Search content
Sort by

Showing 8 of 8 results by Abdulkader765
Post
Topic
Board Invites & Accounts
Re: Sell ​​account Legendary forum bitcointalk.org
by
Abdulkader765
on 05/02/2025, 15:54:54 UTC
I buy accounts every time.
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Abdulkader765
on 23/01/2023, 08:03:30 UTC
ডিজিটাল বাংলাদেশ বলে কথা। এদেশে যত ভালো মানুষ আছে তার চেয়ে দ্বিগুণ খারাপ মানুষ রয়েছে। তারা দেশের কথা না ভেবে নিজের স্বার্থের কথা ভাবে। আর বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অর্থপাচার করে। যাকে আমরা কালো টাকা বলে জেনে থাকি। বিটকয়েন যদি বাংলাদেশে বৈধতা দেয় তাহলে দেশে আরো দুর্নীতি বেড়ে যাবে। দেশ থেকে কোটি কোটি টাকা গায়েব হয়ে যাবে।
সাধারণ মানুষ কখনোই অর্থ প্রচার করে না। আর যারা অর্থ পাচার করে তারা আগেও করেছে, বর্তমানেও করছে এবং ভবিষ্যতেও করবে। পেপালের অনুমোদন না দিয়ে বা বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি এর অনুমোদন না দিয়ে সেই অর্থ পাচার বন্ধ করা যাবে না। যারা অর্থ পাচার করে এবং অর্থ পাচারের সাথে জড়িত, তারা বিভিন্ন উপায়ে অর্থপেচার করে থাকে। যেমন, একজন দুবাই থেকে অর্থ উপার্জন করে সে সেটা যারা অর্থ পাচার করে তাদের কাছে বিক্রি করে দেয়। এবং বাংলাদেশ থেকে তার পরিবারের কাছে হুন্ডির মাধ্যমে টাকা প্রদান করা হয়। এটা আপনি বন্ধ করবেন কিভাবে? কিছু লোক আছে যারা শুরুতেই ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত, তারা অনেক টাকা ইনকাম করেছে। কিন্তু সেটা দেশে দেখাতে পারছে না। কাজেই তাদেরকে সেটা অবৈধ ব্যবহার করতে হ। যদি অনুমোদন থাকতো তাহলে দেশেই সেটা ব্যবহার করত।

জি ভাই সাধারন মানুষ কখোন অর্থ পাচার এর সাথে জড়িত থাকেনা, আর যারা অর্থ পাচার করে তারা সবসময় করতে থাকে, কিছুদিন আগে একটা নিউজ হয়েছিলো যে বাংলাদেশি অনেকেই আছেন বিটকয়েন এর শুরুর দিক থেকে অনেক বিটকয়েন তাদের কাছে মজুত আছে কিন্তু তারা সেগুলো প্রকাশ করতে পারেনা, আবার এমন অনেকেই আছেন যারা বিভিন্ন ব্যাবসার নামে লেনদেন করে কিন্তু তাদের প্রধান ইনকাম বিটকয়েন এমন একটি আইটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিলো, রাজধানির একটা হোটেলে বিটকয়েন দিয়ে জুয়া খেলার জন্যে সেটিও বন্ধ করে দেয়া হয়েছিলো।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Abdulkader765
on 21/01/2023, 06:59:45 UTC
গতো বছরে ২০২২ সালে " BTC Teacher " নামের একটা গ্রুপ বাংলাদেশি অনেক মানুশের টাকা মেরে দিছে প্রাইয় ২০ মিলিওন ডলারের কাছাকাছি হবে হয়তো বা তারো বেশি, আবার অনেকেই আছেন যারা বিটকয়েন এর সাথে জড়িত তাদের বেশিরভাগ লেনদেন এই প্রতারনার শিকার হয়ে থাকে।  আবার অনেক গ্রাম অঞ্চলে অনেকেই আছেন যারা সাধারন মানুষকে ভুলভাল বুঝায়ে অনেক প্রতারনা করে থাকে ।
কিছু কিছু খারাপ ঘটনা খুব হাইলাইট হয়, যার কারনে  অনেকেই মনে করেন যে ক্রিপ্টো কারেন্সি মানেই খারাপ। বাংলাদেশে ব্যাংক থেকে হাজার কটি টাকা গায়েব হয়ে যাবে তাতে সমস্যা হবেনা , আর আপনি ১০০ ডলার ক্রিপ্টোতে কষ্ট করে ইঙ্কাম করেছেন সেটাই সমস্যা।

ভাই ক্রিপ্টোকারেন্সিতে সর্বদা কিছু না কিছু মানুষ প্রতারণার শিকার হয়ে থাকে। আমার জীবনে ঘটে যাওয়া কয়েকটি প্রতারণার মধ্যে সর্বশেষ যে প্রতারণার শিকার হয়েছি সেটা আমার জীবনের সবচেয়ে দুঃখজনক অধ্যায়। কিছুদিন আগে আমার বোনের বিবাহ উপলক্ষে কিছু গয়না কেনার টাকা ম্যানেজ করার জন্য বাইনান্স P2P তে একটি ট্রেড করি।
ট্রেড করার সময় আমি যে প্রতারণার শিকার হয়েছি সেটা বুঝতে পারিনি। তাড়াহুড়া করতে করতে আমি ট্রেড কনফার্ম করি। কিন্তু প্রতারণা টা হচ্ছে যিনি আমার ডলার নিয়েছেন তিনি আমাকে তার মোবাইল নাম্বার থেকে আমাকে মেসেজ করেছেন কিন্তু আমার অন্ধবিশ্বাসের কারণে নগদ থেকে মেসেজ এসেছে কিনা তা চেক না করেই লেনদেন কনফার্ম করে দেই। এবং ২৫ হাজার টাকার একটি প্রতারণার জালে ফেঁসে যাই।
একদিকে যেমন বিবাহের অন্যান্য কেনাকাটা আর এদিকে আমার ২৫ হাজার টাকা প্রতারণার শিকার হওয়া আমার জন্য পরবর্তীতে গহনার টাকা ম্যানেজ করতে অনেক বেগ পেতে হয়েছিল। যাহোক আল্লাহ যদি সহায় থাকেন তাহলে তার বান্দাকে যেকোন বিপদ থেকে রক্ষা করে। আল্লাহর রহমতে বিবাহ কার্য সম্পন্ন হয়ে গিয়েছে এবং আমার মনটাও এখন স্বাভাবিক।
তাই আমি একটা কথাই বলতে চাই P2P ট্রেড করতে চাইলে  আপনি আগে কনফার্ম হবেন আপনার নগদ, বিকাশ, রকেট ও ব্যাংক একাউন্টে টাকা এসেছে কিনা। প্রতারকরা অনেক সময় তাদের সাজানো মেসেজ আপনাকে সেন্ড করে থাকে এবং আপনি মনে করবেন উনি হয়তো টাকা পাঠিয়েছেন। মেসেজ চেক না করেই আপনি যদি ট্রেড কনফার্ম করে দেন তাহলে আপনি প্রতারণার শিকার হবেন।
আরেকটি বিষয় হচ্ছে আপনি ট্রেড করার সময় একটা বিষয় খেয়াল করবেন যে সকল ট্রেডাররা মাত্র দু-চারটি ট্রেড করেছে তাদের সাথে আপনি ট্রেড করবেন না, দেখবেন যে সকল টেডাররা শত শত ট্রেড করেছে তাদের সাথে ট্রেড করবেন। এতে আপনি সাধারণত প্রতারণার শিকার হবেন না।
পরিশেষে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করছি, বর্তমানে P2P তে আইনি লোক ট্রেডার সেজে অনলাইন থেকে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই আপনি সতর্কতার সাথে বিশ্বস্ত ট্রেডারদের সাথে ট্রেড করবেন।

বাংলাদেশের অনেক বড়ভাই এখানে বাংলাদেশ টপিকে আলোচনা করে আপনার লেনদেন এর বিষয়ে তাদের থেকে হেল্প নিতে পারেন, এই বোর্ড এর বড়ভাই গুলা আসা করি সবাইকে সাহায্য করবে। তারা অবশ্যই বিশস্ত কোথাও না কোথাও লেনদেন করেন এই বিষয় গুলা খুব গুরুত্তপূর্ণ যেখানে আর্থিক লেনদেন হয়। আর বড় ভায়েরা নিজেরা লেনদেন করতে চাইলে তাদের সাথেও লেনদেন করতে পারেন আবার যদি তারা অন্যদের কাছে রেফার করে বা অন্য কারো কাছে পরামর্শ  দেয় লেনদেন এর জন্যে তাদের সাথে লেনদেন করা সবথেকে বেশি নিরাপদ। লেনদেন গুলা বড় ভাইদের মাধ্যমে করলে আশা করি নিরাপত্তার সাথে লেনদেন করতে পারবেন।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Abdulkader765
on 20/01/2023, 14:12:57 UTC
হ্যাঁ সেটাই বললাম, বর্তমানে বেশিরভাগ মানুষই মানুষের করা ভুলের জন্য পুরো সিস্টেমটাকে দোষারোপ করে। বিশেষ করে আমাদের এই ক্রিপ্টো সেক্টর নিয়ে আমাদের দেশের মানুষ জনের মধ্যে একটা বিরাট অংশ এখনো এটা মনে করে যে এটা শুধু হ্যাকাররা ইউজ করে আর শুধু ইললিগ্যাল কাজে ব্যবহার করা হয়। আর এই দিক দিয়ে যে কয়েকটা দেশে এটাকে লিগাল টেন্ডার হিসেবে গ্রহণ করা হয়েছে সে হিসাবই রাখে না ।
দুঃখের কথা হল আমার দেখা আশেপাশে এখনো অনেক লোকজন আছে এমনকি তারা টেকনোলজি এর যুগের পোলাপান  হয়েও।

গতো বছরে ২০২২ সালে " BTC Teacher " নামের একটা গ্রুপ বাংলাদেশি অনেক মানুশের টাকা মেরে দিছে প্রাইয় ২০ মিলিওন ডলারের কাছাকাছি হবে হয়তো বা তারো বেশি, আবার অনেকেই আছেন যারা বিটকয়েন এর সাথে জড়িত তাদের বেশিরভাগ লেনদেন এই প্রতারনার শিকার হয়ে থাকে।  আবার অনেক গ্রাম অঞ্চলে অনেকেই আছেন যারা সাধারন মানুষকে ভুলভাল বুঝায়ে অনেক প্রতারনা করে থাকে ।
কিছু কিছু খারাপ ঘটনা খুব হাইলাইট হয়, যার কারনে  অনেকেই মনে করেন যে ক্রিপ্টো কারেন্সি মানেই খারাপ। বাংলাদেশে ব্যাংক থেকে হাজার কটি টাকা গায়েব হয়ে যাবে তাতে সমস্যা হবেনা , আর আপনি ১০০ ডলার ক্রিপ্টোতে কষ্ট করে ইঙ্কাম করেছেন সেটাই সমস্যা।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Abdulkader765
on 18/01/2023, 07:31:57 UTC
আমাদের দেশে আসলে এইসব নিয়ে স্ট্যান্ডার্ড কোন গাইডলাইন নাই। সি আই ডি কে পাঠানো ওই বিবৃতি থেকে বলা যায় ক্রিপ্টো ব্যবহার অবৈধ নয় কিন্তু আবার পরে বলল ২০১৭ থেকে সরে আসে নাই।

আসলে এইসব একটা নাকট মনে হয় অনেক সময় আমার। বাংলাদেশে একটা সিটি নির্বাচনে শুনেছিলাম যে কয়েক হাজার কটি টাকা লেনদেন হয়েছিলো সবকিছুই বিটকয়েন এর মাধ্যেমে, আবার গত বছরে বেশ কিছু স্ক্যাম হয়েছিলো সেখানেও নাকি প্রশাসনের অনেক মানুষ ইনভেস্ট করেছিলো। কোনো একদিন হয়তো ক্রিপ্টোকারেন্সি বইধতা দিবে ততোদিনে বাংলাদেশ অনেক মুনাফা হারাবে।
Post
Topic
Board Speculation
Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion
by
Abdulkader765
on 18/12/2022, 20:15:25 UTC
The general think bitcoin is more investable  product, but this news is true? All bitcoin related think is clear only 15 minutes?

https://bitcoinmagazine.com/culture/bitcoin-for-newbies-in-fifteen-minutes
Post
Topic
Board Beginners & Help
Re: About Wallet
by
Abdulkader765
on 15/12/2020, 06:19:24 UTC
Tell me what is the reason.
1. Electrum is one of the oldest implementations of bitcoin
2. It has multiple active contributors that are always working on the code to improve it
3. It has no serious bugs
4. It is 100% open source with no hidden shenanigans like some of the other "wallets"
5. It is very easy to use for anyone from beginners to more advanced users
6. It is easy to sync since it is a SPV client and it is fast to sync
7. It has always been quick to implement any new feature that comes to bitcoin (eg. multisigs, P2SH, SegWit, Lightning Network,...)
8. It is one of the first HD wallets that let users only backup a "phrase" instead of having to backup their wallet file every time they create a new address
9. It has a very easy to use cold storage setup by easily pairing the cold and hot wallets.
10. It supports all hardware wallets
11. Electrum builds are deterministic so they can be reproduced, so you can trust the binaries they release even if you don't compile the code yourself

And another account mycelium, trustwallete not be bad but also hope and agree with that "Electrum" is secured more than other multiple accounts,  lowest fee SegWit and the other extra future than others. electrum is the best option to remember that do not share seed and turn off the auto update uninstalled unethical apps for safe side.
Post
Topic
Board Beginners & Help
Re: Fake Electrum site and download Pinned by Google Ads!
by
Abdulkader765
on 13/12/2020, 10:34:45 UTC
Stop using Google to find the website of exchanges, services, or wallets.

Stop following random links without checking the URL.

Start using uBlock Origin.

Never type your seed in anywhere.

How many times does this need repeated?

Yes that is right, I would like to agree with you that those who enter the new online and do not have any idea about the Internet are the ones who make most of these mistakes. Most of the online users are not aware of the internet for which they are the most victims of harassment added just think don't use the same password, using a password with special character, possible to enable 2FA and few more step to safe online using safe.

People use Google because Google has made search one of the best places in the world to search for something and because the search system is relatively easy for people to accept Google's results. Google is better known than other search engines. If newcomers don't try to find the things they need, no matter what we say, safe advice won't work.

Electrum original link https://electrum.org/#home .