Search content
Sort by

Showing 20 of 34 results by Synonyms
Post
Topic
Board Other languages/locations
Re: জীবন এর প্রথম Bitcoin উপার্জন।
by
Synonyms
on 23/10/2023, 03:12:39 UTC
কী ভাবে শুরু করবো টা বুঝতে পারছি না।। কিন্তু আমি আজ অনেক আনন্দিত।। কারণ আমি আজ সর্ব প্রথম Bitcointalk থেকে signiture এর মাধ্যমে Bitcoin উপার্জন করেছি।। এইটা আমার জন্য অনেক আনন্দের।। যদিও এইটি পরিমাণ এ খুব কম কিন্তু এইটি আমার কাছে অনেক কারণ এইটি আমার Bitcointalk থেকে প্রতম উপার্জন।।
প্রথম উপার্জন সবার জন্যই অনেক আনন্দের হয়ে থাকে সেটা হোক চাকরি ক্ষেত্রে কিংবা অন্য ক্ষেত্রে। তবে প্রথম উপার্জন খুব অল্প পরিমাণ হলেও নিজের কাছে গর্ববোধ করার মত হয়ে দাঁড়ায়। আমাদের ছোট বড় সবারই স্বপ্ন যে আমরা একদিন এই ফোরাম থেকে কিছুটা হলেও উপার্জন করতে পারব এবং সেদিন আমি আমার প্রথম উপার্জনের কথা আপনাদেরকে শেয়ার করব সেই অনুভূতিটার জন্য অপেক্ষা করছি।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Synonyms
on 21/10/2023, 10:49:13 UTC
আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এই বিষয় নিয়া একটু বেশিই জেলাস। ট্রান্সলেশন এর ব্যাপারটা আপনি নেগেটিভ নিচ্ছেন কেনো? আপনি করতে পারতেছেন না এর জন্য নাকি ট্রান্সলেট করায় কিছু মেরিট দেওয়া হচ্ছে এর জন্য? হা বুঝতে পারতেছি আপনি এমন মন্তব্য কেনো করলেন তবে পাবলিক প্লেসে না বলি।
ট্রান্সলেট করার কারনে বাংলা বোর্ডের যে কি পরিমান রেপুটেশন বাড়তেছে তা বলে শেষ করা যাবে না। যেমন
গ্লোবাল বোর্ড এর মেগা পোস্টগুলো ট্রান্সলেট করার মাঝে জেলাস হবার কি আছে! গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে কিছু কারেকশন করলেই ট্রান্সলেটর হওয়া যায় না। আমাদের বোর্ডে Learn Bitcoin এবং   DYING_S0UL ছাড়া কাওকে ট্রান্সলেশন এর স্ট্যান্ডার্ড ফলো করতে দেখিনা। আর কি রেপুটেশন বাড়তেসে সেটা গ্লোবাল মেম্বারদের আমাদের বোর্ড সম্পর্কে কথা শুনলেই বুঝা যায়।

আমাদের প্রধান সমস্যা গুলোর মধ্যে একটা হলো অন্য কে অতিরিক্ত ফলো করা। আমরা ভালো কিছু ফলো করি না।
সাম্প্রতিক সময়ে আমাদের এইখানে অনুবাদ ভয়াবহ আকার ধারণ করেছে। সত্যি বলতে আমি এতটাই বিরক্ত বোধ করছি যে দেখলেই মনে হচ্ছে ইগ্মোর করি। আগে আপনি কিংবা আর একজন করত সেইটা মোটামুটি পড়া হইত, এখন দেখলেই বিরক্ত লাগে। আর খুব প্রয়োজনীয় টপিক ছাড়া অনুবাদ করারও মানে হয় না।

আপনার কথায় বুঝা যাচ্ছে Little Mouse ভাই ও আপনাদের দেখে জেলস অনুভব করছেন।  Grin


Quote
হ ভাই আপনার পেছনে অনেক মেরিট দৌড়াইছে আমি তা দেখছি  Wink তবে এখানেও আমার নতুন করে কিছু বলার নাই কারন উপরে অনেক কিছুই বলেছি। আর আপনি যে কন্সট্রাক্টিভ পোস্টের কথা বলতেছেন তা আপনি কেনো করেন না? বাংলা থেকে দূরে থাকেন কেনো আর গ্লোবালেও তো আপনার কন্সট্রাক্টিভ পোস্ট খুইজা পাইনা। আপনি এখানে কন্সট্রাক্টিভ পোস্ট করে সবাইকে শেখান কিভাবে কন্সট্রাক্টিভ পোস্ট করতে হয়। ভাই Tv এর সামনে বসে খেলোয়াড়দের খেলায় অনেক মন্তব্য করা যায় তবে যে মাঠে নামে সেই বোঝে কত ঠেনা। অন্যরা যা মনে হয় তাই পোস্ট করুক আপনি তো এখানে এসে কন্সট্রাক্টিভ পোস্টগুলো করতে পারেন অন্ততপক্ষে বাংলাদেশের স্বার্থে। কিন্তু আপনাকে তো দেখা যায় না আর হঠাৎ করে এসে মাঝে মাঝে এমন কথা বলেন যা নতুনদের মোটিভেট করার পরিবর্তে ডিমোটিভেট করে।

বাংলা বোর্ড এ কেন পোস্ট করিনা তা বলেছি আবার বলার প্রয়োজন দেখিনা। আপনারা তো অনেক জ্ঞানী মানুষ আপনারা খালি অনুবাদ আর নিউজ শেয়ার বাদ দিয়ে কন্সট্রাক্টিভ আলোচনা করেন না কেনো ? আপনারা সিনিয়ররা এসব করেন দেখেই নতুনরা শুরু করে। Little Mouse ভাই এর একটা কথাই বলতে চাই আমি "খুব প্রয়োজনীয় টপিক ছাড়া অনুবাদ করারও মানে হয় না" যদিও এটা আমাদের বোর্ড এর কেউ ফলো করেন না।

মূলত এখানে বাংলাদেশের বিষয়াদি অথবা বিটকয়েনের বিষয়দি নিয়ে আলোচনা করার চেয়ে অনুবাদ মূলক টপিক নিয়েই বেশি আলোচনা হচ্ছে। বর্তমানে আমাদের এই কমিউনিটি থ্রেডে কয়েকজন স্বনামধন্য ইউজারদের আনাগোনা খুব কমে গেছে তারা মূলত এখানে অনুবাদের যাঁতাকলে পিষ্ট হয়ে তারা এখানে পোস্ট করাই বাদ দিয়ে দিয়েছে। এমন কোন পেজ নেই যেখানে এক বা দুইটি অনুবাদ মূলক পোস্ট করা হয় নাই। এখানে অতিরিক্ত মেরিট পাওয়ার লোভে অনুবাদ মূলক পোস্ট করা হচ্ছে। এখন পর্যন্ত বিটকয়েন টকে সকল দেশ মিলে যতগুলো অনুবাদ মূলক পোস্ট করা হয়েছে তার চেয়ে বেশি পোস্ট মূলত তিন মাসে আমাদের এই বাংলাদেশের ইউজাররা করে ফেলেছে। এটা মূলত আমাদের এক অর্জন বলা চলে। যেখানে ১০০ টা কনস্ট্রাক্টিভ পোস্ট করলে পাঁচটা মেরিট পাওয়ার সম্ভাবনা থাকে না সেখানে একটা অনুবাদ করলে ১০ থেকে ২০ টি মেরিট পাওয়া যায়। মূলত এখানে শেখানোর উদ্দেশ্যে কেউ অনুবাদ করে না বরং মেরিট পাওয়ার উদ্দেশ্যে অনুবাদ করে থাকে। মেরিট দেওয়া বন্ধ করলে অবশ্যই এখানে অনুবাদ মূলক পোস্ট করা বন্ধ হয়ে যাবে।

OP কে রিকোয়েস্ট করব আমাদের এই কমিউনিটি থ্রেডের নাম চেঞ্জ করে " অনুবাদের বাংলাদেশ" দেওয়ার জন্য।
কিছু করার নাই ভাই বাংলা সেকশনে এখন নাটক চলতাছে, সোজা বাংলায় পোস্ট অনুবাদ করাকে আমি মেরিট অর্জনের সম্ভাবনা ছাড়া আর কিছুই দেখি না। গ্লোবাল সেকশনের বড় বড় সদস্যরা যদি পোস্ট অনুবাদ করা নিয়ে মেরিট সেন্ট করা বন্ধ করে দেয় কাল থেকেই দেখবেন বাংলা সেকশনে একটা পোস্ট অনুবাদ হচ্ছে না। পোস্ট অনুবাদ করলেই দশ মেরিট এই লোভ কে সামলাতে পারে। সপ্তাহে একটা অথবা দুইটা পোস্ট অনুবাদ স্বাভাবিক ছিল এখন প্রত্যেকটা পেইজেই আমাদের দুইটা থেকে তিনটা অনুবাদ করা পোস্ট দেখতে হয়। বাংলা সেকশন থেকে আগেও পোস্ট অনুবাদ করত কিন্তু এই লাগামহীন ঘোরার মত নয়। যে পারছে সেই এখন পোস্ট অনুবাদ করছে। কিছু পোস্ট দেখলাম সরাসরি গুগল ট্রান্সলেট করে এখানে পেশ করা হয়েছে এবং যাদের পোস্ট অনুবাদ করা হয়েছে তারা সেই পোস্টে দশটা করে মেরিট দিয়েছে।

@Z_MBFM ১২ অক্টোবর থেকে ২০ অক্টোবর এর মধ্যে তিনটা পোস্ট অনুবাদ করেছে এবং সে এই তিনটা পোস্ট অনুবাদ করা বাবদ ৪০ মেরিট পেয়েছে। তিনি সাত দিনে তিনটা পোস্ট অনুবাদ করেছেন।
@DYING_S0UL আগস্টের শেষের দিক থেকে অক্টোবর পর্যন্ত তিনটা পোস্ট অনুবাদ করেছে তাহলে আমরা কার অনুবাদ করা পোস্ট পড়বো। একটা অনুবাদ করা পোস্ট পড়তে যতক্ষণ লাগে তার থেকেও কম সময় হয়তো আরেকজন আর একটি প্রশ্ন অনুবাদ করে।

গ্লোবাল সেকশন থেকে যারা অনুবাদ করা পোস্টে অনেক বেশি পরিমাণ মেরিট দিয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিছুদিন অনুবাদ করা পোস্ট বাবদ মেরিট দেওয়া বন্ধ করুন, আর যদি একান্তই মেরিট দিতে হয় তাহলে সীমিত পরিসরে দিন যাতে পোস্ট অনুবাদ করার নামে বাংলা সেকশনে স্পামিং না হয়।
বাংলায় অনুবাদ করা কি কোন অপরাধ নাকি। আজকে মূলত সবার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এই বাংলা ভাষায় বিভিন্ন গ্লোবাল পোষ্টের অনুবাদ করাকে নিয়ে। তাছাড়া অনুবাদ কিন্তু সহজে করা যায় না আগে যার পোস্ট অনুবাদ করতে চাওয়া হয় তার পারমিশন নিয়ে তারপর অনুবাদ করা হয়। যারা অনুবাদ করছে তাদের অনুবাদ করার সুবিধার্থে গ্লোবাল সেকশনের অনেক বড় বড় ইউজাররা আমাদের এই লোকাল বোর্ড গুড়ে যাচ্ছে এতে করে আমাদের লোকাল বোর্ড কিন্তু তাদের কাছে পরিচিত হচ্ছে এটা আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট হতে পারে। তবে প্রয়োজন ব্যতীত অতি গুরুত্বপূর্ণ পোস্ট ছাড়া হয়তো অনুবাদ করার কোন মানে হয় না। আবার অনেকে বলছে এখানে নিউজ শেয়ার বা অনুবাদ করা যাবে না। আসলে সবকিছু মিলিয়ে আমাদের এই একটি বাংলা বোর্ড এখানে আলাদা আলাদা সেকশন নেই যে আমরা সেখানে গিয়ে আলাদা আলাদা পোস্ট করব।এখানে যদি আমাদের বাংলাদেশের অর্থনীতি বিষয়ক আলোচনা না করতে পারি তাহলে কি আমরা অন্য বোর্ডে গিয়ে করব। নাকি এখানে ইকোনমিক্স (Economics) বা অর্থনীতি বিষয়ে আলপ-আলোচনা করা যাবে না।
Post
Topic
Board Economics
Topic OP
AFRICA-FX- Most African currencies seen weakening, Ghana and Tanzania steady
by
Synonyms
on 21/10/2023, 07:36:06 UTC
NAIROBI, Oct 19 (Reuters) - Kenya's shilling, Zambia's kwacha, Nigeria's naira and the Ugandan shilling are forecast to lose ground against the dollar in the next week to Thursday, traders said.
KENYA
Kenya's shilling is expected to weaken due to persistent demand for dollars from the manufacturing and energy sectors.

Commercial banks quoted the shilling at 149.80/150.00 per dollar, compared with last Thursday's closing rate of 148.85/149.05. The shilling's present level - first touched on Wednesday - is a record low, according to LSEG data.

"The shilling is weakening daily. I have seen manufacturing and energy (sectors) buy (dollars)," a trader at one commercial bank said.

ZAMBIA
The kwacha will likely continue trading on the back foot against the dollar next week as demand for petroleum products weighs on the local unit.

On Thursday, commercial banks quoted the currency of Africa's second-largest copper producer at 21.79 per dollar from 21.73 a week ago.
Post
Topic
Board Beginners & Help
Re: Dangers of trading
by
Synonyms
on 20/10/2023, 05:17:11 UTC
To navigate these dangers, traders must educate themselves, practice sound risk management, and exercise discipline in their trading activities.
it's all good insight and warning for beginners looking to start trading. but it can also make novice traders afraid to start their trading. maybe you would be more careful. but it can also give fear to beginners who actually get doubts due to their lack of experience to start with.
because not all novice traders will understand the risk management of the trades they make. Indeed, it would be better for novice traders to have a mentor who directs their initial trading with strategies that they can understand.
Trading without experience can never be successful.So those who want to do trading or want to be experienced in this matter must have a lot of patience and time to take advice from experienced so that trading can be learned.There are many people who jump into trading and start trading without understanding anything, due to which they end up with losses.There are different types of trading such as futures trading, spot trading, binary trading and many more.
Post
Topic
Board Gambling discussion
Re: ICC WORLD CUP 2023 ACTUAL DISCUSSION THREAD!
by
Synonyms
on 20/10/2023, 05:09:10 UTC

If the Pakistan team can play with Australia with the same consistency as they batted against Sri Lanka and they got a great win then it will not be impossible to win the match with Australia. But Pakistan team sometimes play very bad due to which they have to lose like against India they did not play very well India won very strongly. In today's match, Australia will want to beat Pakistan to add their points, undoubtedly Australia is a good team, but the cricket players of Australia are not able to present themselves in this way in this World Cup.

Pakistan's team is very unpredictable. They will surprise Australia or their fans Wink in this match. Pakistan's team is in very good touch, and their middle order is scoring runs (except in the match against India). Australians are getting some form back, but still, Smith and Warner are not in good touch. Pakistan often choked against Australia because of their pressure.

It is a do-or-die game for Australia; if they lose today's match, they will be out of the competition. They have to win all of their remaining matches to stay in the tournament, and those matches are against in-form teams. Australia will try to win this game with a margin to improve their run rate, while Pakistan will try to just win this game to stay alive in the tournament.

The match between Pakistan and Australia will be very tight as both teams are very strong.However, looking at the points table proves that Australia is very much on the back foot in this tournament.Most of the Australian players are now out of form which is why they are in this condition.But it cannot be said that Pakistan's condition is very good, their opening batsmen are not doing very well but the middle order is doing well.Best of luck to both the teams today as they win the hearts of the fans with their best performances.
Post
Topic
Board Economics
Topic OP
Binance Says It Has Onboarded New Euro Fiat Partners for Deposits, Withdrawals
by
Synonyms
on 20/10/2023, 04:02:05 UTC
Crypto exchange Binance on Thursday informed users that it has onboarded new fiat service providers for euro (EUR) payments, deposits and withdrawals.
The company has signed agreements with "a number of new regulated and authorized fiat partners" to provide EUR services for its users in Europe, according to a Binance blog post. Services include EUR deposits and withdrawals via the Single Euro Payments Area (SEPA) payment network, EUR spot trading pairs and buying and selling digital assets via SEPA, bank cards or fiat balances, according to the post.
source
Post
Topic
Board Other languages/locations
বাংলাদেশের রিজার্ভ এখন ২১ বিলিয়ন ডলারের 
by
Synonyms
on 19/10/2023, 16:04:40 UTC
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। কারণ, কেন্দ্রীয় ব্যাংক আমদানি বিল পরিশোধে ব্যাংকগুলোকে সহায়তা অব্যাহত রেখেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে, যা গত ৪ অক্টোবর ছিল ২১ দশমিক ০৫ বিলিয়ন ডলার।

সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব বাজারে পণ্যের দাম বেড়েছে, যা বাংলাদেশের মতো আমদানি-নির্ভর দেশগুলোর রিজার্ভে নেতিবাচক প্রভাব ফেলেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নথি অনুযায়ী, ২০২১ সালের আগস্টে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ৪০ দশমিক ৭ বিলিয়ন ডলার এবং ২০২১-২২ অর্থবছরের শেষে তা দাঁড়ায় ৩৩ দশমিক ৪ বিলিয়ন ডলারে।এখানে থেকেনেওয়া
Post
Topic
Board Bitcoin Discussion
Re: Give Bitcoin investment time
by
Synonyms
on 19/10/2023, 15:43:51 UTC
I think people expect quick profit from bitcoin only because they can get rich in short time by investing in bitcoin. These moments of their greed work against their learning about Bitcoin, and they only expect quick profits, but don't take the time to understand Bitcoin. People don't think long time to understand Bitcoin, but they think about how to gain and profit in short time. This is done only by people who are not knowledgeable and not very knowledgeable about Bitcoin, they are just bent on making a profit. Investing in bitcoins should never be fickle but wait patiently for a long period of time to expect profit. However, it is true that if people want to earn from Bitcoin and get more profit, they must wait patiently for a long time.
It is not entirely true that investing in bitcoins gives very fast profits.Investing definitely requires patience and experience.There are many people who over invest and sometimes they lose a lot.I think now is the right time to invest in Bitcoin because the price of Bitcoin will drop a lot when Bitcoin halving starts, so if you buy Bitcoin at that moment, when the price increases, you will definitely profit.If one really wants to make a profit by investing in Bitcoin then he must be patient and gradually gain experience as he invests.
Post
Topic
Board Bitcoin Discussion
Re: My first Bitcoin
by
Synonyms
on 19/10/2023, 15:38:51 UTC
I first earn Bitcoin from this forum which is in signature campaign. I am very happy to be a member of this forum. I have been regularly buying Bitcoins in my fund for a long time which makes me expect good things in the future. I keep 50% of what I get from the signature campaign. It is a very small amount but will gradually take the form of a large amount. Moreover, I invest 30% of the earnings from trading through some altcoins in Bitcoin. Considering all aspects, my family's needs are met and I can invest for the future.
Currently the best way to get bitcoins is to join the signature campaign.Here it is seen that from time to time different managers are promoting good signature campaigns in which you can get your dream Bitcoins by joining them.Moreover, if you want to get bitcoins, you can buy dollars with your own country's currency through a centralized exchange and convert them to bitcoins.
Post
Topic
Board Gambling discussion
Re: ODI cricket and general cricketing discussion [self - mod]
by
Synonyms
on 19/10/2023, 15:30:41 UTC
350 runs target would have been reasonable in today's match. The openers of Bangladesh made a good start, they would have easily reached above 300+ runs if the middle order players batted with responsibilities. But the middle order players has shown pathetic performance today. India is going to win the match very easily. India and New Zealand could be the finalists in this world cup.
One of the reasons why Bangladesh fought a relatively weak team in this match is that Shakib Al Hasan is injured.When Shakib Al Hasan is in the team, the team has an added motivation and energy.If the middle order batsmen could have played the way Bangladesh's opening batting started today, 300 plus runs would surely have been scored.But unfortunately it didn't happen due to which India went on to win the match very easily.
Post
Topic
Board Gambling discussion
Re: ICC WORLD CUP 2023 ACTUAL DISCUSSION THREAD!
by
Synonyms
on 19/10/2023, 14:05:12 UTC
Good start by Bangladeshi batters as they have scored 107 runs so far for the loss of one wicket. Bad news coming out from the Indian dressing room. Hardik Pandya won't be able to field for the rest of the innings. Which means India is now short of one extra bowler. Who will bowl in place of Hardik in case another bowler gets hit, has to be decided by Rohit Sharma.
Bangladesh had a great start against India but now there are doubts whether they will be able to play 50 overs in the conditions of the game. Bangladesh's two opening batsmen were able to make a big partnership of 93 runs, but since Tanzin Tamim got out, Bangladesh started losing wickets regularly. Bangladesh's run rate before the first wicket was around seven, now that run rate has come down to less than five. Liton Das looked like Bangladesh would touch 300 runs but he was eventually dismissed and returned to the pavilion. Due to the fall of four wickets before 30 overs, Bangladesh now has only three wickets, that is, if India can get these three batsmen out, then Bangladesh will be all out very quickly.
Right, Bangladesh started very well. Looking at the start, I expected Bangladesh to put up a good score against India today and a game of that score would be very competitive. But at the moment Bangladesh has collected 149 runs with the loss of 4 wickets. But I think Bangladesh team can't give India a very good score to win today because Bangladesh team is losing wickets very fast at the moment. It can be estimated from this game of Bangladesh that they can score 220 to 250 runs today. But if Bangladesh team can bowl well against India today, maybe the game can be a bit competitive. But it is expected that Bangladesh will bowl very well against India today.
India is batting against Bangladesh with a target of 259 runs. The way India's two openers opened the batting attack looked like they would win the match in 30 overs. Even if we can't win by 258 runs, I think it is possible to fight with this run. Bangladesh must bowl well and aim to pick up multiple wickets in the power play. India will easily win this match if Rohit Sharma and Shubman Gill set the wickets. Due to the absence of Shakib Al Hasan, Bangladesh is already far behind in this match. The player selected in place of Shakib must bowl with Shakib's responsibility.  
If Bangladesh could have scored 320 to 350 runs in the first innings, then Bangladesh could have won this match.
The few runs that Bangladesh has scored against India, the chances of Bangladesh winning are very low But if a miracle happens then maybe Bangladesh will be able to win this match otherwise it is not possible Because Bangladesh has collected only 258 runs which is very limited.Although it is an ODI game, the Indian batsmen are batting in T20 T20 style, scoring 112 runs for one wicket in just 15 overs.It's very nice.
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Synonyms
on 19/10/2023, 12:16:44 UTC
ভাই এগুলো খুবই হৃদয়বিদারক ঘটনা  Cry এই ভিডিওটা যাদের হার্ট  দুর্বল তারা দেখবেন না। যুগের পর যুগ ফিলিস্তিনের মানুষরা ইসরাইলি শয়তানি ইহুদীদের কাছে নির্যাতিত নিপীড়িত হয়ে আসছে। ইজরাইলরা এমনি পাপিষ্ট যে তারা নির্বিচারে শিশু বৃদ্ধ যুবক সবাইকে হত্যা করে। শুধু আল আকসা মসজিদ রক্ষা করার জন্য ফিলিস্তিনেরা অকাতরে তাদের জীবন বিলিয়ে দিচ্ছে। তাদের কাছে তাদের জীবনের থেকে আল আকসা মসজিদ রক্ষা করা বড়। আমাদের সবারই উচিত ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। এমনকি তাদের জন্য প্রার্থনা করা।
Post
Topic
Board Economics
Merits 2 from 2 users
Topic OP
Nigerian naira hits record black market low of 1,100 per dollar
by
Synonyms
on 19/10/2023, 04:35:08 UTC
⭐ Merited by Upgrade00 (1) ,CryptopreneurBrainboss (1)
Nigeria's naira hit a record low of 1,100 per dollar on the black market on Wednesday, online platform abokiFX showed, a day after the currency hit a new low on the official market due to persistent dollar shortages.

The naira has been in freefall on the unofficial market, where it trades freely, which worsened after currency restrictions were lifted on the official market.source
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Synonyms
on 15/10/2023, 08:52:42 UTC
একজন মানুষ কতটা সাধারণ হলে এই কথাগুলো বলতে পারে। আপনারা সবাই হয়তো বিষয়টি অন্যভাবে নিতে পারেন।
৭৫ বছরের জীবনে প্রথম সামনাসামনি ট্রেন দেখে বললেন, ‘রেলগাড়ি দেখার স্বপ্ন পূরণ হইল
ট্রেনে ওঠা তো দূরে থাক, ৭৫ বছরের জীবনে সামনাসামনি কোনো দিন ট্রেন দেখেননি। তাই ১০ অক্টোবর সকাল সকাল বেরিয়েছিলেন ট্রেন দেখবেন বলে। পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটে উদ্বোধনী ট্রেনটি দুই চোখ ভরে দেখলেন জাজিরার নূর মোহাম্মদ সিকদার। তাঁর কাছে প্রথম ট্রেন দেখার অনুভূতি। এটাই ছিল তার জীবনের প্রথম ট্রেন দেখার অনুভূতি।


নূর মোহাম্মদ সিকদারের দেওয়া বিবৃতি;
আমি গ্রামের মানুষ। শরীয়তপুরের জাজিরা উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে মেসের আলী মুন্সীকান্দি গ্রামে আমার বাড়ি। পাশেই পদ্মা। জীবনে বহুবার নদীর ভাঙন দেখছি। ঠিকানাও বদলাইতে হইছে বারবার। চরাঞ্চলে বড় হইছি বাপ-দাদার সাথে খেতে-খামারে কাজ করে। কোনো দিন স্কুলে যাওয়া হয় নাই। গ্রামে পায়ে হাঁটার রাস্তা ছিল। আর নৌকায় করে দূরে যাইতাম। ঢাকাতেও গেছি কয়েকবার, নৌকায় করে।
এরপর ঢাকার সাথে যোগাযোগ সহজ হইল। বিভিন্ন সময় ঢাকায়ও গেছি। কিন্তু রেলগাড়ি চলাচল করে এমন এলাকায় আত্মীয়স্বজন নাই যে গাড়িতে চড়ব। আবার ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো দিন স্টেশনে গিয়ে রেলগাড়ি দেখারও সুযোগ হয় নাই। এই জন্য নাটক-সিনেমা ছাড়া বাস্তবে কোনো দিন রেলগাড়ি দেখি নাই।পদ্মা সেতু চালু হওয়ার পর পাশের গ্রাম দিয়ে রেললাইনের কাজ হইতেছিল। যাওয়া–আসার সময় অনেকবার দেখছি রেললাইন। এরপর শুনলাম মাঝেমধ্যে রেলগাড়িও আসছে। কিন্তু কখন আসে, কখন যায়, সেটা তো আর আমার মতো বুড়া মানুষের জানা সম্ভব না। তাই প্রধানমন্ত্রীর উদ্বোধনের খবর শোনার পর থেকেই আগ্রহ নিয়ে ছিলাম।এখান থেকে নেওয়া



Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Synonyms
on 15/10/2023, 04:26:01 UTC
⭐ Merited by cryptoWODL (1)
ট্রেজার অনবোর্ড ক্রিপ্টো নতুনদের সাহায্য করার জন্য দুটি নতুন ডিভাইস চালু করেছে
ট্রেজার, একটি হার্ডওয়্যার ক্রিপ্টো ওয়ালেট কোম্পানি, এই সপ্তাহে বিটকয়েন আমস্টারডাম কনফারেন্সে দুটি নতুন পণ্য আত্মপ্রকাশ করেছে — এবং আমরা সেগুলিকে প্রথমবার দেখতে পেয়েছি।

Trezor Safe 3, একটি হার্ডওয়্যার ক্রিপ্টো ওয়ালেট, এবং Trezor Keep Metal, ওয়ালেট পাসওয়ার্ডের জন্য একটি "ভুল-প্রমাণ" ব্যাকআপ সমাধান, কোম্পানির 10 বছর পূর্তি উদযাপনে চালু করা হয়েছে৷

নতুন ক্রিপ্টো ওয়ালেটটি বিশেষভাবে নতুন ডিজিটাল সম্পদের প্রবেশকারীদের জন্য ডিজাইন করা হয়েছে "সর্বোচ্চ নিরাপত্তা এবং ব্যবহারের সহজতার উপর দৃষ্টি নিবদ্ধ করে," Trezor-এর CEO Matěj Žák, TechCrunch কে বলেছেন।

হার্ডওয়্যার ক্রিপ্টো ওয়ালেট হল একটি — যদি না হয় —  আপনার ডিজিটাল সম্পদগুলি সংরক্ষণ করার সবচেয়ে নিরাপদ উপায়, কারণ সেগুলি সাধারণত ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে না, একটি অনলাইন আক্রমণের ঝুঁকিকে বাধা দেয়৷ এছাড়াও কখনও কখনও কেন্দ্রীভূত বিনিময়ের পরিবর্তে ক্রিপ্টোকারেন্সিগুলিকে ওয়ালেটে রাখা যুক্তিযুক্তভাবে ভাল, যেখানে সেগুলিকে হিমায়িত করা যেতে পারে। এখানে
Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Synonyms
on 14/10/2023, 08:16:13 UTC
⭐ Merited by hugeblack (1)
ফেরারি হলো একটি নামিদামি গাড়ির ব্র্যান্ড।মার্কিন যুক্তরাষ্ট্রের ফেরারি ব্র্যান্ডের গাড়ি যারা কিনবে তারা গাড়ির দাম ক্রিপ্টো দিয়ে পরিশোধ করতে পারবেন
ফেরারি (RACE.MI) মার্কিন যুক্তরাষ্ট্রে তার বিলাসবহুল স্পোর্টস কারগুলির জন্য ক্রিপ্টোকারেন্সিতে অর্থপ্রদান গ্রহণ করা শুরু করেছে এবং তার ধনী গ্রাহকদের অনুরোধের পর স্কিমটি ইউরোপে প্রসারিত করবে, এর বিপণন ও বাণিজ্যিক প্রধান রয়টার্সকে জানিয়েছেন .

বিটকয়েন এবং অন্যান্য টোকেনের অস্থিরতা তাদের বাণিজ্যের জন্য অবাস্তব করে তোলে বলে বেশিরভাগ ব্লু-চিপ কোম্পানি ক্রিপ্টো থেকে দূরে সরে গেছে। প্যাচি রেগুলেশন এবং উচ্চ শক্তির ব্যবহারও অর্থপ্রদানের মাধ্যম হিসেবে ক্রিপ্টোর বিস্তারকে বাধা দিয়েছে। বিস্তারিত
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Synonyms
on 14/10/2023, 03:42:40 UTC
মধ্যপ্রাচ্যে ব্যাপক যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে

হামাসের হামলা এবং ইসরায়েলের প্রতিক্রিয়া ব্যাপক মানবিক ক্ষতি করছে। ক্রমবর্ধমান সংঘাত তেলের দাম বাড়ালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা আসতে পারে
অতীতের মধ্যপ্রাচ্যের যুদ্ধের মতো, গত সপ্তাহে ইসরায়েল এবং হামাসের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল তাতে বিশ্ব অর্থনীতিকে ব্যাহত করার সম্ভাবনা রয়েছে - এবং এমনকি আরও দেশগুলিকে আকৃষ্ট করা হলে এটিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে।

সেই ঝুঁকি বাস্তব, কারণ জঙ্গি গোষ্ঠীর আক্রমণের জবাবে ইসরায়েলের সেনাবাহিনী গাজা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে৷ গাজায় হামাসের হামলা এবং চলমান ইসরায়েলি বিমান হামলায় মৃতের সংখ্যা ইতিমধ্যেই কয়েক হাজার ছাড়িয়ে গেছে।সেখানে উদ্বেগ রয়েছে যে লেবানন এবং সিরিয়ার মিলিশিয়ারা যারা হামাসকে সমর্থন করে যুদ্ধে যোগ দেবে।
একটি তীক্ষ্ণ বৃদ্ধি ইস্রায়েলকে ইরানের সাথে সরাসরি সংঘর্ষে নিয়ে যেতে পারে, হামাসকে অস্ত্র ও অর্থ সরবরাহকারী, যেটিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে মনোনীত করেছে। সেই পরিস্থিতিতে, ব্লুমবার্গ ইকোনমিক্স অনুমান করে যে তেলের দাম প্রতি ব্যারেল $150-এ বাড়তে পারে এবং বৈশ্বিক প্রবৃদ্ধি 1.7%-এ নেমে যেতে পারে - একটি মন্দা যা বিশ্ব উৎপাদন থেকে প্রায় $1 ট্রিলিয়ন নেয়।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Synonyms
on 13/10/2023, 15:27:24 UTC
                      What is the Metaverse



মেটাভার্স কি মেটাভার্স বলতে কী বোঝায় এবং এটি কিভাবে কাজ করে

Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Synonyms
on 13/10/2023, 02:59:46 UTC
বিজ্ঞানীরা চাঁদের ভিতরে কী আছে তা নিশ্চিত করেছেন


মে মাসে পরিচালিত একটি যুগান্তকারী তদন্তে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন যে চাঁদের অভ্যন্তরীণ কেন্দ্রটি একটি শক্ত বল এবং এর ঘনত্ব লোহার মতোই। এই আবিষ্কারের মাধ্যমে, গবেষকরা শেষ পর্যন্ত চাঁদের অভ্যন্তরীণ হৃদয় গলিত বা কঠিন কিনা তা নিয়ে দীর্ঘ বিতর্কের নিষ্পত্তি করার আশা করছেন যা চাঁদের ইতিহাস এবং সৌরজগতের আরও সঠিক বোঝার দিকে পরিচালিত করবে।

ফ্রান্সের ফরাসি ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের জ্যোতির্বিজ্ঞানী আর্থার ব্রাউডের নেতৃত্বে একটি দল বলেছেন, "আমাদের ফলাফলগুলি, "চাঁদের চৌম্বক ক্ষেত্রের বিবর্তন নিয়ে প্রশ্ন তোলে তার অভ্যন্তরীণ কোরের অস্তিত্বের প্রদর্শনের জন্য ধন্যবাদ এবং একটি বিশ্বব্যাপী আবরণ উল্টে যাওয়াকে সমর্থন করে। দৃশ্যকল্প যা সৌরজগতের প্রথম বিলিয়ন বছরে চন্দ্র বোমা হামলার সময়রেখা সম্পর্কে যথেষ্ট অন্তর্দৃষ্টি নিয়ে আসে।"উৎস