Post
Topic
Board Other languages/locations
Re: আগস্ট মাসের একটিভিটি ২০২৫
by
DYING_S0UL
on 07/09/2025, 22:37:32 UTC
BTW, এবিউজও আছে! সেগুলোরে কি বলবা? ঐভাবেই তো ধুমায়ে উপরে উঠতেছে। মেরিট ট্রানজেকশন, বোর্ডে একটু উকি মারো বুঝতে পারবা। কয়েকজনের মাঝেই সব সার্কুলেশন ঘটতেছে। এনিওয়ে আমি এইসবে ইন্টারেস্টেড না, এসব নিয়ে কথা বলার ইচ্ছাও নাই।

ওগুলো দেখে কি লাভ? যার যার চিন্তা তার করা লাগবে। আমি ডিটেক্টিভ না। মানুষের জন্য চিন্তা করা ছেড়ে দিছি। তবুও মাঝে মাঝে দুই একজনকে দু চার কথা বলি। আপনি যাদের কথা বললেন, এনাদেরকে আমার চেনা হয়ে গেছে। এনাদের আমি অলরেডি রিচ করেছিলাম কয়েকবার। লোকাল থ্রেড এ মেনশন করে বুঝানোর চেষ্টা অব্দি করেছি। কিন্তু ওনাদের কাছ থেকে কোনো পজেটিভ রেসপন্স আমি পাইনি। তো, সেই সময় থেকেই মূলত আমি ওনাদেরকে নিয়ে আর আলাপ করি না।

ওনারা যদি কোনোদিন ফেঁসে যায়, সেটার জন্য ওনারা নিজেরাই দায়ী থাকবেন। তবে এটা সবাই জানে যে চোরের দশ দিন, গৃহস্থের এক দিন। সেই এক দিনের ধকল ই ওনারা সামাল দিতে পারবে না। যারা পারে, তারা কোনো প্রকার এবিউজ ছাড়াই পারে। মেরিটের জন্য এবিউজ করা লাগে না।

তাও ঠিক! নিজের সারাদিনের কাজ শেষ করতে করতেই মাথার ঘাম পা অব্দি চলে যায় আবার এইসব নিয়ে চিন্তা করার সময় কখন! যাই হোক, এরা গ্লোবালে গিয়ে মারা খাবে আর শেষে গিয়ে একদল এসে আমাদের নিচু করার ট্রাই করবে (ইউ নো হোয়াট আই মিন)। এই জিনিসটা একদমই ভালো লাগেনা! আকাম করবে দুই একজন আর দোষ চাপানোর ট্রাই করবে পুরো লোকালের উপর!



তুমি মিয়া কোন জগতে থাকো?
আমার মনে হয় আমাদের এই লোকাল থ্রেডে ,  তাছাড়া মেবি অল্ট কয়েন টকেও এই টুলসটি নিয়ে কয়েকবার কথা বলা হয়েছে।  Angry

সিরিয়াসলি আমার চোঁখে পড়ে নাই! Gboard নিয়ে আলোচনা হইছিলো সেটায় ছিলাম, বাট এবার যেই সাইটটার খোজ দিলা তা আমি প্রথম দেখলাম, বা দেখেও মনে করতে পারতেছিনা!



আপনাদের কি অবস্থা? এ নাগাদ কতজন বাঙালি ফ্রেন্ড কে ফোরাম সম্পর্কে বলেছেন।

শূন্য! Cool
মানুষ ভালো না।



দাদা গুগু দেখছেন গুগুর ফাদ দেখেন নাই  Cheesy এই কথা বললাম এই কারণে যে একটা সময় redotpay অনেক ভালো ছিল। এখন দেখবেন আপনার ব্যালেন্স থাকবে না কিন্তু কোন একটি প্লাটফর্ম থেকে অটো রিনিউ চালু থাকলে প্রত্যেকটা ফেইল ট্রানজেকশনের জন্য -$1 করে আপনার ব্যালেন্সে যোগ হতে থাকবো। তাই এখন redotpay গলার কাঁটা হইয়া গেছে। আমার এখন ব্যালেন্স -$32  Grin

ধুর মিয়া খালি খোচা দিয়া দিয়া কথা কন। মাঝে মাঝে এগুলা দেখতে হয় নয়কে বিনোদন থাকে না। আমি বাংলাতে এইসা আইসা বিনোদন নিয়া যায় এইসব ডে, কংগ্রাচুলেশন এর ব্যানার দেইখা দেইখা। আমি তাদের পরামর্শ দিবো আরো বেটার ব্যানার ডিজাইনের যিনি Canva ব্যবহার করার জন্যে। এমন পরামর্শের জন্য ধন্যবাদ আশা করছি  Cool

লল! টাকা না দিয়ে যদি এপস্ আনইন্সটল করে দেই তাহলে কি আমার জেল জড়িমানা দিতে হবে?

সিরিয়াসলি ভাই! এইসব নানা ডে দাদা ডে দেখছি নিজেকে কনট্রলে রাখতে পারিনা। অনেক আবেগি হয়ে যাই Roll Eyes! আমি নিজেই মাঝে মাঝে এই ডে টে নিয়ে পোস্ট করি, বাট চেষ্টা বিটকয়েন রিলেটেড রাখার জন্য!



ভাই কেমন আছেন?
প্রায় আড়াই বছর পরে ফোরামে লগইন করে দেখলাম এখনো আমরা আলাদা লোকাল বোর্ড পাইনি বিষয়টা দূঃক্ষজনক।
যাই হোক আপনারা সচল রাখছেন এজন্য ধন্যবাদ।
আমি Zealy, Galxe এ কাজ করি বিভিন্ন প্রজেক্টের টেস্টনেট, মেইননেট প্রমোশনে।

আপনি তো এখন এয়ারদড্রপ করে ভালোই ইনকাম করতেছেন। লেগে থাকেন, আশা করায যায় সামনের দিনগুলোতে আরও ভালো ভালো এয়ারড্রপ পাবেন।  Wink

মালাম ভাই আপনাকে তো দেখাই যায় না! অল্টটকেও তো দেখিনা আর! বাইদাওয়ে আমাদের দিকেও দুই চারটা টিপস ট্রিক্স হ্যাক ছুড়ে মারেন! আমরাও একটু করে দিকে! কি লাগবে না লাগবে কত লাগবে কিভাবে কি!