Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Mahiyammahi
on 13/05/2025, 14:43:02 UTC
আজকে মে মাসের দ্বিতীয় রবিবার অর্থাৎ আজকে বিশ্ব মা দিবস। পৃথিবীর প্রত্যেকটি মা ভালো থাকুক সেই শুভ কামনা করছি।
মায়ের প্রতি ভালোবাসা থেকে পোস্টটি করেছেন দেখে ভালো লাগলো। মায়েরাই একমাত্র হয় যারা নিঃস্বার্থভাবে ভালবেসে যায় সন্তানদের। হয়তো কোন সোশ্যাল মিডিয়ায় অথবা মাকে সরাসরি বলা হয়নি যে মা তোমাকে খুব ভালোবাসি আর আজকে মা দিবসের শুভেচ্ছা রইল তোমাকে, মানে না যে মাকে ভালোবাসি না। কোন একটা বাংলা নাটকে দেখেছিলাম আমি হয়তোবা আমার সঠিক মনে নেই অনেক আগে দেখেছিলেম, সেখানে একটা ডায়ালগ ছিল যে "আমার যাকে খুব বেশি ভালোবাসি তাকে বারবার করে বলতে হয় না যে আমি তোমাকে ভালোবাসি, কারণ তাকে হারানোর ভয় আমাদের মনে থাকে না কখনো কল্পনাতেও আসে না। কিন্তু হারিয়ে গেলে আমরা বুঝি যে কতটুকু ভালবাসতাম"।

আমাকে সবচাইতে বেশি অবাক করেছে একটা ব্যাপার যে, এই যুদ্ধের কারনে ক্রিপ্টো মার্কেটে তেমন কোনো প্রভাব পড়েনি। সাধারনত যুদ্ধ শুরু হলে গ্লোবাল মার্কেটে সেটার প্রভাব পড়ে। যেমন যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিলো, পুরো গ্লোবাল মার্কেটে সেটার প্রভাব পড়েছিলো। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হুহু করে বেড়েছিলো এবং কিছু কিছু পণ্যের দাম ব্যাপক হারে কমেছিলো। ক্রিপ্টো মার্কেট সে সময়ে অনেক বেশি ভলাটাইল ছিলো সেই সময়ে।
বন্ধু না লাগাই সবচাইতে বেটার। আর এমন যুদ্ধ লাগলো যে ট্রাম্প কাকু সাত দিনের মাথায় তাদের যুদ্ধ বন্ধ করে দিল। একটা বিশেষ প্যাটার্ন খেয়াল করে দেখবেন সব যুদ্ধের পেছনেই আমেরিকার একটা হাত থাকে ওরা যুদ্ধ লাগিয়ে দিতে পারে কিন্তু থামায় না। এই যুদ্ধ তাই সেরকম ভাবে এফেক্ট পড়েনি বিশেষ করে এশিয়ার মধ্যে যে।


এটি অনেকদিন যাবতীয় বন্ধু আছে আমার মতে এটি আবারো চালু করা হোক।
ভাই কি লেখার পরে নিজের লেখা একবার পড়ে দেখেন না। নাকি কোথাও থেকে পোস্ট ট্রান্সলেট করেছেন আপনার লেখার হাত হয়তোবা খুব বেশি ভালো না।

তবে দুবাই যদি পাকিস্তান সুপার লিগ চালাতে অপারগ হয় অথবা বিজনেসের স্বার্থে আই পি এল চুজ করে নেয় সেক্ষেত্রে বাংলাদেশ দুবাইয়ের বিকল্প হতে পারে।
যদি আসলেই যুদ্ধের মত যুদ্ধ লাগে তাহলে বাংলাদেশও এর হাত থেকে রেহাই পাবে না। প্রতিবেশী দেশ ভারত তাই যুদ্ধের কিছুটা এফেক্ট হলো বাংলাদেশেও পড়তে পারে সেজন্য ভারত উপমহাদেশের কোন দেশি আমার মনে হয় খেলার মাঠের জন্য উপযুক্ত নয়।

এগুলো পোস্ট না করে যদি ক্রিপ্টো রিলেটেড কোনো দিবসরে নিয়ো ২-৪ লাইন পোস্ট করতেন, তাও ভালো লাগতো। মানুষ কিছু জানতো।
লাস্ট যে ওই যে একজন ইউজার ধরা পড়লো না মেরিট ফার্মের বিষয়টার জন্য সরি মেরিট ফার্ম বলব কিনা সঠিক জানিনা যদিও সেটা প্রমাণিত হয়নি, এটা নিয়ে পোস্ট হল বাংলা থ্রেড এরপর আমি একটা জিনিস খেয়াল করলাম shishir99 এরপরে কেউ কেন জানি পোস্টই করছিল না কোন। কেমন জানি বাংলা থ্রেড টা একটা অসহায়ের মত পড়েছিল। এদিকে আমারও কোন সময় হচ্ছিল না যে বাংলাতে পোস্ট করার। লাস্ট তিন দিন যাবত LND Node রান করতে গিয়ে মাথা খারাপ হয়ে গিয়েছে। আজকে ভাবলাম একটু যাই বাংলাতে গিয়ে ঘুরে আসি।

একটা জিনিস খেয়াল করে দেখবেন যে গঠনমূলক পোস্ট এর থেকে ট্রান্সলেশন এবং এইসব অভিনন্দন এর ভালো মেরিট পাওয়া যায় তাহলে কষ্ট করে গঠনমূলক পোস্টগুলো করার কোন দরকার আছে বলেন। ট্রান্সলেশন করতে তাও একটু কষ্ট হয় কিন্তু অভিনন্দন জানাতে তো আর কোন কষ্ট হয় না জাস্ট এই আই দিয়ে একটা পোস্টার বানাইলেই হয়, কার এত সময় গাধার মত খাটনি করার বলেন। বর্তমানে এমন সময় হয়েছে ফ্রিতে গাধা ও খাটনি পড়তে চায় না।

আমি যে কয়েকটা নাম বিহীন টোকেনে ইনভেষ্ট করেছি, সেগুলো এখন মুখ থুবড়ে পড়ে আছে। অল্টসিজন আসুক আর যেই সিজন ই আসুক, সেগুলো আর রিকভার করার মতো সমূহ সম্ভাবনা নেই।

এইসবের আশা বাদ দেন ভাই কারণ অনেক ভালো ভালো সময় গেছে মার্কেটে তখনো বিন্দু পরিমাণ কোন পরিবর্তন দেখতে পাইনি। যে টোকেনগুলো পড়ে আছে আমার এই টোকেনগুলো যদি কোন সময় ২-৪% পাম্প করতো তাহলেও মোটামুটি কিছুটা ইনভেস্ট ফিরে পেতাম। এগুলো নিয়ে আর চিন্তাই করি না বাদ দিয়ে দিয়েছি।
আমি কিছুদিন আগে ফোরামে পোস্ট করেছিলাম যে কেউ যদি লসে থাকেন এবং ইনভেস্ট করতে চান তাহলে ওটিসি ডিল গুলায় ইনভেস্ট করতে পারেন। আমি যখন বলেছিলাম তখন SUI এর OTC Deal প্রায় ১.৩$ এর আশেপাশে পাওয়া যাচ্ছিল। আর এখন দেখেন SUI প্রায় ৫ ডলারে পৌঁছে যাচ্ছে তার মানে আপনার ইনভেস্ট থেকে প্রায় ৫০০% উপরে। হয়তো আপনার পুরো ইনভেস্টটা এখনই তুলতে পারছেন না কিন্তু শুরুতে যে ২৫% দেয় সেটা যদি হোল্ড রাখে কেউ আমি মনে করি না কারো ইনভেসমেন্ট বাকি থাকে।

তবে বলতে পারেন যে আমার তো অলরেডি ইনভেস্ট করা আছে আমি তো অলরেডি অনেক লসে আছি তাহলে কিভাবে আমি ইনভেস্ট করব এইখানেও একটা ক্যাচ আছে। ধরেন আপনার একটা টোকেন স্পটে কিনা আছে সেটা অনেক ডাউনে আছে তো আপনি লসে আছেন কিন্তু আপনি OTC Deal গুলায় বর্তমানের স্পট মার্কেট থেকে প্রায় 40 থেকে 50% ডিসকাউন্টে টোকেন কিনতে পারছেন। এখন আপনার হোল্ডিং এর সাথে যদি তুলনা করেন যদি মার্কেট পাম্প করে তাহলে আপনার হোল্ডিং এর টাও পাম্প করবে সেই সাথে OTC তে কেনা টোকেন ও পাম্প করবে। আপনার সুবিধা হচ্ছে এখানে যে আপনি OTC তে কেনার জন্য অলরেডি ৫০% লাভ এ আছেন। তাই সব সময় ইনভেস্ট না করে কিছু সময় বুঝে শুনে করতে হয়।

এরকম খারাপ সময়ে চাইলে Altcoin গুলার OTC Deal গুলো দেখতে পারেন, অনেক ভালো অল্টকয়েন এর OTC Deal পাওয়া যাচ্ছে। যদি কারো লং টার্ম হোল্ডিং এর প্ল্যান থাকে ৩/৪মাস তাহলে আমি বলব OTC Deal বেস্ট অপশন আপনার জন্য।

এই ছিল আমার পোস্টটা, কিন্তু যা দেখছি ফোরামে ইনফরমেটিভ কিছু শেয়ার করার থেকে শুভেচ্ছা জানালেই ভালো রেসপন্স পাওয়া যায়

এইসব নিয়ে কাইন্ড অফ বিরক্তই। ১৫-১৬ টার মতো এসমেরিট পড়ে আছে, দেয়ার জায়গা পাইনা। দিলেও আগে চেক করি, অন্য কোনো ভালো মেম্বার অলরেডি মেরিট দিসে কিনা, দিলে দেই যেনো কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে।
একদম ঠিক বলেছেন, এই ভয়ে Newbie দের মেরিট দিতে খুব ভয় করে। কখন না জানি বলে ফেলে যে এটা আমারই আলট। কিন্তু কিছু কিছু Newbie দেখবেন খুব ভালো পোস্ট করে, এখন সে অন্য কারো আলট কিনা সেটা তো বের করা পসিবল না কিন্তু কিছু পোস্ট আছে যেগুলো আসলেই ডিসার্ভ করে কিন্তু আসলে দিতে পারি না এই ভয়ে।

তবে আমি চেষ্টা করি ভাল পোস্ট সামনে হলে অবশ্যই মেরিট
দেওয়ার


আমার মনে আছে এক দুই বছর আগে আমার স-মেরিট সব সময়  জিরো এর আশেপাশে থাকতো কারণ অনেক একটিভ মেম্বার ছিল সেই সাথে সাথে কোয়ালিটি পোস্ট এর সংখ্যাও বেশি ছিল। কিন্তু বর্তমানে এটা অনেক ড্রপ করেছে এটাও যেমন সত্য ঠিক তেমনি কোয়ালিটি ফুল পোস্টগুলো সঠিক মূল্যায়ন থেকে বাদ পড়ে যাচ্ছে।
শুধু ভাই আমাদের বাংলা কমিউনিটিকে দোষ দিলে হবে না, এমন অনেক মেম্বার দেখেছি যারা সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করার পর তাদের কোয়ালিটি ফুল পোস্ট কমে যায়, মানে আর কি সবার লক্ষ্য একটাই থাকে সিগনেচার ক্যাম্পেইন এ জয়েন হওয়া নাগাদ। তারপর দেখবেন যে তাদের মেরিট আসার যে হার টা ছিল সেটা কমে গিয়েছে। কিন্তু আমরা পানি একটু ঘোলা করেছি দেখে সবাই শুধু আমাদেরই দেখে।

বিশেষ করে দেখলাম যে নাইজেরিয়া বোর্ড যেটা আছে সেখানে প্রচুর পরিমাণে ম্যারিড শেয়ার হয়, কিন্তু কেউ বলার নাই। আর আমাদের একটা মেরিট দিলে মনে হয় যে এই যে হয়ে গেলাম আসামি।