ইদানিং মার্কেটে অনেক লাঞ্জপেড অফার দেখি, যেটা সাধারানত আমরা ICO নামে জানি। Binance, MEXC, Bybit অনেক সাইটে তাদের নিজস্ব কয়েন হোল্ড করার মাধ্যমে লাঞ্জপেডের টোকেনের কিছু অংশ পাওয়া যায়। অনেকে আছেন যারা এই ধরনের কাজ করে থাকেন, কেননা এধরনের কাজে অনেকে ভালো রির্টান পাওয়া যায়। যেকোনো টোকেন পেয়ে গেলে সেটি মিনিমাম ৫/১০* বেড়ে যায়। আরেকটি উদাহরন দেখলে যানা যাবে, কোনো বড় প্রজেক্ট তাদের অন্য প্রজেক্ট লঞ্জ করতে চায়, এসময়ে রুলস দিয়ে থাকে যে, তাদের নিজস্ব টোকেন কিছুদিন হ্লোড করে থাকলে তারা তাদের নিউ টোকেনের কিছু অংশ হ্লোডকারীদের মাঝে বিতরন করে দিবে। এ ধরনের কাজে ভালো রির্টান পাওয়া যায় কিন্ত সমস্যা হচ্ছে এই মার্কেট ক্রাশ। বিগত কয়েকমাসে যা বার বার দেখতে পেরেছি। মার্কেট আপে কিনে হ্লোড করলাম লাঞ্জপেডে, কিন্ত টাইম শেষ না হতেই দেখি মার্কেট ডাম্প হয়ে গেছে। এমন সময়ে, না চাওয়া সর্ত্তেও আমাদের লং র্টাম ওয়েট করতে হয়, এই লস রিকভার করার জন্য।
এমতাবস্থায়, আমরা crypto lending সুযোগের সুবিধা নিয়ে এধরনের সমস্যায় না পরে ভালো একটা রির্টান আয় করতে পারবো।
উদাহরন হিসেবে নিজের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতেছিঃ
Iota প্লাটর্ফমের ২ টি নিউ প্রেজক্ট লঞ্জ করবে, Assembly আর Shimmer, রুলসগুলো এমনছিলো যে, ইউজারদের ৯০ দিনের সময়ের জন্য Iota কয়েনকে একটি ওয়ালেটে স্টেকিং করে রাখতে হবে, তাহলে ইউজাররা ওই ২ টি কয়েনে একটি অংশ পাবে। আমার কাছে অফারটি ভালো লেগেছিলো, যেহুতু Iota কোম্পানিটিও ফান্ডামেন্টালি ভালো ছিলো।তখন আমি কিছু Iota কিনি, তার রেট ছিলো ১.৩৩$ যা এখন দিনে রেট হচ্ছে ০.৮০$ এর মত। মাঝে আমার বেশ কিছু লসে আছি, স্ট্যাকিং প্রিরিয়ড শেষ হওয়া পরও আমি এইগুলো হয়তো Iota সেল দিয়ে মার্কেট আউট হতে পারবো না। আমাকে এখনলং টার্মে এল্টকয়েন সিজনের জন্য ওয়েট করতে হবে।
আমি এই লসটা ফেস করতে হতো না যদি আমি Iota টোকেন lending করে নিয়ে স্ট্যাকিং এ রাখতাম। আমাকে শুধু কিছু % ইন্টারেস্ট দিতে হতো, লেন্ডিং প্লাটর্ফমকে। যা আমাকে ভালো রির্টান দিতে পারতো, কোনো লস ফেস করা বাদেই।
হয়তো লেখাটি অনেকের কাছে একটু ঘোলাটে মনে হতে পারে কিন্ত এই পন্থায় ইনভেস্ট করলে অনেক প্রফিট করা যেতে পারে, কোনো রকম লস ফেস না করেই।
এই লেখাটি শুধু ধারনা দেওয়ার জন্য করা হলো, আসলে মার্কেট অনেক বড় এবং এই রকম ইনভেস্ট করার আগে অনেক রির্ছাচ দরকার। দেখেশুনে ইনভেস্ট করবেন, আপনার প্রফিটের ভাগিধার আমি হবো না, তাই আপনার লসেরও ভাগিধার আমি হবো না।