অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে আমাদের লোকাল থ্রেডের ভালো একজন সোর্স naim027 ভাই প্লাগারিজম ইস্যুতে পার্মানেন্ট ব্যান খেয়েছে । তিনি বাংলাদেশের টপ পোস্ট দাতাদের মধ্যে চার নম্বরের ছিলেন । তার ব্যান খাওয়ার পরপরই আমাদের ট্রেডের অবস্থা ধীরে ধীরে ডাউন হয়েছে। বিশেষ করে ম্যারিট এর আদান প্রদান শুধু কমতেছে । এমতাবস্থায় আমাদের উচিত ভালোভাবে থ্রেডে এক্টিভ হওয়া তাহলে হয়তো কোন একদিন বাংলাদেশকে নিজস্ব লোকাল বোর্ড সহ দেখা যাবে। যে কাজটা নাঈম ভাই করতেন অনেক ঘাটাঘাটির পর আমি একটু চেষ্টা করেছি। নিচে টা উল্লেখ করলাম
জুন মাসে টোটাল 135 টা পোস্ট হয়েছে আর 135 পোস্টে মাত্র 11 টি মেরিট পেয়েছে। পোষ্টের সংখ্যা গত মে মাসের তুলনায় বেশি হলেও মেরিট সংখ্যা কমেছে মে মাসে পোস্ট ছিল-১০৮ এবং মেরিট-২১ যা প্রায় দ্বিগুণ ছিল। নিচে বাংলাদেশ এর লোকাল থ্রেডের জুন মাসের পোস্ট এবং মেরিট ড্যাশবোর্ড তুলে ধরা হলোঃ
জুন মাসের পোস্ট অ্যাক্টিভিটি
জুন মাসের মেরিট ড্যাশবোর্ড
প্রথম দশজন সর্বোচ্চ পোস্টদাতা: 1. Cryptoworldman [35] 2. sakil200 [17] 3. Crypto Library [13] 4. First Registration [8] 5. Little Mouse [8] 6. Dadu17@0 [7] 7. Next-door [7] 8. BravoDjBravo [5] 9. Darbar99@ [4] 10. cryptotalklab1 [3]
আইডি পারমানেন্ট ব্যান খাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে-প্লাগরিজম। অন্যের লেখা হুবহু কপি করে বা আংশিক কপি করে পোস্ট করলে এবং সেটা মডারেটরদের নজরে আসলে আইডি স্থায়ী ব্যান খাবে কোন সন্দেহ নেই। আমার পরিচিত অনেকেরই আইডি স্থায়ী ব্যান করে দিয়েছে এই সমস্যার কারণে। তাই কেউ কারো পোস্ট কপি করে পোস্ট করবেন না তাই গুগল থেকে হোক বা অন্য কোন সোর্স থেকে হোক। নিজের আইডি সুরক্ষিত রাখাই প্রথম ও প্রধান কাজ এই ফোরামে। আইডি সেফ থাকলে আয় করতে সমস্যা হবেনা।
#proof of authentication Forum username: Malam90 Forum Profile Link: https://bitcointalk.org/index.php?action=profile;u=1105889 Telegram username: @munalam0 Joined campaign: Twitter, Facebook BEP20 Wallet: 0x9Ea9396391fBd83E55902384709f41C1746e229f
Post
Topic
BoardBounties (Altcoins)
Re: HotFriesCoin Bounty Campaign | 2 Weeks Campaign | Up to $50000 to Grab
#proof of authentication Forum username: Malam90 Forum Profile Link: https://bitcointalk.org/index.php?action=profile;u=1105889 Telegram username: @munalam0 Joined campaign: Twitter BEP20 Wallet: 0x9Ea9396391fBd83E55902384709f41C1746e229f