আমাদের লোকার বোর্ড এ অনেক নতুন চেহারা দেখছি আর সবাই মার্কেট নিয়ে বিটকয়েন নিয়ে কথা বলছে বিষয় টা দেখে খুবই আনন্দিত আমি। সম্প্রতি একটি পোস্ট করেছিলাম আমি বিটকয়েন ডিসকাশন এ। সেটার ই বাংলা খসড়া একটা আমাদের লোকাল থ্রেড এ শেয়ার করছি, যদি কারো বিষয় টা ইন্টারেস্টিং লাগে। খুব অলস হয়ে গিয়েছি, নিজের পোস্ট নিজের ই ট্রান্সলেশন করতে আলসেমি লাগছে।
বর্তমানে একটি জনপ্রিয় থিউরি দেখছি যে একজন মানুষ সর্বোচ্চ কত বিটকয়েন কিনতে পারে বা পারবে। তো সেটা নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব।
একজন মানুষ গড়ে বিটকয়েন কিনতে পারবে 0.00259 BTC, যেটার গড় মূল্য হচ্ছে বর্তমানে $245 (us dollar) বর্তমান সময়ের যখন ক্যালকুলেশন করছি বিটকয়েনের মূল্য হচ্ছে $94,700।
গাণিতিকভাবে ক্যালকুলেশন টি সঠিক কিন্তু আসলেই কি ঠিক? চলুন এটাকে বিশ্লেষণ করা যায়।
কিছু বড় হোল্ডার আছে, আর সাতোশি কাছে আরও বেশি পরিমাণে বিটিসি আছে। খুব সম্ভবত তারা এত তাড়াতাড়ি বা সহজে তাদের বিটিসি বিক্রি করবে না। তাহলে দেখা যাক তাদের কাছে কত পরিমাণ বিটিসি আছে?
Name -- Holdings
Satoshi - 1.1 Million BTC
MicroStrategy - 329,00 BTC
Binance - 619,829 BTC
Grayscale - 238,000 BTC
US Government - 198,000 BTC
Bitfinex - 152,000 BTC
Chinese Govt - 194,000 BTC
Robinhood - 154,000 BTC
BlackRock - 582,000 BTC
Okx - 122,000 BTC
Fidelity Custody - 336,000 BTC
মোট 4,024,829 BTC, সম্ভবত তারা এটি বিক্রি করবে না , তাহলে চলুন এটাকে লক বিটিসি হিসেবে তুলনা করি।
এখানে আরো 3.7M কয়েন আছে যেগুলো চুরি হয়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে সম্ভবত Chainalysis এর তথ্যসূত্র মতে এবং খুব সম্ভবত এই বিটকয়েন গুলো রিকভার করা যাবে না।
মোট 19.8 মিলিয়ন বিটকয়েন মাইনিং করা হয়েছে বর্তমানে, তাহলে আমরা যদি লক থাকা বিটকয়েন গুলো এবং হারিয়ে যাওয়া বিটকয়েন গুলো যোগ করে মোট মাইনিং হওয়া বিটকয়েন থেকে বাদ দেই, তাহলে মাত্র 12.08 million বিটকয়েন আছে মার্কেটে পাবলিকের জন্য.
তাহলে এই তথ্যসূত্র অনুযায়ী একজন মানুষ গড়ে কতটুক পরিমান বিটকয়েন কিনতে পারবে?
মাত্র 0.00149 BTC জন প্রতি

✅ যদি সমানভাবে বিটকয়েন কে ভাগ করে দেয়া যায় তাহলে 0.15% মানুষ সম্পূর্ণ একটি বিটকয়েন কিনতে পারবে।
✅ আপনি যদি 0.0149 পরিমাণ বিটকয়েন হোল্ড করে থাকেন, তাহলে আপনি অলরেডি ৯০ শতাংশ লোকের থেকে এগিয়ে আছেন বিটকয়েন কেনার দিক থেকে, যেটার মূল্য কিনা $1400 US dollars বর্তমানে, বিটকয়েনের দাম $94600/BTC এই হিসাব করা হয়েছে।
✅ আপনি যদি বর্তমানে একটি পুরো বিটকয়েন কিনে থাকেন বা আপনার কাছে হোল্ডে থাকে, তাহলে আপনি অলরেডি 99.85% মানুষের থেকে এগিয়ে আছেন পৃথিবীতে, এবং আপনাকে কংগ্রেচুলেশন.
আপনি কি এই দৌড় প্রতিযোগিতায় আছেন?
আমি যেসব জায়গা থেকে আমার ইনফরমেশন গুলো কালেক্ট করার চেষ্টা করেছি সেগুলো হলো
ARKHAM , Coingecko, Coinrank এবং কিছু থার্ড পার্টি ওয়েবসাইটআমি যথাসম্ভব আপডেটেড ডাটা কালেক্ট করার চেষ্টা করেছি।
কিছু তথ্য হয়তোবা পুরনো হতে পারে, হয়তোবা কিছু ক্যালকুলেশন ভুল হতে পারে, এইসব কে আপনি রেফারেন্স হিসেবে ধরতে পারেন। আর একজন মানুষ হিসেবে আমার ভুল ত্রুটি হতেই পারে, এর উর্ধ্বে আমি নই। ধন্যবাদ সবাইকে[/url]