Search content
Sort by

Showing 20 of 27 results by development327
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
development327
on 05/11/2023, 04:53:46 UTC
বিশেষ সতর্কতা!


যারা বিটকয়েন নিয়ে কাজ করছেন বা লেনদেন করছেন আপনারা একটু সতর্ক থাকবেন আশা করি,  গতো পোর্শুদিন রাতে 'আবু তালেব, পারভেজ' সহো আরো ৮জন কে কুমিল্লা গোয়েন্দা পুলিশ ধরেছে, এদের ধরার সময় তাদের কাছে বেশ কয়েক হাজার বিটকয়েন পেয়েছে, বিটকয়েন ব্যবহার করা যায় এমন কিছু এলেক্টিক ডিভাইস ও পেয়েছে। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর নতুন কারো সাথে লেনদেন করার থেকে বিরত থাকেন।


কিছু দিন আগে এক বড় ভাইয়ের কাছে শুনছিলাম। বাইনাস বা আন্য মারকেটে আমরা যেখানে পিটুপি করি।  সেখানে প্রশাশনের লোক বাই অর্ডার দিয়া রাখে। সেখানে থেকে তারা ইনফরমেশন কালেক্ট করে। সে আমাকে সতর্ক করেছিল যে সবসময় বেশি ট্রেড যারা করছে তাদের কাছে সেল করি তারপর থেকে সর্তক হয়ে যাই এবং সর্বনিম্ন ৫০০ বা ১০০০ উপরে যাদের ট্রেড করেছে।  তাদের সাথে লেনদেন করি।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
development327
on 04/11/2023, 22:52:37 UTC
জার্মানির Kebab Restaurant বিটকয়েন লেনদেন Accept করেছে।
https://talkimg.com/images/2023/11/04/tMoSP.jpeg
source
এভাবেই ধীরে ধীরে বিটকয়েন পৃথিবীর সমস্ত জায়গায় ব্যবহার হবে।


জার্মানিতে বর্তমানে ১১০০০+ রেস্তোরাঁ এখন বিটকয়েন গ্রহণ করে।
জার্মানির বৃহত্তম খাদ্য বিতরণ ওয়েব পোর্টাল, Lieferando.de, যা 11,000 টিরও বেশি অংশীদার রেস্তোঁরা নিয়ে গর্ব করে, সম্প্রতি ঘোষণা করেছে যে এটি অর্থপ্রদানের জন্য বিটকয়েন গ্রহণ করা শুরু করেছে। কোম্পানিটি বিশ্বের অন্যতম বৃহত্তম অনলাইন ফুড অর্ডারিং ওয়েবসাইট, Takeaway.com এর মালিকানাধীন।

বিটকয়েন এখন নগদ, সোফোর্ট, জিরোপে, ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস এবং পেপাল সহ Lieferando.de-এর অন্যান্য প্রথাগত অর্থপ্রদানের পদ্ধতিতে যোগদান করে।

Lieferando.de ইতিমধ্যে তার ওয়েবসাইটে বিটকয়েন দিয়ে কীভাবে অর্থপ্রদান করতে হয় সে সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত করেছে। ক্রিপ্টোকারেন্সি গ্রহণকারী অন্যান্য Takeaway.com ব্র্যান্ডের মতোই বিটকয়েন পেমেন্ট বিটপে দ্বারা সহজতর হয়। বিটকয়েন দিয়ে অর্থপ্রদানকারী ব্যবহারকারীদের বিটপেতে পুনঃনির্দেশিত করা হবে এবং অর্থপ্রদানের পর ফেরত পাঠানো হবে। "বিটকয়েনের পরিমাণ সর্বদা বিটপে-এর বর্তমান বিনিময় হার অনুসারে রূপান্তরিত হয়," সাইটটি বিশদভাবে জানায়।

উপরন্তু, Lieferando.de যোগ করেছেন, "বিটকয়েন দিয়ে অর্থপ্রদান করার সময় আমরা কোনো অতিরিক্ত খরচ নিই না।" তবে, Takeaway.com এর মতে, ক্রেডিট কার্ড এবং পেপালের মাধ্যমে অর্থপ্রদানের জন্য 6% ফি দিতে হবে।

Source:https://news.bitcoin.com/germanys-largest-food-delivery-service-restaurants-accepts-bitcoin/
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
development327
on 25/10/2023, 07:58:40 UTC
সবাই সবার প্রথম উপার্জন এখানে শেয়ার করতেছেন তাই আমিও আমার ছোট একটা উপার্জন শেয়ার করতে আসলাম।
আমার প্রথম উপার্জন ছিলো ৭৬৪৮ টাকা

তবে আমি আমার এই উপার্জন কে আল্লাহ এর দান মনে করি কেননা আমি আমার এই উপার্জন দিয়ে আমার বাবার চিকিৎসায় সাহায্য করতে পেরেছি।
আমার বাবার জন্য ঔষুধ আর ফ্যামিলির জন্য কিছু বাজার ও করতে পেরেছি।
আমি যখন আমার এই উপার্জন দিয়ে প্রথম বাজার করলাম এবং বাসার কেউ জানতো না হুট করে সব কিনে এনে সবাইকে চমকে দিলাম সবাই অবাক হয়ে বলেছিলো আমি টাকা কই পেলাম তখন আমি আমার মা এর হাতে কিছু টাকা দিতে বললাম মা এটি আমার প্রথম উপার্জন অনলাইন থেকে মা। মা আমায় মোবাইল টেপার জন্য অনেক বকা দিতো আমি শুধু বলতাম মা দেইখো আমি একদিন দেখাবো কেনো আমি এত ফোন টিপি। আর আমি তা করে দেখিয়েছি। আর আমি আমার এই প্রথম উপার্জন টা পেয়েছি একটা এয়ারড্রপ থেকে । এয়ারড্রপটি ছিলো টুইটার এয়ার ড্রপ।

আসলে আমি আগে ভাবতাম কিভাবে এখান থেকে ইনকাম করা যায় কিন্তু কোনোদিন কল্পনাও করিনি যে এত গুলো টাকা আমি পাবো।

আসলে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আর আমি এখনো এখান থেকে সিগনেচার ক্যাম্পেইন এ জয়েন হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে পারিনি সেটার জন্য মেম্বার র‍্যাংক লাগবে মিনিমাম। তার জন্য আমার পর্যাপ্ত মেরিট নেই। তবে আশা করছি খুব শিগ্রই হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ এর প্রতি আমার দীর্ঘ বিশ্বাস আছে। ইনশআল্লাহ একদিন আমিও পারবো। আমি করে দেখিয়ে দিবো।

https://www.talkimg.com/image/TzFIc
অভিনন্দন আপনাকে যে আপনি আপনার প্রথম ইনকাম দিয়ে আপনার বাবার চিকিৎসা করিয়েছেন। আপনার মনমানসিকতা আমার খুব ভালো লেগেছে।  অনেক তার প্রথম ইনকাম দিয়ে বন্ধুদের সাথে বাজে আড্ডা দিয়ে টাকা নষ্ট করে।  কিন্তু আপনি আপনার বাবা মাকে খুশি করতে চেয়েছেন। আপনার প্রতি দোয়া ও ভালোবাসা সবসময় থাকবে। ধৈর্য ধরে নিজেকে সৎ রেখে কাজ করুন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সফলতা আসবে।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
development327
on 06/06/2023, 04:10:39 UTC
joeperry, Utopia এর হয়ে আবারো (১৫ তম) বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalk.org/index.php?topic=5455118 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন।
প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন
দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন
এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন।
যারা যারা utopia ফ্রী রাফেল জয়েন হবেন। কিন্তু জয়েন হওয়ার জন্য utopia chat lobby message করা লাগে এবং সেই মেসেজর  লিঙ্ক কপি করা লাগে। এই লিঙ্ক কপি করার জন্য @shasan ভাইয়ের একটা পোস্ট আছে আপনারা যারা লিঙ্ক কপি করা বুঝতেছেন না। তারা ভাই এই পোস্টটি দেখতে পারেন। [url link= https://bitcointalk.org/index.php?topic=631891.msg61956777#msg61956777]পোস্ট লিঙ্ক[/url]আশা করি পোস্ট দেখে সব বুঝতে পারবেন। ধন্যবাদ ভাই  আপনার পোস্ট টি দেখে আমি লিঙ্ক কপি করেছি।  এবং ফ্রি রাফেল জয়েন হলাম।
Post
Topic
Board Games and rounds
Re: [RAFFLE] Utopia - P2P Ecosystem | Free Bitcoin Raffle Weekly 💎 Round 15
by
development327
on 06/06/2023, 04:05:50 UTC
Bitcointalk Username: development327
Utopia Public Key: 4415C958276FE398AEF71B4B70F8AD8517EDEE33E4D388FA4D9298EB92968C53
BTC Address: bc1qkpdl7ttsdrc6r2edkev5t0aa46rknm68fpfzag
Message Deep Link (Chat link): https://utopia.im/d53b4431fd604e2f0261792444797aa4?tid=2881745867183020015
Slot No: 51
Post
Topic
Board Bitcoin Discussion
Re: Bitcoin or banking investment?
by
development327
on 04/06/2023, 12:07:58 UTC
Bitcoin is an independent currency.  Here you can invest as per your wish and withdraw as per your need.  Others take it as a goal.  He leaves until the goal is met.  It is only your freedom.  It is as easy as it is risky.  You should choose your own thinking and research style at all times.  Then success will come.  On the other hand, keeping money in the bank is safe, but you will see how the value of your money decreases through inflation.  If you keep money in the bank, how many rules do you have to follow?  Again, the possibility of bank failure remains.  So I think keep some money by investing in Bitcoin.  Will come in time.
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
development327
on 02/06/2023, 15:15:25 UTC
অভিনন্দন! @LED ভাইকে আপনি সঠিক পথে এগিয়ে এসেছেন এবং সফলতা অর্জন করেছেন। আপনার উদ্যম, পরিশ্রম এবং প্রয়াস আপনাকে এই সময়ে একটি অগ্রগতির উচ্চতায় আনেছে। আপনার নিখুঁত কাজের ফলে খুব অল্প সময় মধ্যে মাত্র ২২৫ দিন সিনিয়র মেম্বার হয়েছেন। আমি মনে করি আপনার  এই সফলতা আমাদের লোকাল বোর্ডর  সফলতা।  আপনার আগামীর পথে আরও অপারিবর্তিত সাফল্য অর্জন করুন। আপনাকে একটি সাফল্যময় ভবিষ্যতের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি!
এলইডি ভাই অ্যাকাউন্ট করে  ১৯ অক্টোবর  ২০২২;
সর্বমোট পোস্ট করেনঃ ১০৬৩
বাংলাদেশ বোর্ডে পোস্ট করেছেনঃ১৪৫ টি
মিরিটঃ৪৯১
BPIP-RANK:#1364
Post
Topic
Board Meta
Re: [Bitcointalk Party - Discord sv] Bitcoin Pizza bake-off contest! Enter by June 1
by
development327
on 01/06/2023, 16:24:33 UTC

Quote from: development327
Sorry I fixed the links.  Please check again
[/quote

Your links are not correct yet. You extract the image link from here.

Thank you very much.  I don't understand the links are not working.  Fixed now.  Someone quota my post.
Post
Topic
Board Meta
Re: [Bitcointalk Party - Discord sv] Bitcoin Pizza bake-off contest! Enter by June 1
by
development327
on 01/06/2023, 04:37:54 UTC

Please someone quota my post
~Happy Pizza Day~


Please fix links



~Happy Pizza Day~

Gather the ingredients for the pizza:
1: https://i.ibb.co/jg3vGDg/GE2-Yr-TGDFz-Vu-Jfydnl-THwka-Up-QO.webp
2: https://i.ibb.co/tM6cGnc/G6e-UBUOKXNIZo-Fymii-Se-Jz-JNu-XY.webp

Pizza shape createing:
1: https://i.ibb.co/3M5TSBc/G4jl-LKe-YIBa-KPmdf-EMh-Byy-BHqy-C.webp
2: https://i.ibb.co/3M5TSBc/G4jl-LKe-YIBa-KPmdf-EMh-Byy-BHqy-C.webp

Finally the pizza is ready to eat:
1:https://i.ibb.co/N7xsdSW/GKji-Kdvi-VZp-TXu-ABSlbux-Ajydq-O.webp
2:https://i.ibb.co/dJ2CfgS/GGa-Qp-Mehc-Gr-TFl-QUk-WLWLsz-MXg-S.webp

Everyone in the forum is enjoying Pizza Day now.  More or less everyone is joining the Pizza Day contest.  Everyone in the forum is making pizza with great joy.  This creates a new experience for everyone.  I am very happy to join such a contest at this place.

Sorry I fixed the links.  Please check again
Post
Topic
Board Meta
Merits 8 from 3 users
Re: [Bitcointalk Party - Discord sv] Bitcoin Pizza bake-off contest! Enter by June 1
by
development327
on 31/05/2023, 17:17:10 UTC
⭐ Merited by o_e_l_e_o (4) ,klarki (3) ,JayJuanGee (1)
~Happy Pizza Day~

Gather the ingredients for the pizza:
https://prnt.sc/Fb9Xfu_yUlRy  https://prnt.sc/OqhN-bLIB_r8

Pizza shape createing:
https://prnt.sc/4PYaqrsQTy63  https://prnt.sc/m8VOXD4-Kqgu

Finally the pizza is ready to eat:
https://prnt.sc/VrrcAZ_zq7WR  https://prnt.sc/WxZbWMM3DhV6

Everyone in the forum is enjoying Pizza Day now.  More or less everyone is joining the Pizza Day contest.  Everyone in the forum is making pizza with great joy.  This creates a new experience for everyone.  I am very happy to join such a contest at this place.
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
development327
on 27/04/2023, 05:21:27 UTC
যারা নতুন আছেন বিটকয়েন সকল ধরনের তথ্য জানতে আগ্রহী আছেন তারা এই ওয়েবসাইট গুলোর উপর নজর রাখতে পারেন।

Coindesk - https://www.coindesk.com/

Coin Telegraph -
https://cointelegraph.com/

Bitcoin Magazine - https://bitcoinmagazine.com/

Reddit - https://www.reddit.com/r/Bitcoin/

বাংলাদেশী ওয়েবসাইট
Coinalap - https://www.coinalap.com/

এই ওয়েবসাইটগুলি সম্প্রতি সকল বিটকয়েন সংবেদনশীল তথ্য উন্নয়নে কাজ করে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করে। এছাড়াও, এই ওয়েবসাইটগুলি সম্প্রতি বিটকয়েন মূল্য, সম্পদ বিনিময়, প্রযুক্তি সংবেদনশীল উন্নয়ন, আর্থিক ও আনুষাঙ্গিক সংবেদনশীল উন্নয়ন ইত্যাদি সম্পর্কে up-to-date তথ্য উন্নয়ন করে।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
development327
on 20/04/2023, 06:59:35 UTC
আমার কমিউনিটির সকল সম্মানিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পরবর্তী রাঙ্কে উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দেন। এই মুহূর্তে আমার কমিউনিটির একজন সদস্য @Learn Bitcoin এবং আমি @Bitcoin_people কিছু সংখ্যক মেরিটের জন্য পরবর্তী রেংকে উত্তীর্ণ হতে পারছি না। আমি সব সময় মনে প্রাণে বিশ্বাস করি এই কমিউনিটি থেকে যদি আমরা ভালো একটি পদমর্যাদায় পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমাদের এই কমিউনিটির অনেক সুনাম হবে। আমরা সবসময়ই চেষ্টা করে যাচ্ছি আমাদের এই কমিউনিটিকে ভালো একটি পজিশনে নিয়ে যাওয়ার জন্য। আমি আপনাদের সাহায্যের আশায় রইলাম আশা করি আমি আপনাদের সাহায্য পাব।
প্রথমে আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো ভাই। খুব তাড়াতাড়ি আপনি পরবর্তী র‍্যাঙ্ক উত্তীর্ণ হবেন ইনশাআল্লাহ।
আপনাকে দেখে আমাদের শেখা উচিত কিভাবে পরিশ্রম করতে হয়। আর  দ্রুত  সফলতা পাওয়া যায় ।
Post
Topic
Board Collectibles
Re: [FREE RAFFLE] Happy Easter
by
development327
on 09/04/2023, 17:53:41 UTC
39/89  ---development327

thank you Sad
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
development327
on 03/04/2023, 10:46:44 UTC
@tjtonmoy ভাই প্রথেমেই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্🎉🎉। এখন আমাদের লোকাল বোর্ডে  আরেকজন  সিনিয়র মেম্বারের সংখ্যা বেড়ে গেল। আমাদের এই বোর্ড টা আরেকটু এগিয়ে গেল। আপনি জীবনে হার্ডওয়ার্ক  করেছেন বলেই আজকে এ পর্যন্ত এসেছেন। অনেক কষ্টের ফলে আজকে আপনি আপনার মর্যাদা পেয়েছেন। আমাদের লোকাল বোর্ড কাউকে যদি উপর লেভেল দেখি তাহলে আমি খুব আনন্দিত হই। আপনাদের দেখলে আমার ধৈর্য ও আত্নবিশ্বাস বেড়ে যায়।আপনাদের  ধৈর্য,  চেষ্টা  আর সময় এই তিনটি আছে বলেই আপনারা দিন দিন এগিয়ে যাচ্ছেন। কিন্তু  যদি করো মধ্যে এই তিনটি জিনিস  থাকে তাহলে সে জিবনে সফলতা পায়। তাই আপনাদের কাছে থেকে এই তিনটি বিষয় আমাদের শেখা দরকার।
১. ধৈর্য : আমরা খুব তাড়াতাড়ি সফলতা খুঁজি কিন্তু ধৈর্য ধরি না। ধৈর্য ছাড়া সফলতা পাওয়া সম্ভব নয়।
২. সময়: কোন কিছুর মধ্যে সময় না দিলে সেখানে থেকে সফলতা আসে না।
৩. চেষ্টা: কোন কিছু আপনি নিজে নিজেই পেয়ে জাবেন না।  সে জিনিসের জন্য অবশ্যই আপনার চেষ্টা ও আকাঙ্ক্ষা থাকতে হবে।

@tjtonmoy আপনার কাছে আমাদের একটাই চাওয়া সেটা হলো আমাদের এই বোর্ডে অ্যাকটিভ থেকে আমাদের সবাইকে  হেল্প করবেন।আপনার জন্য দোয়া ও ভালোবাসা খুব তাড়াতাড়ি আপনাকে  legendary Members হিসেবে দেখতে চাই।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
development327
on 01/04/2023, 04:14:38 UTC

আলহামদুল্লিলা ৩০ মিনিট এর চেষ্টায়  খুব কষ্ট করে ক্যাপচার টি পূরণ করলাম।
যারা করতে পারেন নাই তারা আরো ট্রাই করতে থাকেন ইনশাআল্লাহ হয়ে যাবে।
এটি মূলত আইকিউ টেস্ট করার জন্য তৈরি করা হয়েছে। AI-বর্ধিত ক্যাপচা যা সমস্ত নিম্ন-আইকিউ-এর লোকদের সনাক্ত করবে। পোস্ট করার আগে  ক্যাপচার  পূরণ করতে হবে। যারা ১৪ দিনের মধ্যে  ক্যাপচার পূরণ   করতে পারবে না। তাদের নিষিদ্ব করা হবে। তাই আমাদের বোর্ডে যারা আছি তারা এই টাকে গুরুত্বের সাথে কমপ্লিট করি। প্রথম একটু কষ্ট হলেও কিছুক্ষন চেষ্টা করলে সহজ হয়ে যায়।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
development327
on 01/04/2023, 04:05:58 UTC
আলহামদুল্লিলা ৩০ মিনিট এর চেষ্টায়  খুব কষ্ট করে ক্যাপচার টি পূরণ করলাম।
যারা করতে পারেন নাই তারা আরো ট্রাই করতে থাকেন ইনশাআল্লাহ হয়ে যাবে।
এটি মূলত আইকিউ টেস্ট করার জন্য তৈরি করা হয়েছে। AI-বর্ধিত ক্যাপচা যা সমস্ত নিম্ন-আইকিউ-এর লোকদের সনাক্ত করবে। পোস্ট করার আগে  ক্যাপচার  পূরণ করতে হবে। যারা ১৪ দিনের মধ্যে  ক্যাপচার পূরণ   করতে পারবে না। তাদের নিষিদ্ব করা হবে। তাই আমাদের বোর্ডে যারা আছি তারা এই টাকে গুরুত্বের সাথে কমপ্লিট করি। প্রথম একটু কষ্ট হলেও কিছুক্ষন চেষ্টা করলে সহজ হয়ে যায়।
Post
Topic
Board Reputation
Re: SBF-Ross Ulbricht
by
development327
on 29/03/2023, 13:48:30 UTC
FTX was a popular exchanger of the present time.  And it has become very popular among the users within a short period of time as the users get various facilities from it.  And billions of users started investing here and everyone considered it as Binance Alternative.  But despite its popularity, it went bankrupt at the last moment and FTX users lost their huge amount of money.  And the exchange was owned by SBF so everyone considered SBF a worse criminal than Ross Ulbricht. SFB was a smart person and he managed to make his exchanger very popular in a very short time which other companies never did.  Because of which everyone considers him as a big and terrible scammer.
SBF may have planned this scam in advance. So maybe he was proceeding according to plan step by step. He chose various special events to popularize his exchange which he sponsored and tried to gain loyalty of this exchange and he succeeded.

FTX was a sponsor at the ICC World Cup event and from there FTX achieved a lot of marketing success.  And bankrupted the exchange by embezzling people's money just as people had invested huge sums of money in its exchange. He did it completely according to the plan and for that he had a lot of patience and waited for a long time. He is one of the most hated people in history. He should be punished more severely. The court should execute the sentence given to him quickly to show the people that the law is above no one.
SBF is a heinous criminal man in today's world. The way he looted people's money and made people completely destitute. But I also think that SBF has had this plan in mind for a long time, which is why he popularizes his FTX exchange by constantly sponsoring it in various places. And when most of the people in the world have invested here trusting investment then betray everyone like this. But I think his sentence of 115 years in prison for this crime was enough for him. But in terms of the present law is not so good because of which the court grants bail to him instead of sentencing him. It is understood that this plan of SBF was also joined by big political leaders due to which SBF was released from jail in exchange for power and money.

I have been hearing since childhood that he has all the money. There is no punishment for him if he commits a crime. Now I see it with my own eyes that he who has money does not care to commit any crime. He suppresses all the truth with money. Whoever has money at present has everything behind him. SBF committed such a big crime. But what is his punishment for being with the family? I don't understand this kind of punishment. How many people's future was ruined for that. How many people's faith was broken? But accordingly he is punished like this. Then everyone will commit such a crime. Because SBF punishment will be accepted by everyone.
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
development327
on 26/03/2023, 13:06:22 UTC
আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আসা করি সবাই অনেক ভালো আছেন 💖
আমি একটা bitcointalk আইডি কিনতে চাই Sr member অথবা Full member আমি কোথায় থেকে এবং কিভাবে কিনতে পারি কেউ একটু আমাকে জানান পিলিজ 🙏

আমি আপনাকে বলবো না যে আপনি বিটকয়েন আইডি কেনেন।  কেননা আপনি আইডি কিনে কিছু করতে পারবেন না।কারন আপনার পূর্বের কোন অভিজ্ঞতা নাই যদি থাকতো তাহলে আপনি নিজেই খুঁজে বের করতে পারতেন। যেহুত আপনার এই জায়গার আগে কোন অভিজ্ঞতা নাই। শুধু শুধু আপনার টাকা গুলো নষ্ট হবে। আমি আপনাকে বলবো আপনি যদি এইখানে নতুন হয়ে থাকেন।  তাহলে ধৈর্য ধরেন আপনি কিছু দিন গবেষণা করেন।  দেখবেন আপনি একদিন সফল হবেন। বিটকয়েন আইডি কেনা মানে বোকামি করা আমি মনে করি। ধরেন আপনি একটা অ্যাকাউন্ট কিনলেন কিছু দিন পর আপনার একাউন্ট টি ব্যান হয়ে যেতে পারেন। কারন আপনার এর আগে এর রুলস সম্পর্কে আপনার ধারনা নাই।  টাকা দিয়ে কিছু হয় না নিজের  অভিজ্ঞতাই সব।  তাই অভিজ্ঞতা অর্জন করেন।  সফলতা আপনা আপনি আসবে।
আপনার কথাগুলো ঠিক কিন্তু আমি আইডি কিনতে চাই কিভাবে কিনবো এইটা বলুন দয়া করে 🙏🙏

আমি সঠিক বলতে পারবো না তবে কয়েকটা টপিক দেখছি যারা আইডি সেল করার জন্য কয়েকটা টপিক খুলে রাখছে। আমি জানি না তারা ট্রাস্টেড কি না।  এটা সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত ব্যাপার।  আপনি এই টপিক গুলো দেখতে পারেন।

https://bitcointalk.org/index.php?topic=1669636.80

https://bitcointalk.org/index.php?topic=1669636.60

আপনি ভালোভাবে রিচার্জ করে বড়ভাইদের সাথে কথা বলে কোন ডিল কইরেন। বড়ভাই দের সাথে কথা না বলে কোন কিছু কইরেন না। আমি আবারো বলতেছি এটা সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত ব্যাপার। তবে যাই করবেন চিন্তা ভাবনা করে দেখবেন।  আমি শুনছি এগুলো বেশিরভাগ ফল্ট বা ভুয়া হয়।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
development327
on 26/03/2023, 12:14:43 UTC
আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আসা করি সবাই অনেক ভালো আছেন 💖
আমি একটা bitcointalk আইডি কিনতে চাই Sr member অথবা Full member আমি কোথায় থেকে এবং কিভাবে কিনতে পারি কেউ একটু আমাকে জানান পিলিজ 🙏

আমি আপনাকে বলবো না যে আপনি বিটকয়েন আইডি কেনেন।  কেননা আপনি আইডি কিনে কিছু করতে পারবেন না।কারন আপনার পূর্বের কোন অভিজ্ঞতা নাই যদি থাকতো তাহলে আপনি নিজেই খুঁজে বের করতে পারতেন। যেহুত আপনার এই জায়গার আগে কোন অভিজ্ঞতা নাই। শুধু শুধু আপনার টাকা গুলো নষ্ট হবে। আমি আপনাকে বলবো আপনি যদি এইখানে নতুন হয়ে থাকেন।  তাহলে ধৈর্য ধরেন আপনি কিছু দিন গবেষণা করেন।  দেখবেন আপনি একদিন সফল হবেন। বিটকয়েন আইডি কেনা মানে বোকামি করা আমি মনে করি। ধরেন আপনি একটা অ্যাকাউন্ট কিনলেন কিছু দিন পর আপনার একাউন্ট টি ব্যান হয়ে যেতে পারেন। কারন আপনার এর আগে এর রুলস সম্পর্কে আপনার ধারনা নাই।  টাকা দিয়ে কিছু হয় না নিজের  অভিজ্ঞতাই সব।  তাই অভিজ্ঞতা অর্জন করেন।  সফলতা আপনা আপনি আসবে।
Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bengali)
by
development327
on 26/03/2023, 09:24:31 UTC
⭐ Merited by Little Mouse (1) ,nutildah (1)
আমরা যদি কোন টপিক পোস্ট করি।  তখন টপিকের শিরোনাম নাম নিয়ে চিন্তা করি না। মাথায় যা আসে তাই দিয়ে দেই। কোন টপিক পোস্ট করার আগে অব্যশই টপিকের শিরোনামটি ভালোভাবে গুছিয়ে লিখতে হবে।

আমার  কোন টপিক পোস্ট করার সময় কিভাবে টপিকের শিরোনাম লিখব।
 নিচে তার উদাহরণ দেওয়া হল।

১. পোস্টের শিরোনাম সংক্ষিপ্ত এবং  ৪০ ক্যারেক্টার মধ্যে রাখা ভালো।

২. শিরোনাম যত ছোট করা যায় এবং শিরোনামে পোস্ট এর মূল বক্তব্য রাখতে হবে।
৩. শিরোনামটি অ্যাটাকটি করা। যাতে শিরোনাম নাম দেখে সবাই পোস্টটি
পড়তে আগ্রহ দেখায়।

৪. শিরোনামে এই শব্দ বর্জন করা উচিত। যেমন: "খুব, মূলত, তাই, ঠিক, সত্যিই,"

৫. কোন সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করা উচিত নয়। কারন সংক্ষিপ্ত শব্দের সাথে সবাই পরিচিত নাও থাকতে পারে।

আমি আগে এইগুলা অনুসরণ করতাম না। এখন থেকে অনুসরণ করব।

বিশেষ দ্রষ্টব্য : বড় ভাইরা কেমনে একটা পোস্টের শিরোনাম নাম লেখেন তা আমাদের সাথে শেয়ার করবেন।