকৃতপক্ষে মেরিট এর যোগ্য। কারন কম্পিটিশন বেশি, আপনি কন্ট্রিবিউট না করলে মেরিট অবশ্যই পাবেন না।
মেরিট সোর্স হওয়ার আগেই এই মেরিট অ্যাবিউজ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্যাগ খেয়ে অনেক ইউজার চলে গিয়েছে। মেরিট সোর্স হওয়া খারাপ কিছু নয় কিন্তু এটার ভালো ব্যবহার করতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। বাঙালি কমিউনিটির কেউ যদি মেরিট সোর্স হয় তবুও দেখবেন কয়েকজন ইউজার বাঙালিদের নিয়ে রেপুটেশনে রিপোর্ট করে বসেছে। প্রথমেই বলবে মেরিট অ্যাবিউজ করেছে এইটা বলে আরো নানারকম যত কাহিনী করা যায় সব করবে। তবে এই প্রতিকূলতা গুলো আস্তে আস্তে কাটিয়ে উঠতেছে বাংলা কমিউনিটি। সামনে ডিটি মেম্বার এবং মেরিট সোর্স এগুলো আরো হয়ে যাবে। সবাই যার যার জায়গা থেকে ভালো করার চেষ্টা করলে অবশ্যই ভালো করা সম্ভব।