আমার Twitter Account Permanently Suspended হয়ে গেছে আমি এখন কীভাবে আমার Twitter Account Recover করব?
কারো জানা থাকলে আমাকে একটু জানাবেন প্লিজ।
Permanently Suspended Twitter Account Recover করার কয়েকটি ধাপ ১. আপনাকে একটা আপিল করতে হবে।
২. সেই আপিলের Form বের করার জন্য প্রথমে আপনাকে Twitter এ ঢুকতে হবে।
৩. এরপর Profile এর উপর click করবেন এবং সবার নিচে Settings & Supports লেখার উপর click করতে হবে।
৪. তারপর Help Center এ click করবেন।
৫. About Suspended Account এ click করতে হবে।
৬. একটু নিচে file an appeal লেখা দেখতে পাবেন সেইখানে click করবেন।
৭. তারপর আপনাকে এ সেই File টি পূরণ করতে হবে।
৮. File টিতে Describe About your problem নামে একটা প্রশ্ন থাকবে সেইখানে আপনি এই লেখাটি বসাবেন।
My Twitter account (@Username) is now suspended. There have a small reason for suspensions my profile. I means my wrong work. I promise in future I don't do this work. So now please re-back me my twitter account.
Thanks
৯. উপরের লেখাটি @Username এর জায়গায় আপনি আপনার Twitter Username দিবেন।
১০. আপনাকে অবশ্যই আপনার Suspended Account দিয়ে কাজগুলো করতে হবে।
১১. File টি জমা দেওয়ার পরে Twitter থেকে আপনার Gmail এ Message এর মাধ্যমে তারা জানিয়ে দিবে যে, তারা আপনার Account টি Recover করবে কি করবে না।
আপনি যদি উপরের নিয়ম অনুসারে কাজ করেন তাহলে আশা করা যায় আপনি আপনার Twitter Account Recover করতে পারবেন।