Search content
Sort by

Showing 10 of 10 results by Bitcoin Halving
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin Halving
on 27/10/2023, 10:46:01 UTC
Elon muskএমন একজন ব্যক্তি যার নাম জুড়ে রহস্যে গেরা।
ইলন মাস্ক এর আগে তার টেসলা গাড়ি ক্রিপ্টো কারেন্সি তথা বিটকয়েনের বিনিময়ে বিক্রি করার কারণে সবচেয়ে বেশি আলোচনায় এসেছিল। তাছাড়াও তিনি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি। একসময় তিনি বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি ছিলেন।
Picture Lin
আমরা যে বর্তমানে twitter ব্যবহার করি এর আগের নাম ছিল টুইটার। কিন্তু ইলন মাস্ক এই twitter ব্র্যান্ড কেনার পর এর নাম দেন "X(এক্স)"।ইলন মাস্ক 27 অক্টোবর 2022-এ টুইটার অধিগ্রহণ করেন। টুইটারের মালিক হিসাবে ইলন মাস্কের প্রথম কাজগুলির মধ্যে একটি হল প্ল্যাটফর্মের 7,500 কর্মীদের প্রায় 50% বরখাস্ত কররছে।মূলত এটিও তারা ব্যবসা তবে বর্তমানে তিনি এই ব্যবসাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আমি আরেকটি বিষয় নোট করেছি, আমার টুইটার একাউন্টের ফলোয়ার ছিল ৮৫০০ এর উপরে এখন তা কমে গিয়ে মাত্র ৬ হাজারে রয়েছে এটা কি তারই প্রভাব।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin Halving
on 27/10/2023, 04:40:47 UTC
হুন্ডি আর মানিলন্ডারিং কেন বন্ধ করা যায় না?
হুন্ডি হচ্ছে চোরাচালানি, সরকারকে ফাঁকি দিয়ে ব্যাংকিং পদ্ধতির বাইরের অর্থ লেনদেনের একটি উপায়। একে বাণিজ্যিক আদান প্রদান ও লেনদেনের অনানুষ্ঠানিক দলিলও বলা যেতে পারে। যার মাধ্যমে দুই পক্ষ বা ব্যক্তির মধ্যে টাকা লেনদেন হয়। বিশ্বের প্রচলিত ব্যাংকিং পদ্ধতির অনুসরণ হয় না বলে হুন্ডির লেনদেনে দেশের সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়।প্রবাসীরা তাদের আয় দেশে পাঠালেও হুন্ডির কারণে তা যোগ হচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার ভান্ডারে। সরকারের কোনো পদক্ষেপেই থামছে না হুন্ডির দৌরাত্ম।
অপরদিকে, কোনো অবৈধ অর্থকে বৈধ করাকে মানি লন্ডারিং বলা হয় বা যে প্রক্রিয়ায় কালো টাকা অর্থ লেনদেনের একটি কাহিনী বৃত্তের মধ্যে প্রবেশ করানো হয় তথা বিশোধিত করা হয়, যাতে তা অন্য প্রান্ত দিয়ে বৈধ অর্থ তথা সাদা টাকা হিসেবে বেরিয়ে আসে।
মানি লন্ডারিং করে আমাদের বাংলাদেশী থেকে অনেকে প্রচুর টাকা বিদেশে পাঠাচ্ছে। এসব ক্ষেত্রে বেশিরভাগই জড়িত রাজনীতি ব্যক্তিরা।

নিউজটি এখানে পাওয়া যাবে
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin Halving
on 26/10/2023, 15:47:53 UTC
আচ্ছা, ইন্টারনেট ইস্যু তে বাংলাদেশ থ্রেড এর কেউ কি এফেক্টেড হন নাই নাকি? কাউকে তো পোষ্ট করতে দেখলাম না। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যাবহার করেন, আপনাদের কারো কোনো সমস্রা হয় নাই নাকি? আজকে তো মহাখালি তে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় বেশিরভাগ ব্রডব্যান্ড সার্ভিস ডাটা সেন্টার পুড়ে গেছে। আগামী ১০ দিনেও ঠিক হবে কি না কেউ জানে না। আর মোবাইল ইনটারনেট এর সারভার ও পুড়ে গেছে বেশ কিছু। মোবাইল নেটওয়ার্ক ও সমস্যা করছে। দেশের বেশিরভাগ আই এস পির সার্ভার ডাউন। তো কার কার এলাকায় কি অবস্থা? আমার তো ইন্টারনেট নাই। মোবাইল ডাটা দিয়ে কষ্ট করে কাজ করছি।
তার জন্যই তো বলি নেট স্পিড পায় না কেন। খুব সমস্যা আজকে কোন কিছু গুগলে অথবা ক্রমে গিয়ে সার্চ করলে কিছুই আসছে না শুধু এরর দেখাচ্ছে। আমার ওয়াইফাই ইউটিউব এবং tiktok সহ অন্যান্য ভিডিও দেখা যাচ্ছে কিন্তু chrom browser এবং google ব্রাউজারে ঢুকতে সমস্যা হচ্ছে। বাধ্য হয়ে ফোনে এমবি কিনেছি তারপরও খুব একটা ভালোভাবে নেট পাচ্ছে না।

আজকে আমি মেটা সেকশনে পোস্ট করার সময় দেখলাম যে বিভিন্ন দেশের লোকাল বোর্ড গুলোর পোস্ট নিয়ে কথা হচ্ছে।
This an animated chart created with data from Rikafip post [CHARTS] Brief monthly overview of the local boards activity.

https://www.talkimg.com/images/2023/10/26/Tj68N.png
https://public.flourish.studio/visualisation/12312077/

এখানে উল্লেখিত রাশিয়ান, তুর্কি এবং নাইজেরিয়ানদের তুলনায় আমাদের বাংলাদেশ খুবই নগণ্য। আমাদের বাংলাদেশের আমরা সবাই মাত্র ৩৯১ পোস্ট করেছি।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin Halving
on 20/10/2023, 05:56:17 UTC
~কাট~

আপনি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট হ্যাকিং নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। আপনি যে উপায়গুলি উল্লেখ করেছেন, সেগুলি অনেক ভালো। আরো কিছু উপায় রয়েছে, যেগুলো অনুসরণ করে আরো নিরাপদে থাকা যায়।
১. ফিশিং আক্রমণ : ফিশিং হলো আপনার ব্যক্তিগত তথ্য যেমন : আপনার ওয়ালেটের পাসওয়ার্ড, ব্যক্তিগত কী জানার জন্য হ্যাকার আপনাকে প্রতারণা করে একটি জাল ইমেল, বার্তা বা লিঙ্ক পাঠাতে পারে যা দেখে মনে হচ্ছে সেগুলি আপনার ওয়ালেটের বিশ্বস্ত উৎস থেকে এসেছে৷ তারা আপনাকে আপনার বিশদ বিবরণ লিখতে বা একটি লিঙ্কে ক্লিক করতে বলতে পারে। সেই ফাদে কখনো পা দিবেন না। অনলাইনে কারো সাথে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। গতকালকে এই কারণেই আমি আমার ফেসবুক আইডিটা হারিয়ে ফেলেছি। আমার আইডিতে ৫ হাজার ২ শত ফলোয়ার ছিল।
আপনি আপনার সোশ্যাল একাউন্ট হারিয়ে ফেলেছেন। আমি কোন সোশ্যাল একাউন্ট হারিয়ে ফেলি নি। তবে আমি আমার ট্রাস্ট ওয়ালেট হ্যাক করা নিজের চোখে দেখেছি যেমন আমি একটিএয়ারড্রপে  যুক্ত হতে চাচ্ছিলাম তখন বুঝতাম না যে কিভাবে এয়ারড্রপে যুক্ত হয়। আমি তাদের দেওয়া লিংকে প্রবেশ করি এবং সবকিছু করার পর তারা বলে যে ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কে দিয়ে আপনার ওয়ালেট সংযুক্ত করুন। আমার অভিজ্ঞতা না থাকায় আমি আমার ওয়ালেটের প্রাইভেট কে দিয়ে যুক্ত হই এবং কিছুক্ষণ পরে দেখি আমার ওয়ালেটে ৪২ ডলারের মত টোকেন ছিল সেগুলো উধাও হয়ে গেছে। এমনকি ঐ ওয়ালেটে আমার যতগুলো কয়েন ছিল সবগুলোই উধাও হয়ে গেছে সেদিন আমার খুব খারাপ লেগেছিল এবং আমি চরমভাবে প্রতারিত হয়েছিলাম। ওয়ালেটের প্রাইভেট কে যদি সুরক্ষিত রাখা যায় তাহলে আপনার ওয়ালেট সুরক্ষিত থাকবে। কারো সাথে যদি সেটি শেয়ার করেন তাহলে আপনি আপনার ফান্ড অবশ্যই হারাবেন কোন একদিন।
Post
Topic
Board Economics
Topic OP
Middle East regulatory clarity drives crypto industry growth
by
Bitcoin Halving
on 19/10/2023, 09:39:04 UTC
Major cryptocurrency exchanges and businesses are being lured to a proverbial crypto oasis around the Persian Gulf, according to Binance FZE’s general manager.

Alex Chehade, who heads Binance’s local operation in Dubai, tells Cointelegraph reporter Ezra Reguerra that progressive regulatory frameworks in the region are a major drawcard for startups and established industry players:Click
Post
Topic
Board Beginners & Help
Re: Trade vs. HODL - avoid traps
by
Bitcoin Halving
on 19/10/2023, 02:28:12 UTC
According to me trading and holding are two different things because trading is for short term and investing or holding is for long term.Trading is a business where both profit and loss are faced.If you have a proper understanding of the market and do a good analysis of trading then you can get success in trading.And those who have no idea about trading definitely face losses.On the other hand, holding or investing requires a lot of patience and no one can hold or invest for a long period of time.
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin Halving
on 18/10/2023, 19:36:20 UTC
@DYING_S0UL Congratulations 🎉 নতুন পদমর্যাদা অর্জন করার জন্য। আমাদের বাংলা থ্রেড আরো একজন অভিজ্ঞ লোক দ্বারা পূর্ণ হলো।
Post
Topic
Board Bitcoin Discussion
Re: El Salvador has become the first country to make #Bitcoin legal tender! 🇸🇻
by
Bitcoin Halving
on 18/10/2023, 16:10:48 UTC
Dollar will be there. You need a dollar to scale/calculate your Bitcoin value. Both could be the same in terms of popularity. But I do not think Bitcoin will take over the dollar anytime soon. Do we expect it? I don't know. But where there is a good side, the opposite exists as well. But we don't know the future. You could be right as well.

Bitcoin can not only be scaled or calculated in dollars, but can also be calculated in any fiat currency so that Bitcoin can continue to be popular on its own without having to depend on fiat currency. And Bitcoin may not overtake the dollar any time soon, but as more people start to feel more comfortable using Bitcoin in various sectors they will need to. Maybe dollar users themselves will prioritize Bitcoin over dollars so that dollar use can be reduced compared to Bitcoin in countries that have legalized Bitcoin, such as El Salvador.
In today's world the number of people who use dollars is very high but the popularity of Bitcoin is also very high now if you compare it with the past few years. So what is the reason behind the popularity of Bitcoin or who is using Bitcoin? Dollar users are Bitcoin users. Now maybe they are giving more importance to dollar than bitcoin but after few years it will be seen that bitcoin has taken the place of dollar. We always hear positive news about Bitcoin. Starting from the transaction of buying and selling houses through Bitcoin, many large transactions are currently being done by people through Bitcoin. Those who are doing big transactions with Bitcoin could do their transactions with Euros or Dollars if they want but they are relying on Bitcoins instead of doing them, in this case it is definitely safer for those people to use Dollars or Bitcoins from Europe as a means of transaction.  

People now look for security of money as well as people now prefer to use digital money. It is only a matter of time that the use of the dollar will decrease and the use of Bitcoin will increase at a later date. Maybe we won't see it, but our next generation will see the highest use of bitcoins compared to the dollar.
Maybe that day is not far away as Bitcoin's demand and its value are appreciated worldwide.Because there is no country or people in the world who do not know anything about Bitcoin.The dollar you speak of is but a paper currency.Bitcoin, on the other hand, is a coin through which dollars can be converted and dollars can be converted back to their own currency in different countries.But now the world is becoming modern due to which people prefer to do online based transactions.So people are now buying their daily necessities and paying Bitcoin as the price.However, not all countries can make payments through Bitcoin in countries where it is legal.But I can say that maybe one day all the countries around the world will be able to buy anything with Bitcoin but it will take a long time.
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin Halving
on 18/10/2023, 15:51:42 UTC
এখানে আমরা নতুন যারা কোন কিছু না বুঝি তারা এখানে জিজ্ঞাসা করা মাত্রই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাই এখানে কোন কিছু ইতস্ততা না করে তাদের শরণাপন্ন হলেই আমাদের ভালো কিছু হবে।
এখন আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি বাইনারি অপশন ট্রেড কি? আমরা তো অনেকেই অনেক রকমের ট্রিড করে থাকি। যেমন ফিউচার ট্রেড, তাছাড়া কোন কয়েন কিনে Long term trade and short term trade. আমি আজকে আমার টিক টক অ্যাপ এ ভিডিও দেখার সময় একটি ভিডিও দেখলাম বাইনারি ট্রেড নিয়ে। সেখানে দেখতে পারলাম যে মাত্র দুই থেকে তিন মিনিট এর মধ্যে হাজার হাজার ডলার তারা ইনকাম করছে। এখন আমার মনে প্রশ্ন হচ্ছে এটা কিভাবে করে।
আমাদের বাংলাদেশ লোকাল থ্রেডটি দিন দিন আরও বেশি সমৃদ্ধ হচ্ছে। যেসব ইউজারদের কারণে এই সমৃদ্ধি লাভ করছে বাংলাদেশ লোকাল থ্রেড বা যেসব পোস্টের জন্য এই লোকাল থ্রেডটি সমৃদ্ধ লাভ করছে। সেসব পোষ্টের একটি তালিকা তৈরি করা হলো।

আমি অসংখ্য ধন্যবাদ জানাই @Little Mouse ভাই এবং @LDL ভাইকে যারা আমাকে এই পোস্টটি তৈরি করতে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। আর একজন ব্যক্তির কথা না বললেই না @Learn Bitcoin ভাই যার পরামর্শ অনুযায়ী এই পোস্টের টাইটেল নির্ধারণ করা হয়েছে। আমি আশা করব তারা সব সময় আমাকে ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।


ক্রমিক|একনজরে দেখে আসুন|বোর্ড|
1
|Re: মাসিক পোস্ট একটিভিটি/কাউন্টডাউন|বাংলাদেশ (Bengali) > সেপ্টেম্বর >২০২৩ |
2
|Re: মাসের সেরা পোস্টগুলো|বাংলাদেশ (Bengali) > সেপ্টেম্বর >২০২৩|
3
|Re: নতুনরা - পোস্ট করার আগে পড়ুন      | বাংলাদেশ (Bengali) > BitCoinDream|
4
|Re: ইফেক্টিভ অনুবাদ|বাংলাদেশ (Bengali) > সেপ্টেম্বর > ২০২৩ | Learn Bitcoin, DYING_S0UL, Z_MBFM|
5
|Re: ইফেক্টিভ বিবিধ পোস্ট| বাংলাদেশ (Bengali) > সেপ্টেম্বর >২০২৩|
আমাদের কমিউনিটির বড় ভাই অনেক পরিশ্রম করে বিগত মাস গুলোর অনেক গুরুত্বপূর্ণ পোস্টগুলো একত্রিত করে আমাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছেন। তাই যারা নতুন আছেন তারা আপাতত এই পোস্টগুলো ভালোভাবে খেয়াল করলে ও পড়লে দরকারি জিনিসগুলো শিক্ষা গ্রহণ করা যাবে। তাই যারা নতুন তারা আপাতত স্পিডশিট আকারে পোস্টগুলো google স্পিড সিটে সেভ করে রাখলে অবসর সময় অনেক কিছু শেখা যাবে।
[/quote] এই পোস্টগুলোতে ঢুকলে গুগল স্পেডশিটে নিয়ে যায়। আর spreadsheet ঢুকলে অবশ্যই সেটা সেভ হয়ে থাকবে। তবে @roksana.heeতার এই গুরুত্বপূর্ণ কাজ করার জন্য তাকে ধন্যবাদ জানাই। আমি পরবর্তীতে তার এই পোস্টগুলো খুব ভালোভাবে পড়বো এবং শেখার চেষ্টা করব।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin Halving
on 18/10/2023, 10:07:56 UTC
এই ফোরামে এটাই আমার প্রথম পোস্ট আমি একাউন্ট করেছি কয়েকদিন আগে। কিছু কিছু পোস্ট পড়েছি এবং কিছু শিখেছি সম্পূর্ণ শিখতে পারিনি। আমি এখানে নতুন হলেও আমি অনেক আগে থেকে বাউন্টি করতাম। বাউন্টি করার অভিজ্ঞতা আছে কিন্তু এখানে লেখালেখি করার বা পোস্ট করার তেমন কোন অভিজ্ঞতা নেই।
আমি আশা করব ভবিষ্যতে যদি আমার দ্বারা কোন ভুল হয় তাহলে সিনিয়ররা শুধরে দেবেন এবং দিকনির্দেশনা দেবেন।