Search content
Sort by

Showing 18 of 18 results by Imugen
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Imugen
on 26/08/2024, 13:24:05 UTC
সবাই কেমন আছেন?

আমি দুই দিন ধরে শুধু মোবাইলে ছিলাম। আপনারা জেনে খুশি হবেন যে লিটল মাউস ভাই এবং তার পরিবার সেইফ আছে যেটা অলরেডি ক্রিপ্টো লাইব্রেরী ভাই এখানে শেয়ার করেছেন। আমি পুরো রাস্তা যেতে পারিনি। তার আগেই উনি কোনো ভাবে মোবাইল চার্জ করে আমাকে মেসেজ করেছেন। উনি ফোরামেও লগইন করেছিলেন, কিন্তু যেহেতু ওনার ইনটারনেট অনেক দূর্বল এজন্য হয়তো কোনো পোষ্ট করতে পারেনি। যাই হোক, দেশের ১১ টা জেলা বন্যায় আক্রান্ত, কিছু কিছু জেলা তে ত্রান গেলেও, একদম ভেতরের সাইডগুলোতে মানুষ খুব কষ্টে জীবন যাপন করছে। বাড়ির ছাদ ডুবে গেছে মানুষের। ৫-৬ দিন ধরে মানুষ না খেয়ে আছে। অনেক মানুষের ঘর বন্যা ভাসিয়ে নিয়ে গেছে। বন্যা পরবর্তী একটা ফান্ড কালেক্ট করে অন্তত কয়েকজন মানুষের ঘর করে দিতে পারলে ভালো হতো। আপনারা কি ডোনেট করতে ইচ্ছুক?
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Imugen
on 26/08/2024, 07:51:13 UTC
Quote
happy dog day
আজকে ইন্টারন্যাশনাল dog day। যারা কুকুর পুষে থাকেন তারা আজকে ডগ ডে পালন করবে। আমাদের বাংলাদেশ এরকম ডক ডে মনে হয় না কেউ পালন করবে।
আমি যদি ভুল না করি আন্তর্জাতিক কুকুর দিবস ২০০৪ থেকে শুরু হয়। আজকের এই দিনে শেল্টি নামের কুকুরকে পশুর আশ্রয় কেন্দ্র থেকে নিয়ে একটি পরিবার দত্তক নিয়েছিল। তাই আজকের ২৬ আগস্ট দিনটিকে ডগ ডে হিসেবে পালন করা হয়। বর্তমান যুগে  মানুষকে বিশ্বাস করা যায় না কিন্তু কুকুরকে বিশ্বাস করা যায়, আমরা সবাই জানি মালিকের জন্যে জীবনও বিলিয়ে দিতে পারে এই প্রাণীটি। এসব কারণেই হয়তো কুকুরের প্রতি অনেক মানুষের ভালোবাসা রয়েছে।  বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে হয়তো ডগ ডে পালন হবে কিন্তু বাংলাদেশে ডগ ডে পালন হবে কিনা আমি জানিনা তবে ডক ডে হিসেবে একটি বার্তা বলতে চাই আমাদের দেশে কুকুরকে রাস্তা ঘাটে  অকারণে অনেকেই অযথা প্রহার করে, আমি চাই এ ধরণের অভ্যাস সবারই প্রতিকার করা উচিত এবং কুকুর সহ সকল  প্রাণীদের প্রতি সকলের ভালোবাসা দেখানো উচিত।


আজকে আমাদের হিন্দুধর্মাবলী ভাইদের আরো একটি উৎসব পালিত হচ্ছে জন্মাষ্টমী। প্রতি বছরই তাদের দেবতা শ্রীকৃষ্ণের সম্মানার্থে অত্যন্ত আনন্দের সাথে জন্মাষ্টমী উৎসব আয়োজন করে থাকেন। হিন্দু ধর্মাবলীর ভাইয়েরা শ্রীকৃষ্ণ জন্মদিনে তারা সারাদিন উপবাস থাকেন এবং মধ্যরাতে জন্মদিন পালন করেন।

আমাদের দেশের সকল হিন্দু ধর্মাবলীর ভাইদের জন্মাষ্টমীর শুভেচ্ছা। শুভ জন্মাষ্টমী!
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Imugen
on 25/08/2024, 09:56:07 UTC
বাংলাদেশে গত দুই মাস ধরে অনেক কিছুই ঘটেছে বিশেষ করে ছাত্র আন্দোলন, বর্তমানে বন্যা পরিস্থিতি চলমান অবস্থায় দেশের মানুষ অনেকটাই অস্বস্তিতে আছে। তবে এই অস্বস্তির মাঝেও একটি আনন্দ সংবাদ, আরো একটি বিজয়ের সংবাদ। বাংলাদেশ বনাম পাকিস্তানের চলমান সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করে ৪৪৮ রান নেয় ৬  উইকেটের বিনিময়ে এবং তারা ইনিংস  ঘোষণা করেন। আমি প্রথমে ভেবেছিলাম যে বাংলাদেশ পাকিস্তানের মাঠে এই টেস্ট ম্যাচটি পরাজিত হবে। কিন্তু না বাংলাদেশ প্রথম ইনিংসে  দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে করেন বিশেষ করে মুশফিকের ১৯১ রানের ইনিংসটি বাংলাদেশের  দলের  সবচেয়ে বড় কার্যকরী ভূমিকা রেখেছে এছাড়াও অন্যান্য খেলারা ভালো পারফরম্যান্স করেছে বলেই বাংলাদেশ প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নিয়েছিল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলিং পারফরমেন্স ছিল অসাধারণ বিশেষ করে সাকিব এবং মেহেদী মিরাজের বোলিং স্পেলের  উইকেট গুলো, যার জন্য পাকিস্তান বাংলাদেশকে মাত্র ৩০ রানের টার্গেট দেয়। বাংলাদেশ খুব সহজেই পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে ১০ উইকেটে প্রথম টেস্ট জয়লাভ করে ইতিহাস রচিত করেন।

 অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন!  বাংলাদেশ ক্রিকেট দলকে
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Imugen
on 23/08/2024, 09:57:50 UTC
বন্যার  অবস্থা ভয়াবহ ফেনী সহ বিভিন্ন জেলার কিছু কিছু জায়গায় রেড এলার্ট জারি করা হয়েছে। এমনকি প্রশিক্ষিত লোকজন  ছাড়া রেড এলার্ট জারি করা বা বন্যা প্লাবিত এলাকায়  সাধারণ মানুষদের উদ্ধার কাজে কাজে যেতে মানা করা হয়েছে। এমনকি ইতিমধ্যে উদ্ধার এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বেশ কয়েকজন  মারা গিয়েছে এবং অনেকের নিখোঁজের সংবাদ পাওয়া যাচ্ছে।
Quote
ভাই আমরা ফান্ডিং নিয়ে আসলে কিছুই করতে পারবো না। আমি সরাসরি আস সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে ডোনেট করেছি। কারন ওনারা একমাত্র সঠিক ভাবে কাজ করবে বলে মনে করি। আমরা ফান্ড কালেক্ট করে কোথায় যাবো? ৫০ হাজার টাকা নিয়ে গেলে সেখানে কিছুই হবে না। জরুরী দরকার কিছু ইন্জিন চালিত নৌকা যেটা দিয়ে মানুষকে উদ্ধার করতে হবে। এই মুহুর্তে কি করবো কিছুই মাথায় আসছে না। আপনারা আস সুন্নাহ ফাউন্ডেশনে গিয়ে ডোনেট করতে পারেন। https://assunnahfoundation.org/donate/flood
আপনার সাথে আমি একমত কারণ এখানে আমরা কমিউনিটি এর যে কয়েকজন মানুষ রয়েছে এদের টাকায় খুব একটা বেশি লাভ হবে না, তবে আমি ভাবতেছি আমরা যদি গ্লোবাল বোর্ডে একটা টপিক খুলি ডোনেশন এর জন্য এবং লোকাল কোন ভলেন্টিয়ার গ্রুপ বা সুন্নাহ ফাউন্ডেশনকে সরাসরি ডোনেশন থেকে আসা ফান্ড দিয়ে দেই তাহলে কেমন হয়?
Quote

আপনাদের কথাও  ঠিক আছে খুব কম সংখ্যক লোক বাংলা ফোরামে  সক্রিয় থাকে, এত কম সংখ্যক লোক নিয়ে ফান্ডিং করা আসলে একটু কঠিন ব্যাপার। আস সুন্নাহ ফাউন্ডেশনের বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে বন্যার্তদের সাহায্যের জন্য এই ফাউন্ডেশনে ডোনেট করা যায়। যদি ফোরাম থেকে ফান্ডিংয়ের কোন ব্যবস্থা গ্রহণ না করা যায় বা গঠন না করা যায় তাহলে আস সুন্নাহ ফাউন্ডেশনে বা বিভিন্ন সংস্থা রয়েছে যেখানে আপনার বিশ্বস্ত মনে হয় আপনারা বন্যাপ্লাবিত  এলাকার লোকদের জন্য ডোনেশন দিতেএগিয়ে আসুন।
ডোনেশন যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা বলা ঠিক হবে কিনা আমি জানিনা তবে বাংলা ফোরামের অনেক লোক  আছেন যারা  সিগনেচার ক্যাম্পেইনের সাথে জড়িত, বিভিন্ন রুলস এর কারণে হয়তো তারা বাংলা ফোরামের সক্রিয় নয়। তবে তারা হয়তো আমাদের অনেকেরই পরিচিত বা অনেকের সাথে ব্যক্তিগতভাবে  যোগাযোগ থাকতে পারে। আমি বলতে চাচ্ছি যে যারা সিগনেচার ক্যাম্পেইন করেন তারা প্রতি সপ্তাহে একটি অ্যামাউন্ট পান, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনারা আপনাদের একটি সপ্তাহের অর্থ যদি বন্যার্তদের মাঝে ডোনেশন করতে চান হলে আমার মনে হয় ভালো একটি পরিমাণ দিয়ে আমরা বন্যার্তদের মাঝে সহযোগিতা করতে পারবো।
আমি ফান্ডিং নিয়ে বেশ কয়েকটি থ্রেড পরিদর্শন করেছি, একটি পোস্টে গিয়ে দেখতে পেলাম বাংলা ফোরামের অনেকেই ইউক্রেনে যুদ্ধে আক্রান্তদের জন্য ভালো পরিমাণ ডোনেশন দিয়েছেন। আশা করছি নিজের দেশের মানুষের জীবন রক্ষার জন্য বাংলা ফোরামের সকলেই যার যার অবস্থান থেকে এগিয়ে আসবেন।
Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Imugen
on 22/08/2024, 09:00:05 UTC
⭐ Merited by HelliumZ (1)
বন্যার কারণে বেশ কয়েকটি জেলার অবস্থা খুবই খারাপ আমরা দুই- একদিন ধরে দেখতে পাচ্ছি, এটি আরো অবনতির দিকে যাচ্ছে।  আমি এখানে ভারতের পক্ষে কোন কথা বলছি না, ভারতীয় অতি বৃষ্টির কারণে বন্যা হয়েছে ঠিক আছে  মেনে নিলাম কিন্তু তাদের উচিত ছিল রাতের অন্ধকারে সুইচগেট না ছেড়ে দিয়ে তারা অন্তত 4 থেকে  পাঁচ ঘন্টা  সময় দিতে পারতো যাতে নিরাপদে মানুষ আশ্রয় যেতে পারে। তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটি  একটি রাজনীতি ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এ ধরনের কর্মকাণ্ডে মোদি সরকারের হস্তক্ষেপ থাকতে পারে অনেকেই মনে করছেন এবং এটা হতেও পারে অস্বাভাবিক কিছু নয়।
বর্তমানে পরিস্থিতিতে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলার  বন্যার পানি  ভয়াবহ আকার ধারণ করছে, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন  আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন।
এই বাংলা ফোরামের সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের মধ্য থেকে কেউ একজন উদ্যোগ নেন যাতে আমরা  তহবিল গঠন করে অর্থ সংগ্রহ করে বন্যার্তদের মাঝে সহায়তা দিতে পারি। বাংলাদেশ নতুন সরকার গঠন হয়েছে, তাদের উপরে অনেকটা চাপ যাচ্ছে বিগত সরকারের লুটপাটের কারণে। আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের নিজেদের দেশের  অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরই এগিয়ে আসতে হবে। @ Crypto Library, @Learn Bitcoin ভাইকে  বাংলা লোকাল বোর্ডে সব সময় সক্রিয় থাকতে দেখি  আপনাদের থেকে কেউ বা আরো মেম্বার রয়েছেন তাদের মধ্য থেকে কেউ যদি অসহায় বন্যার্তদের মাঝে সহযোগিতার জন্য উদ্যোগ নেন তাহলে আমার মনে হয় বোর্ডের সদস্যদের সবাই একমত হবেন।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Imugen
on 25/07/2024, 09:27:18 UTC

সকলের কি অবস্থা? কেমন আছেন সবাই?

আমার মনে হচ্ছে দীর্ঘ কয়েকদিন পর আবার জীবন ফিরে পেলাম। সেই ১৮ তারিখের পর থেকে আর অনলাইনে আসতে পারি নাই। কত কষ্ট করে যে এই কয়েকটা দিন কাটালাম তা আমরা সকলেই বুঝতে পারছি। আপনারা কয়েকজনে দেখি আগামীকাল অনলাইনে ছিলেন। আমার এখানে আজকে সন্ধ্যা ৮ টার পর ওয়াইফাই আসছে। এখনো পুরোপুরি নেট চলতেছে না, শুধু একটু একটু চলতেছে।


আর অবস্থা ভাই, ইন্টারনেট না থাকার কারণে প্রথম দু একদিন বোরিং লাগছিল,শনিবার বিকেল বেলা বের হয়ে মাঠে গিয়ে যখন দেখতে পেলাম সকলে একসাথে খেলাধুলায় মগ্ন তখন কিছু সময় খেলাধুলা করলাম তখন বেশ ভালই লাগলো। আলহামদুলিল্লাহ, আল্লাহতালা শারীরিকভাবে সুস্থ রেখেছেন।
যাইহোক অবশেষে গত ২-১ দিন যাবত ইন্টারনেট সংযোগ এসেছে যদিও খুব স্ল কাজ করছে। কিন্তু তাতেও মনে হয় না পুরোপুরিভাবে জীবন যাত্রার মান স্বাভাবিক হয়েছে কারণ আবারো ইন্টারনেট সংযোগ দুই তিন দিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে। যেহেতু আজকে বৃহস্পতিবার সরকারি অফিস গুলো বন্ধ হতে চলেছে শুক্রবার এবং শনিবারে দুদিন ছুটি রয়েছে। এখনও বিভিন্ন সিম কোম্পানির ইন্টারনেট সংযোগ হতে আরো তিন-চার দিন সময় লাগবে এবং সেই সাথে আজ রাতেই বিভিন্ন অজুহাতে বন্ধ হতে পারে বিভিন্ন এলাকার ব্রডব্যান্ড লাইনগুলো। মূলত বাইরের দেশের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য এবং সরকারের দোষগুলো ধামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশের জনগণের কাছে থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।
Post
Topic
Board Beginners & Help
Merits 3 from 1 user
Re: [Merit] Share your best posts/threads with Fillippone to be merit assessed
by
Imugen
on 01/07/2024, 12:21:55 UTC
⭐ Merited by fillippone (3)
Round

Re: Buy the DIP, and HODL!
Category: Reply
Board: Speculation

Re: BTC Sentiment Poll for June
Category: opinion
Board: Speculation


Re: Can you pay for car repairs with Bitcoin? Why not Smiley
Category: Opinion
Board: Bitcoin Discussion


Re: Bitcoin Has Never Been A Scam.
Category: Opinion
Board: Bitcoin Discussion

Re: Buy the DIP, and HODL!
Category: Best reply
Board: Speculation
@Popkon6 You have already made the seventh entry according to the rules of this thread. This is your seventh entry link : https://bitcointalk.org/index.php?topic=5412657.msg63440770#msg63440770

 However you have already made this your eighth entry post. I think you cannot make such mistakes as a senior member.  Hope @fillippone will look into the matter carefully.
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Imugen
on 16/06/2024, 18:01:56 UTC
আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ঈদ মোবারক! ঈদ মোবারক! বাংলা লোকালবোর্ডের সকল সদস্যদের ঈদুল আযহার শুভেচ্ছা। সকল মুসলিম জামানার সবচেয়ে আনন্দ দিনের মধ্যে একটি হচ্ছে পবিত্র ঈদুল আযহার দিন। আমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা হয়তো পশু কুরবানী করবে,তবে  আমাদের দেশের বেশিরভাগ মানুষের সামর্থ্য নেই  কুরবানী করবে। আমরা যারা কুরবানী করব তারা যদি যার যার অবস্থান থেকে গরিব অসহায় এবং আশেপাশের যারা কুরবানী করতে পারেনি তাদের মাঝে কুরবানীর গোশত বিলিয়ে ঈদের আনন্দটা যেন ভাগাভাগি করে নিতে পারি। আল্লাহতালা যেন সবাইকে সঠিকভাবে কুরবানী করার তৌফিক দান করুক এবং সবাইকে সুস্থতা প্রদান করুক। সবাইকে আবারও ঈদ মোবারক।
Post
Topic
Board Other languages/locations
Re: Pakistan
by
Imugen
on 16/06/2024, 16:53:48 UTC
Assalamu Alaikum. Hey my Pakistani brothers and sisters hope you all are well and Eid-ul-Azha to all. Eid Mubarak to all the people of Pakistan. May Allah Taala make everyone happy and bring peace to everyone's hearts on this special day. May Allah bless the rich and the poor to share happiness together. The country may have been partitioned due to war but I love Pakistan very much after my own country. Eid Mubarak to all once again.
Post
Topic
Board Reputation
Re: [Discussion] Bitcoin Pizza Day on Bitcointalk 🍕
by
Imugen
on 09/06/2024, 18:42:00 UTC
Wow! Today @LoyceV awarded merit prizes to the participants in the pizza contest. He distributed 678 merits among the contestants in just three minutes and 30 seconds. Many have merited multiple times here by luck.
I only Merited one post twice (accidentally). Scrolling, opening tabs and dealing with expired links that required me to reload the page probably caused this. Selecting this many posts to Merit took me a while.

Quote
have all been judged in such a short period of time or just continuous merit giving where many are left out!

I made my own selection. Some users are on my ignore list already, some deserved a bit more than 8 Merits, some pizzas I ignored on purpose. And some users I couldn't Merit, because I already sent them 50 in the past 30 days.

Why the interest in Merit in your first week here, instead of commenting on, say, the pizzas?
Don't get me wrong sir, I really didn't want to talk about merit here.  All the contestants here tried their best to make the pizza, I saw you giving merit among all the contestants yesterday.  Due to your continuous giving of merit many have dropped out. I mean people who didn't get merit here are not eligible to get merit at all. Or they have bad luck where they are mistakenly cancelled.
Those who are dropped from your list are no more likely to get merit from you.
Post
Topic
Board Reputation
Re: [Discussion] Bitcoin Pizza Day on Bitcointalk 🍕
by
Imugen
on 08/06/2024, 23:58:56 UTC
Wow!   Today @LoyceV awarded merit prizes to the participants in the pizza contest.  He distributed 678 merits among the contestants in just three minutes and 30 seconds.  Many have merited multiple times here by luck.  112 out of 125 people were nominated for voting in the main competition, have all been judged in such a short period of time or just continuous merit giving where many are left out!
 Also @ABCbits awarded 387 qualifying prizes to pizza contest entrants today.  You have also given merit to 131 people in a single way, although you have tried to give merit awards to all  people, many have received merit more than once. You may have accidentally left something out.


 ABCbits & LoyceV both awarded around 1065 merits today!  Those who participated in the competition may be very happy to get such merit.
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Imugen
on 08/06/2024, 14:41:17 UTC
ভাই, একটু আগে আমি যখন আমার প্রোফাইল চেক করতে, যখন আমার প্রোফাইলে প্রবেশ করি তখন আমি পুরোই অবাক হয়ে যাই. আমি দেখতে পাই আমি পুরো 109 মেরিটের সাথে Full Member হয়ে গিয়েছি.

টানা প্রায় দেড় বছরের কাছাকাছি সময় কাজ করার পর অবশেষে আমার র‍্যাঙ্কটি Full Member পদে সম্পন্ন হয়েছে. আমি এটি দেখে সত্যিই অনেক খুশি হয়েছি. খুশিতে প্রায় আমার চোখ দিয়ে অশ্রু বের হয়েছিল. আমি সত্যিই ফোরামের সকল মেম্বারদের প্রতি কৃতজ্ঞ থাকব, আপনাদের জন্যই এবং আপনাদের সহযোগিতায় আমার Rank টি Full Member এ পরিনিত হয়েছে.

আমি সত্যিই ফোরামের সকল ইউজারদের মন থেকে শ্রদ্ধা জানাই. ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য. আপনারা দোয়া করবেন আমার জন্য,, আমি যেন এভাবেই এগিয়ে যেতে পারি এবং আমার পরবর্তী রেঙ্কটি খুব শীঘ্রই অর্জন করতে সক্ষম হতে পারি. ধন্যবাদ.

https://www.talkimg.com/images/2024/06/08/cF87I.png
@Ricardo11 ভাই আপনাকে অভিনন্দন ফুল মেম্বার পদে রেঙ্ক  আপ হওয়ার জন্য। নিশ্চয়ই সে সময়টা খুব আনন্দের ছিল যখন আপনি দেখতে পেলেন যে আপনি ফুল মেম্বার পদে উন্নতি হয়েছে। আপনি আপনার যোগ্যতার দ্বারা কষ্ট করে এই লক্ষ্যে পৌঁছেছেন। আপনি অনেকদিন যাবত এই ফোরামে আছেন, আশা করছি সামনের দিনগুলোতে আপনি আরো এগিয়ে যাবেন। আপনি ফোরামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলেই আপনি রেঙ্কে উন্নতি লাভ করেছেন। আশা করছি সামনের দিনগুলোতে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারবো। আমি আশা করছি আপনি খুব দ্রুতই আপনার পরবর্তী রেঙ্ক আপে পৌঁছাতে পারবেন, আপনার জন্য আবারও শুভকামনা রইল।
Post
Topic
Board Gambling discussion
Re: T20 and T20I cricket prediction and discussion
by
Imugen
on 06/06/2024, 18:35:56 UTC
Pakistan is still looking comfortable out there. USA has lost Steven Taylor just now, and Andries Gous has come out to join Monank Patel at the crease. I am wondering why they haven't sent the last match hero Aaron Jones at no.3. Anyway, he is about to come next. Naseem Shah got the breakthrough, after Shaheen Shah Afridi and Mohammad Amir failed to pick any wickets. This is a must-win match for Pakistan. USA already has 2 points from their match against Canada. If they get two points from this match as well, then they have a good chance for qualifying to Super8.
The USA vs Pakistan game is in full swing with the US now needing 66 runs from 48 balls and nine more wickets in hand.   Monank Patel & Gous batting brilliantly for the second wicket.Pakistan bowled with their best four fast bowlers so far but Naseem Shah could only pick up Steven Taylor at the wicket.  If Pakistan can't come back with controlled bowling within three or four overs then USA will take control of the match.
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Imugen
on 05/06/2024, 10:01:19 UTC
যখন আমরা নতুন কোন কয়েনে বিনিয়োগ করতে চাই তখন ফোরামের অনেক সদস্যই কয়েন সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে ভবিষ্যতে কি হবে না হবে যাতে আমরা স্ক্যামের শিকার না হই। এই স্ক্যামের কথা শুনে সম্পত্তি সময়ে বাংলাদেশের একটি বিষয় নিউজ পেপার সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে তোলপাড় হচ্ছে। কথাটি বলছি আমি বেনজির আহমেদ যিনি বাংলাদেশের সাবেক জেনারেল পুলিশ ইন্সপেক্টর ছিলেন। তিনি তার ক্ষমতার দ্বারা দেশ থেকে এতটাই পরিমাণ লুটেছেন এবং দুদকের অনুসন্ধানের এখন পর্যন্ত যেসব তথ্য পেয়েছে তার মধ্যে তার ১০ টি জেলায় নিজের এবং পরিবারের নামে ২৩৮৫বিঘা জমি, ঢাকা সাত তলা দুইটা বাড়ি, বসুন্ধরায় ৫ টা ফ্লাট, পাঁচ  তারকা হোটেল সহ ১৯ টি প্রতিষ্ঠানের পারিবারের শেয়ারও রয়েছে। আরো সম্পদের খোঁজ করছেন দুদক। এরকম উচ্চ পদস্থ থেকে দেশের ভিতরে এত বড় একটি স্ক্যাম করেছে, তাকে কেন আগে থেকেই কেউ ধরতে পারিনি। মূলকথা হলো দেশের সরকারি কাজে নিয়োজিত বড় বড় পোস্টে যারা রয়েছেন তারাও কি তার মত ইনভল্ভ?বেনজিরের থেকেও অনেক বড় বড় বোয়াল মাছ রয়েছে যারা কি ধরা ছোঁয়ার বাইরে। বেনজির আহমেদর মত বড় বড় বোয়াল মাছেরা দেশ থেকে হাজার হাজার কোটি টাকার সম্পদ প্রতারণা করে অন্যত্র নিয়ে যাচ্ছে এবং বিন্দাস জীবন যাপন করছে।
আমার কথা হল আমাদের দেশে যখন ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলা হয়,  তখন সেটি বলার আগে বন্ধ করে দেওয়ার আওয়াজ উঠে আসে। এখন বেনজির আহমেদ দেশের সকল জনগণের সাথে প্রতারণা করে দেশ থেকে এত এত সম্পদ নিয়ে বাহিরের দেশে সপরিবার সহ পাড়ি জমালো তাদের সম্পদের হিসাব এবং দায়ভার কে নিবে। সকল বোয়াল মাছ যদি গভীর পানির নিচে চলে যায় তাহলে তাদের সাবমেরিন দিয়েও খুঁজে পাওয়া যাবে না।
সম্পদের বিবরণী তথ্যগুলো আমি একটি মাধ্যম থেকে পেয়েছি লিংকটি হলো  : 
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Imugen
on 04/06/2024, 18:36:27 UTC
কিছুদিন আগেই বাজারে নতুন একটি কয়েন এসেছে যার নাম NOTcoin. কয়টি বর্তমানে অনেক ভালো পাম্পিং এ রয়েছে. এটি গত সাত দিনে 275.3% বৃদ্ধি পেয়েছে. আমি কয়েনটি নিয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছি, ইউটিউবে অনেক অনেক ভিডিওতে বলা হয়েছে যে এটি $1 পর্যন্ত যেতে পারে. যদি এই কয়েনটি সত্যি $1 পর্যন্ত ওঠে, তাহলে আমরা এখন বিনিয়োগ করে ভবিষ্যতে অনেক ভালো লাভবান হতে পারব. আপনাদের কি মনে হয় এটি কি সত্যিই $1 পর্যন্ত উঠতে পারে?

আমি ভাবছি যে কয়েনটিতে কিছু বিনিয়োগ করব.. আপনারা কি কেউ এই কয়েনটিতে বিনিয়োগ করেছেন ?

যেসব ইউটিউবার বলে যে এই কয়েক ১ ডলারে যাবে, তাদের ধরে ধরে বিচিতে লাত্থি দেয়া দরকার। এই বলদেরা যখন যেটা পায় সেটা নিয়েই লেগে পড়ে। নটকয়েন এয়ারড্রপ আসার পর এখন টিকটকারের বাচ্চারা অব্দি ট্যাপ সোয়াপ নিয়ে বসে পড়ছে। এরা বলতেছে খালি ট্যাপ ট্যাপ করলেই টাকা আসবে। বলদের ঘরের বলদেরা। যাই হোক, ভেতরের রাগ আটকাইতে পারতেছিনা ভাই। সেদিন একটা ভিডিও দেখলাম বলতেছে শুধু ট্যাপ করলেই একাউন্টে টাকা জমতে থাকবে, তারপর আপনারা বিকাশে নগদে নিয়ে আসতে পারবেন। পরেরদিন আবার একই লোক বলতেছে এরা কোনো টাকা দিবে না।
ভাই আপনার যদি লাথি মারার জন্য শক্তপোক্ত জুতা লাগে তাহলে আমাকে বলিয়েন,  ঈদ মৌসুমকে সামনে রেখে আমি এক মাসের জন্য আমি আমার খালাতো ভাইয়ের জুতার দোকানে তাকে সাহায্য করছি। ভাই আপনি ঠিক বলেছেন শুধু টিকটকই নয় বিভিন্ন রিল ভিডিওতে নট কয়েন এবং ট্যাপ সোয়াপ নিয়ে ব্যাপক ভাইরাল হয়েছে। আমার এলাকার আশেপাশের আমার সমবয়সের বেশ কয়েকজন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ট্যাপ সোয়াপ সম্পর্কে ভিডিও দেখে আকৃষ্ট হয়েছিল এবং দুদিন কাজ করার পরে, তাদের সাথে দেখা হলে আমাকে বিষয়টি শেয়ার করে এবং আমাকেও কাজটি করার জন্য বলেছিল। আমি তাদের শুধু একটা কথাই বলেছিলাম যে এটি হয়তো স্ক্যাম করবে। তাদের মধ্যে থেকে একজন আমাকে বলেছিল, তুমি এত মহাজ্ঞানী না যে তোমার কথায় কান দিতে হবে। আমি কোন কথা বলিনি এবং তর্কেও জড়ায়নি , আমি মনে মনে তখন ভাবলাম সব ঝোঁকের বাঙালি।
Post
Topic
Board Bitcoin Discussion
Topic OP
Don't you think you should invest in Bitcoin instead of burning your money in ?
by
Imugen
on 03/06/2024, 10:08:38 UTC
The world is changing really fast. Nowadays school students starting from 9th-10th students to college level students are indulging in smoking to show themselves smart, nowadays it has increased a lot. When a student is addicted to smoking, he spends about one to one and a half dollars a day on buying cigarettes. A cost per month is $30 to $45, which if converted annually is $360 to $520. A student spends about $2,500-$3,700 on smoking over seven years. If we had saved this amount of money in any investment or for the future without spending it unnecessarily during our student life, then the path in life would have been very easy. The most difficult journey of a student's life begins in the years after graduation, when your savings or investments may come in handy.
 If a student invests in coins like bitcoin without burning $2500-3700$ in his education life and also while he is busy establishing himself, this amount of money will power the way. Many may say that bitcoin risk has little guarantee of future profits but smoking guarantees that you will die very soon. I want to say that since I took the risk, why am I not in Bitcoin!
  I have one regret because I have been through this cycle. I know and also know my community who is doing what how. I don't know if there are such members in this forum, but maybe there are many who have grown up or are in this cycle, to them I would like to tell them to quit smoking and start saving money and invest in Bitcoin and ensure a bright future.
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Imugen
on 02/06/2024, 02:48:43 UTC
আপনাকে স্বাগতম এবং অভিনন্দন। আমাদের এই লোকাল থ্রেডে। আশা করি আপনি  ফোরামের নিয়ম কানুন গুলো অলরেডি ভালোভাবে পড়েছেন আর যদি না পড়ে থাকেন তাহলে বলবো আমি এই সাতটি টপিক ভালো করে পড়ুন। আর অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি যখন এই  পোস্টগুলো  পড়বেন তখন আপনার মনের ভেতর যে বিষয়গুলো বুঝবেন না সেগুলো নিয়ে প্রশ্ন আসবে, আর সেটা অবশ্যই নির্দ্বিধায় আপনি এখানে জিজ্ঞাসা করতে পারবেন।
তারপর আপনি যদি ফোরামের মধ্যে এক্সপ্লোরেশন ক্ষমতা স্পিড আপ এবং বাড়াতে চান তাহলে আপনি আমার এই পোস্ট গুলো খেয়াল করতে পারেন,
- https://bitcointalk.org/index.php?topic=631891.msg62916610#msg62916610
@Crypto Library স্যার আপনাকে অনেক ধন্যবাদ, নতুন হিসেবে শেখার জন্য ফোরামে কি কি করতে হবে সেজন্য আপনি আমাকে বিভিন্ন পোস্ট টপিক শেয়ার করেছেন। আপনার উল্লেখিত পোস্টের টপিকগুলি আমি ইতিমধ্যে পড়েছি এবং পোস্টগুলো আমাকে আরোও বেশ কয়েকবার পড়তে হবে। আপনার দেওয়া লিংকের পোস্টগুলি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লেগেছে এবং আমি এখান থেকে বেশ কিছু অতিরিক্ত তথ্য পেয়েছি যা আমি এর আগে পাইনি। আপনার উল্লেখ করা টপিকের পোস্টগুলো পড়ার কারণে আমার অনেক বিষয়ে ধোঁয়াশা কেটে যাচ্ছে।
Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Imugen
on 31/05/2024, 20:10:30 UTC
⭐ Merited by Little Mouse (1)
আমি বিকয়েনটক ফোরামের একজন নতুন সদস্য, আমি একজন বাঙালি হিসেবে আমি আমার প্রথম পোস্টটি বাংলা লোকাল বোর্ডে করছি। যেহেতু এখানে আমার নিজের দেশের লোক রয়েছে আমার বিশ্বাস সবচেয়ে বেশি সহযোগিতা আমি এই বাংলা লোকাল বোর্ড থেকে পাবো। আমি এর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউব থেকে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জেনেছি কিন্তু আমি সে সমস্ত ওয়েবসাইটগুলোতে একই কয়েন সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মত শুনেছি সেজন্য আমি তাদের উপর আস্থা হারিয়েছি। অনেক খোঁজাখুজির পরে আমি ফোরামটির সন্ধান পেয়েছি, যদিও আমি এখানে একাউন্ট খুলেছি দুই মাসের অধিক সময় হয়েছে। প্রথম দিকে আমি কিছুই বুঝতে পারিনি কিভাবে কি করতে হয়, পরবর্তীতে আমি ফোরামের বিভিন্ন দিক নির্দেশনা ফলো করার পরে বিষয়গুলো ধীরে ধীরে বুঝতে পারি। যাইহোক আমি আমার নিজের ভাষায় নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পেরে আনন্দিত বোধ করছি।