Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin_people
on 04/05/2023, 03:02:20 UTC

দেখে ভালো লাগলো আপনিও অন্যজনকে ভুল ধরিয়ে দেয়ার চেষ্টা করেছেন। কেউ ভূল করলে সেটা ধরিয়ে দেয়া ভালো। আশা করি আপনিও ফোরামের সকল নিয়ম কানুন মেনে চলবেন। আজকে এই থ্রেড এ দেখলাম আপনার একটা পোষ্ট Plagiarism রিপোর্ট করেছে একজন। পোষ্ট টি এখন আর নেই। হয়তো বা আপনি নিজেই ডিলেট করেছেন অথবা মোডারেটর ডিলেট করেছে। আবারো যদি একই কাজ করেন, কখন আপনার আইডি চান্দের দেশে চলে যাবে টের পাবেন না।

আপনার রিসেন্ট পোষ্ট হিস্টোরি দেখে অবাক হলাম। একজন সাতোশীর একটা বানানো ছবি পোষ্ট করলো, আর আপনি লিখলেন সে নাকি সবচাইতে বড় স্ক্যামার দের মধ্যে একজন। দয়া করে বলবেন আপনি কেনো সাতোশী কে স্ক্যামার মনে করেন?


@Learn Bitcoin ভাই কি বলবো @Lucky Star ভাই এর কথা কয়েকদিন যাবত ফোরামে এসে ব্যাপকভাবে অনেকেরই ভুল ধরিয়ে দিয়েছে। কিন্তু সে কখনো খেয়াল করেনি যে তার যে পোস্টগুলো ছিল সবগুলোই ছিল কপি পেস্ট। আমি কয়েকদিন আগে তাকে নিয়ে একটি পোস্ট করেছিলাম @Lucky Star তিনি পাকিস্তান বোর্ডে গিয়ে উল্টাপাল্টা কপি পেস্ট করেছিল এবং তাকে সতর্ক করে দেওয়া হয়েছিল। এবং আমিও একটি পোস্ট করে বলেছিলাম এরকম কপি পেস্ট না করতে কিন্তু কে শুনে কার কথা ভাই। Wall Observer এ গিয়েও প্রচুর পরিমাণে স্পামিং শুরু করেছিল কিন্তু তাকে বারণ করার পরেও অতিরিক্ত পাকনামিটা বেশি করেছিল সে সাতোশি কে বলে One of the biggest scammers in the world.  Grin আর কি করার তখন ঐ তার আইডি চান্দের দেশে পাঠিয়ে দিল  Grin Grin



~snip~
এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে Laszlo  10000 bitcoin এর বিনিময়ে কি pizza ক্রয় করেছিলেন ??  আমি এটি সঠিক জানি না যে pizza এটাই ছিল কি না তিনি তার 10000 Bitcoin এর বিনিময়ে ক্রয় ক্রিত pizza ছবি দিয়েছিলেন কিন্তু লিঙ্ক টি বর্তমানে কাজ করছে না।। আমি এই ছবিটি একটি আর্টিকেল থেকে কালেক্ট করেছি ।।


 
@Suzume অনেক সুন্দর একটি পোষ্ট লিখেছেন আপনি ধন্যবাদ আপনাকে।
Laszlo Haniyez তিনি যে ১০০০০ বিটকয়েন দিয়ে ২টি পিৎজা কিনেছিল। তিনি একটি ফোরামে পোস্ট করেছিলেন যে ১০০০০ বিটকয়েন কি ২ টি পিজ্জার জন্য খুব কম? পরবর্তীতে তিনি দুটি পিৎজা কিনে তাও আবার $২৫ থেকে $৩০ ডলার দামের এর পিজ্জা ১০ হাজার বিটকয়েন দিয়ে যা তখনকার মূল্যে বিটকয়েনের মূল্য ছিল $41 ডলার। যাই হোক তিনি যে 10000BTC দিয়ে বিশ্বের মধ্যে সর্বপ্রথম মালামাল কিনেছিল। এটি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ইতিহাস হয়ে রয়েছে এবং ভবিষ্যতে থাকবে। ২০০৩০ সালে মে মাসের ২২ তারিখে ১২ তম বিটকয়েন পিজ্জা দিবস অনুষ্ঠিত হবে।


এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৩

এ মাসেও দেখতে গেলে টোটাল পোস্ট এক্টিভিটি তে মার্চ মাসের থেকে খুব একটা এদিক সেদিক হয়নি,  আমি এটাকে স্বাভাবিকই বলবো।
তবে আশ্চর্যজনকভাবে  আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না DdmrDdmr  এর  মেরিট ড্যাশবোর্ড দেখে  আমার মনে হয় এটাই হাইয়েস্ট রেকর্ড হবে যদি হয়ে থাকে ৩০২ টা মেরিট তাও আবার ২৭ তারিখ পর্যন্ত ।
যাইহোক সবাইকে অভিনন্দন  এবং আশা করি এ মাসেও আমাদের বাংলাদেশ থ্রেডের এই অগ্রযাত্রা বজায় থাকবে।

এপ্রিল মাসের  টোটাল পোস্ট হয়েছে           = ৪৪২টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে            = ৩০২টি


মার্চ মাসের  টোটাল পোস্ট হয়েছে           = ৪৪৬টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে            = ১৪১টি


প্রথম দশজন পোস্টদাতা
1. LDL [37]
2. Mr.corol [33]
3. Learn Bitcoin [32]
4. Suzume [31]
5. Bitcoin_people [29]
6. roksana.hee [29]
7. Little Mouse [20]
8. Bitcoin blockchain [15]
9. Bounty Inspectors [14]
10. Crypto Library [14]

জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৩
আবারো আপনাদের ধন্যবাদ কাজটাকে সহজ করে তোলার জন্য
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr
@Crypto Library অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে chart মাধ্যমে পোষ্টের সংখ্যা দেখিয়ে দেওয়ার জন্য। আসলে অন্যান্য মাসের তুলনায় এই এপ্রিল মাসে সর্বোচ্চ পোস্ট হয়েছে এবং এটা দেখে ভালো লাগছে যে আমি দশ জনের মধ্যে অবস্থান করতে পেরেছি। আসলে প্রতিনিয়ত যদি আমরা এভাবে পোস্ট করে যাই তাহলে অবশ্যই আমাদের লোকাল বোর্ড এগিয়ে নেয়া সম্ভব হবে। কয়েকদিন যাবত সকল সিনিয়র ভাইয়েরা আমাদের বাংলা লোকাল বোর্ডের প্রতি অনেকটাই আগ্রহী হচ্ছে এবং সকলেই একটিভ রয়েছে। আশা করা যায় এই মে মাসে এপ্রিল মাসের তুলনায় আরো বেশি পোস্ট হওয়ার সম্ভাবনা আছে।


অর্থ বিশেষজ্ঞরা 2023 সালের শেষের জন্য বিটকয়েনের মূল্য নির্ধারণ করেছেন
বিটকয়েন  ডিজিটাল ক্রিপ্টো মুদ্রা যার দাম কখন হ্রাস  বা বৃদ্ধি পাবে তা কেউ বলতে পারবেনা বলা অসম্ভব। তবুও আমরা আশা করছি শীঘ্রই ষাড়ের বাজার দেখতে পাবো। বিটকয়েনের বাজার সবসময়ই ওঠানামা করে, সঠিক ভবিষ্যৎবাণী কেউ করতে পারবে না  যে বিটকয়েনের দাম এত হবে। কোন কোন বিশেষজ্ঞ ভবিষ্যৎ বাণী করেছেন নিউজে শোনা যায় বিটকয়েন ১ মিলিয়ন ডলার হবে।

 Finbold নিউজে ২০২৩ সালের বিটকয়েনের মুল্য নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। গত মাসে বিটকয়েনের দাম $27,000 এবং $31,000-এর মধ্যে ওঠানামা করেছে। বাজারের একটি জটিল সন্ধিক্ষণে পৌঁছানোর সাথে সাথে এই বিষয়ে তাদের অন্তর্দৃষ্টি প্রদানের জন্য বিভিন্ন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা হয়েছে। 32 ফিনটেক এবং ক্রিপ্টো বিশেষজ্ঞদের বিটিসি-র জন্য তাদের বছরের শেষের মূল্যের পূর্বাভাস দিতে বলা হয়েছিল, বিশেষজ্ঞরা পরামর্শ দেন এবছরের বিটকয়েন সর্বকালের সর্বোচ্চ দামে $69,000 পৌছাবেনা, বলেছেন ২০২৩ সালের শেষের দিকে বিটকয়েনের দাম $35,459 এ তার শীর্ষে পৌঁছাতে পারে। তারা ভবিষ্যদ্বাণী করে যে বিটকয়েন 2025 সালের মধ্যে $99,781 এবং 2030 সালের মধ্যে $297,848 এ পৌঁছাবে, যা 2023 সালের জানুয়ারিতে প্যানেলিস্টদের করা অনুমান থেকে যথাক্রমে 29% এবং 58% বৃদ্ধির প্রতিনিধিত্ব করে।


সম্পূর্ণ নিউজটি এখান থেকে নেওয়া হয়েছে যারা আগ্রহী এখানে পড়তে পারেন পারেন।
২০২২ সালের তুলনায় ২০২৩ সালে এসে বিটকয়েনের বাজার অনেকটাই পরিবর্তন হয়েছে। এবং বিশেষজ্ঞদের মতে ২০২৩ সালে কয়েন মার্কেট ভালো একটি পর্যায়ে প্রবেশ করবে। ২০২১ সালে বিটকয়েনের সর্বোচ্চ রেকর্ড করেছে $69k স্পর্শ করে। তবে বিটকয়েনের বাজার বর্তমানে যে পজিশনে রয়েছে তা বলা যাচ্ছে না ২০২৩ সালে কতটা বৃদ্ধি পেতে পারে অবশ্যই আমার ধারণা 50000 ডলার স্পর্শ করা সুযোগ রয়েছে এই বছরের শেষে। কিন্তু বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে বিটকয়েনের মার্কেট ২০২৪ সালে এসে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এবং বিটকয়েনের মূল্য $১ লক্ষ ডলার প্রবেশ করবে এতে কোন সন্দেহ নেই। অনেক লোকেরাই এরকম ভবিষ্যৎবাণী করতেছেন তবে ২০২৪ সালে যতটা মার্কেট বৃদ্ধি পাবে আবার পূর্ণরাই মার্কেট ডাউন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বিশেষ করে 2025 সালে। তবে বর্তমানের বিশেষজ্ঞরা যেভাবে পরামর্শ করে যাচ্ছেন এতে বিটকয়েনের মূল্য ২০২৪ সালেই সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে এবং নতুন বছরের শুরুর দিকে মার্কেট ষাঁড়ের বাজারে পরিণত হতে।


আপনার এটা দেখে আমিও কনফিউজড হয়ে গেছি আসলে এটা কি? আমি electrium wallet কখনোই ব্যবহার করিনি এবং এই সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই। তবে Mycelium wallet আমি ব্যবহার করেছি ও করে যাচ্ছি। আসলে সিনিয়রদের পরামর্শ অবশ্যই প্রয়োজন এখানে যারা এই সম্পর্কে ভালো বুঝে থাকেন তারা সুন্দরভাবে জানাবেন। আমরা যারা এই সম্পর্কে জানিনা তাদের জানার প্রয়োজন অবশ্যই আছে। অবশ্য সিনিয়র ভাইয়েরা যদি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেন তাহলে আমরা এই সম্পর্কে জানতে পারতাম এবং পরবর্তীতে আমাদের এই সম্পর্কে সমস্যায় করতে হবে না। তাই আমি সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করে বলব যাতে এই সমস্যা টি নিয়ে আলোচনা করা হয়।