Search content
Sort by

Showing 20 of 2,264 results by Review Master
Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: Caldera টোকেন ২ গুণ বৃদ্ধি পেতে পারে?
by
Review Master
on 20/07/2025, 18:14:13 UTC
⭐ Merited by Crypto Library (1)




কিছুদিন আগেই Caldera প্রোজেক্টটি তাদের নিজেস্ব ERA টোকেনটি launch করে এবং টোকেনটি ভালো ভালো এক্সচেঞ্জে লিস্ট হয়। এমনকি সকলের পছন্দের এক্সচেঞ্জ Binance এ লিস্ট হয় এবং Binance Alpha ব্যবহারকারিদেরকে ১৫০ ERA টোকেন এয়ারড্রপও দেয়। যারা ERA টোকেনের এয়ারড্রপ পেয়েছেন, তাদেরকে অভিনন্দন ও চাইলে কিছু টোকেন জমা রেখে দিতে পারেন।



Caldera প্রোজেক্টটির অনেক utility রয়েছে এবং এটির কম্পিটিটরের FDV এর সাথে তুলনা করে দেখা যায়, তাহলে ERA টোকেন এখনো ২ গুণ থেকে ৫ গুণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উদাহরণ হিসাবে LayerZero প্রোজেক্টটিকে নিতে পারেন এবং সেটির বর্তমান ও সবসময়ের সর্বোচ্চ মূল্যের দিকে নজর দিয়েন।
 
বিঃদ্রঃ আমি এখনো সম্পূর্ণ বিশ্লেষণ শেষ করি নাই, তবে আপনারা বিশ্লেষণ করে এন্ট্রি নিতে পারেন।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 19/07/2025, 17:54:56 UTC

সুপারম্যান ২০২৫ মুভিটাতে ইসরাইল কর্তৃক গাজাতে জেনোসাইডের বিষয় নিয়ে নির্মিত হয়েছে অথচ এই সুপারম্যান 2025 মুক্তি পাওয়ার পর পুরো ইসরাইল জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে।

রিলিজের পর থেকেই এমন নিউজ শুনতেছি, কিন্তু আসল বিষয়টা জানা ছিল নাহ। আর এই মুভিটা রিলিজের দিনই দেখার ইচ্ছা ছিল, তবে সময় নাহ পাওয়ায় দেখা আর হয় নাই। এই সপ্তাহে হয়তো দেখতে যাবো এবং এরপরে বিষয়টি হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবো।

গতকালকে মুভিটা দেখলাম এবং আসলেই মুভিটিতে বিষয়টি শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে।


আজকে দেখেন ইথেরিয়াম পই পই করে বৃদ্ধি পাচ্ছে মানে এলট সেশনের আভাস।

ইথেরীয়াম এমন পাম্প হচ্ছে ETF এর ক্রয়ের জন্য। খুব সম্ভবত ৩.৫ হাজারে পাম্প হবে।

অবশেষে ইথিরিয়ামের মূল্য ৩.৫ হাজারের উপরে চলে এসেছে। আর গত ৩ মাসে এটি ২.২ গুণ বৃদ্ধি পেয়েছে। সামনের দিনগুলোতে ইথিরিয়ামের ৩.২ থেকে ৩.৬ এর মধ্যে sideways movement দিবে, যদি বিটকয়েনের মূল্য হ্রাস নাহ পায়।

সামনের দিনগুলোতে ৪.৫ হাজার মূল্যে দেখতে পারি, কেননা ইথিরিয়ামের ETF Staking এর খবর শুনলাম গতকালকে কি তার আগের দিন। এটি হইলে তো, ইথিরিয়াম ক্রয়ের পরিমাণ ETF এর মাধ্যমে আরো বাড়বে। তার সাথে LST/LRT প্লাটফর্মগুলোর টোকেনও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি তারা বিভিন্ন ETF চালু করা কোম্পানিগুলোর সাথে পার্টনারশিপ করতে পারে।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 17/07/2025, 20:32:44 UTC
রিভুও মাস্টার, ভাই আপনার গ্রুপ প্রাইসই ঘুরে দেখি আমি বাট কিছু কিছু কথাবার্তা টেকনিকাল জিনিস, প্রজেক্ট কিভাবে কি মাথার উপর দিয়ে যায়!

যেখানে কোনো প্রশ্ন থাকবে, সাথে সাথে জিজ্ঞেস কইরেন। আমি কিংবা অন্যরা আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে।

চাইলে এখানেও প্রশ্ন করতে পারেন, আমি সময় নিয়ে উত্তর দিবো  Wink


সহজ ভাবে বলতে গেলে Kaito Yaps এ অনেক প্রজেক্ট বর্তমান এ এড আছে, আপনি আপনার পছন্দ মত প্রজেক্ট নিয়ে কাজবকিরতে পারেন। জয়েন - https://yaps.kaito.ai/

রেফার লিনক দেয়া যাবে কিনা জানি না, দেয়ার রুলস না থাকলে আমি রিমুভ করে দিব। যদিও রেফার এ কোনো বেনিফিট নাই৷
রেফারাল লিঙ্ক পোস্ট করলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে। আপনি দ্রুত পোস্ট থেকে সরিয়ে ফেলুন।

আমিও quote করার সময়ও রিপ্লাই দিলাম।  Wink



রিসেন্ট কয়েকটা প্রজেক্ট যেরকম রিওয়ার্ড দিয়েছে
Quote
1. $Loudio - $4k (Top 1k)
2. Skate Chain - $1k - $50 (Top 1k)
3. $HOME - $1K - $9K
4. $NEWT (Magic Newton) - $1.8k -$2k Average (Top 1k)

সাধারণত যাদের ১০ - ২০ হাজারের উপড়ে ফলোআর আছে এবং KOL, তারাই বেশিরভাগ সময় লিডারবোর্ডের ১০০ তে থাকে। তাই বলবো যে, প্রোজেক্ট বিশ্লেষণ করেই জয়েন কইরেন। নইলে KOL দের প্রতিযোগিতাই সুযোগে পাবেন নাহ।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 16/07/2025, 16:48:23 UTC
বর্তমানের narrative অনুযায়ী কিছু DePin প্রজেক্টের টেস্টনেটে চলতেছে, চাইলে ওসব প্রজেক্টে যোগদান করতে পারেন।

আমি বর্তমানে Kaito Yaps এর Info-Fi এয়ার ড্রপগুলো করার চেষ্টা করছি। এখানে অনেক ভালো রিওয়ার্ড দেয় । ইভেন টেস্টনেট থেকেও ভালো রিওয়ার্ড দিচ্ছে দেখলাম।  খুব কম সংখ্যক মানুষ কে রিওয়ার্ড দেয় ৫০০-১০০০ জন তাই রিওয়ার্ড এর আমাউন্ট টা অনেক ভালো। আরেকটা ভালো বিষয় হচ্ছে এখানে কাজ করার কোন লস এর নেই। রিওয়ার্ড না পেলেও টুইটার একাউন্টের গ্রো হয়। যেদিকটা আমার কাছে ভালো লেগেছে। আবার বিপরীত দিকে অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ডও হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত সময় আছে আমি একটু দেরি করে ফেলেছি আর একমাস আগে যদি জয়েন করতাম তাহলে মোটামুটি ভালো পেমেন্টটি পেতাম। ২ মাস হচ্ছে করছি খারাপ না ২৫০$ এর মত পেমেন্ট তুলে নিয়েছি ।

বিষয়টা আমিও জানি, কিন্তু আলসেমির জন্য কোনো প্রোজেক্টে অংশগ্রহণ করি নাই। আপনি সম্প্রতি কোন প্রোজেক্ট এয়ারড্রপ পাইছেন?

আরেকটা ভালো বিষয় হচ্ছে এখানে কাজ করার কোন লস এর নেই। রিওয়ার্ড না পেলেও টুইটার একাউন্টের গ্রো হয়। যেদিকটা আমার কাছে ভালো লেগেছে। আবার বিপরীত দিকে অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ডও হয়ে যাচ্ছে।

কিছুটা স্পামিং এর মত, কারণ প্রোজেক্ট নিয়ে প্রতিদিন পোস্ট করতে লাগে mindshare যেন নাহ কমে। আর যারা বেশি উত্তেজিত হইয়া যায়, তাদের অ্যাকাউন্টের সাথে অমন হইয়া থাকে।


আজকে দেখেন ইথেরিয়াম পই পই করে বৃদ্ধি পাচ্ছে মানে এলট সেশনের আভাস।

ইথেরীয়াম এমন পাম্প হচ্ছে ETF এর ক্রয়ের জন্য। খুব সম্ভবত ৩.৫ হাজারে পাম্প হবে।


এমনও হইতে পারে তার মেয়ে হয়তো একাউন্টের এক্সেস নিয়েছে তারা বাবার কাছ থেকে।  Grin কারণ তিনি যদি ফোরামে ফেরত আসতে চাইতেন, তাহলে অনেক আগেই চলে আসতেন। এটা শুধু আমার ধারণা, যদিও মেটা বোর্ডের আলোচনা এখনো পড়ে দেখি নাই।
প্রথমে তো laszlo এখনো মরে নাই তাই তার নিজেরই এই ফোরামে আসার বিষয়টা অস্বাভাবিক কিছু না।
আর দ্বিতীয়তঃ মানুষের মন ভাই  Kiss,  অনেক সময় তো মানুষ বিয়ের পরেও এক্স এর ইনবক্স চেক করে এই ক্ষেত্রে  এত বড় কাজ ঘটাইছে এই ফোরামে সো ফোরামে তার  আবার কাম ব্যাক করা অস্বাভাবিক কিছু না।  Roll Eyes

প্রথমত আমিও বলি নাই যে, laszlo মারা গেছেন  Grin

ওনার ফোরামে ফেরত আসার বিষয়টা স্বাভাবিক এবং সবাই ওটাই ভাবতেছে। তাই আমি out of the box কিছু একটা ভাবলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ উনি যখন পিঁজাটি অর্ডার করসেন, তখন তার মেয়ে ছোট ছিলেন এবং এখন ওনার মেয়ে বড় হইছেন।


আমি বলছি না একদম একই রকম করবে তবে যেহেতু ক্যালকুলেশন অনুযায়ী বেয়ার ট্র্যাপ এর ঘটনাটি আমরা দেখতে পেয়েছি মোটামুটি সেম  ওয়েতে গিয়েছে তাই আমি আশা করতেছি বিটকয়েন ১২০কে এর আশেপাশেই এর অলটাইম হাই প্রাইস সেট করে পুনরায় বেয়ার সিজনের দিকে যাবে।
১৫০কে আমার কাছে একটু বেশি বেশি মনে হয়।

আসলে এবারের মার্কেটের অবস্থা অন্যরকম, তাই বেয়ার ট্র্যাপ থাকলেও কয়েক মাস আগে বিটকয়েন যেমন ১১২ থেকে ১০০ এর নিছে গিয়ে পাম্প হইছে। তেমনটাই আমি বেক্তিগতভাবে আশা করতেছি, খুব সম্ভবত বিটকয়েন ১৩০ এ পাম্প হওয়ার পর বেয়ার ট্র্যাপে যাবে।
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 16/07/2025, 08:24:25 UTC
এখানের কেউ কি এখনো এয়ারড্রপ এর কাজ করেন নাকি?

ভাই এখন আর এয়ারড্রপে জয়েন করি না। আর কোন এয়ারড্রপ গুলোর কথা বলছেন৷ টেস্টনেট নাকী টেলিগ্রাম ভিত্তিক? আর আমি টেস্টনেট এয়ারড্রপে এখন পর্যন্ত অংশগ্রহণ করি নাই, ইচ্চা আছে কিন্তু শুনছিলাম এই গুলো নাকী দীর্ঘদিন চলে, তাই আপাতত অংশগ্রহণ করি না। আর এখন টেলিগ্রাম ভিত্তিক এয়ারড্রপ গুলোর বাজে অবস্থা সবই স্কাম, এইগুলোতে অংশগ্রহণ করা শুধু সময়ের অপচয়।

যাইহোক, ভাই যদি টেস্টনেট এয়ারড্রপ গুলোর মধ্যে আপনার জানামতে ভালো এয়াড্রপ থাকে তাহলে শেয়ার করতে পারে ইনশাআল্লাহ জয়েন হওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ভাই, অনেকদিন পর এক্টিভ হওয়ার জন্য।
টেলিগ্রাম ভিত্তিক এয়ারড্রপগুলো সম্প্রতি সময়ে কোনো ভালো পরিমাণে এয়ারড্রপ দিয়েছে বলে আমার মনে হয় নাহ, তো সেইসব এয়ারড্রপের তো প্রশ্নই আসে নাহ।  Grin

টেষ্টনেটি দীর্ঘদিন চলে এমন নাহ, কারণ রিওয়ার্ড পাইতে সময় লাগে। কেননা প্রজেক্টটি টেস্টনেট থেকে প্রথমে মেইননেটে যাবে, এরপর তাদের TVL বাড়াতে লাগে যেন ভালো পরিমাণে revenue করতে পারেন। আর যদি TVL ও revenue কম হয়, তাহলে এয়ারড্রপ পাওয়ার কোনো ঠিকঠিকানা থাকে নাহ। আর কিছু কিছু প্রজেক্ট Devnet প্রথমে চালু করে, তখন কিন্তু ৩টা ভাগে ভাগ হয় এবং সময় সবচেয়ে বেশি লাগে। যেমন: Devnet -> Testnet -> Mainnet

বর্তমানের narrative অনুযায়ী কিছু DePin প্রজেক্টের টেস্টনেটে চলতেছে, চাইলে ওসব প্রজেক্টে যোগদান করতে পারেন। আমি মার্কেট থেকে যেহেতু প্রায় ৩-৪মাস বাহিরে ছিলাম, তাই প্রজেক্টে নিয়ে বিশ্লেষণ করা হয়নি এবং কোনটা ভালো হবে, সঠিকভাবে বলতে পারবো নাহ। কিন্তু তেমন কোনো প্রজেক্ট যদি বিশ্লেষণ শেষে পেয়ে যাই, তাহলে BitByte Crypto তে পোষ্টের পাশাপাশি এখানেও আপনাদের শেয়ার করবো। Wink


মেটা বোর্ডে দেখি laszlo কে নিয়ে আলোচনা করা হচ্ছে, তার একাউন্ট দীর্ঘ ১১ বছর পর সক্রিয় হয়েছে।


এমনও হইতে পারে তার মেয়ে হয়তো একাউন্টের এক্সেস নিয়েছে তারা বাবার কাছ থেকে।  Grin কারণ তিনি যদি ফোরামে ফেরত আসতে চাইতেন, তাহলে অনেক আগেই চলে আসতেন। এটা শুধু আমার ধারণা, যদিও মেটা বোর্ডের আলোচনা এখনো পড়ে দেখি নাই।




সুপারম্যান ২০২৫ মুভিটাতে ইসরাইল কর্তৃক গাজাতে জেনোসাইডের বিষয় নিয়ে নির্মিত হয়েছে অথচ এই সুপারম্যান 2025 মুক্তি পাওয়ার পর পুরো ইসরাইল জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে।

রিলিজের পর থেকেই এমন নিউজ শুনতেছি, কিন্তু আসল বিষয়টা জানা ছিল নাহ। আর এই মুভিটা রিলিজের দিনই দেখার ইচ্ছা ছিল, তবে সময় নাহ পাওয়ায় দেখা আর হয় নাই। এই সপ্তাহে হয়তো দেখতে যাবো এবং এরপরে বিষয়টি হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবো।
Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 15/07/2025, 13:21:36 UTC
⭐ Merited by Xal0lex (1)
এখানের কেউ কি এখনো এয়ারড্রপ এর কাজ করেন নাকি?

আমি গত ৩ মাস যাবত এয়ারড্রপ এর কোন কাজ করি নাই, তাই যারা এয়ারড্রপের কাজ করসেন তাদের থেকে জানার ছিলঃ
০১) বিগত এয়ারড্রপের যতগুলো কাজ করেছেন, সেগুলোর মধ্যে কতগুলোতে eligilbe হইছেন?
০২) আগের মত কি ভালো পরিমাণে এয়ারড্রপ পাইছেন কি?
০৩) সব চেয়ে কত পাইছেন ?

বিঃদ্রঃ Kaito এর yapping প্রোগ্রাম থেকে রিওয়ার্ড বাদ দিয়ে বইলেন




আজকে আমাদের বাংলা কমিউনিটির স্বনামধন্য মডারেটরের @Xal0lex সাহেবের ৮ তম Anniversary।
হ্যাপি 8th Anniversary.
ফোরামে যোগদানের বলবো নাকি অন্যকিছু জানি নাহ, কিন্তু ৮তম বার্ষিকী উপলক্ষে Xal0lex কে শুভেচ্ছা জানাই |

আমারও সামনের সালে ৮ বছর হবে, কিন্তু আমি এখনো ফোরামে তেমন ভালো কিছু করতে পারলাম নাহ | দেখি সামনের দিনগুলোতে কি করা যায় |
Post
Topic
Board Other languages/locations
Re: জুন মাসের একটিভিটি ২০২৫
by
Review Master
on 14/07/2025, 17:04:37 UTC
7. Review Master [324]

সামনের ২-৩ মাসের মধ্যে আর মনে হয় নাহ , সেরা ১০ এ আর থাকবো  Grin


যাইহোক আশা করি , সবাই ভালো রয়েছে।

এখানের কেউ কি MacOs ব্যবহার করেন? আর ব্যবহার করলে, সেটিতে বাংলায় লেখার জন্য বিশেষ করে National (Jatiya) কিবোর্ড ফরম্যাট ব্যবহার করেন কেমন করে। Avro এর ম্যাক ভার্সনে জাতীয় লেআউটার কোনো অপশন পাইলাম নাহ এবং এখানে পোষ্ট করতে চাইলেও পোষ্ট করা হয়নি। আজকে pc চালু করেই এখানে অবশ্য পোষ্টটা করলাম।  Smiley
Post
Topic
Board Other languages/locations
Re: মে মাসের অ্যাক্টিভিটি ২০২৫
by
Review Master
on 02/06/2025, 17:35:29 UTC
7. Review Master [323]  

এমন আবনতি আশাও করি নাই  Grin

যাই হোক সবাই কেমন আছেন ?
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 07/03/2025, 20:39:57 UTC
যতক্ষণ না ETH বাড়ে ততক্ষণ অল্টকয়েন বাড়বে না। আগে ইথারকে পাম্প করতে হবে, তখন দেখবেন অল্টও পাম্প হওয়া শুরু করছে। এই কিছুদিন ধরে হয়তো খেয়াল করছেন, বিটকয়েন ৯০কে থেকে এক ধাক্কায় ৮০কে তে আসে আবার আস্তে আস্তে ঠেলতে ঠেলতে ৯০কে তে যায়। বাট ইথার ৩কে দিয়ে ২.২কে তে নামার পর থেকে ডিকলাইন খাইতেই আছে খাইতেই আছে, ১০০-২০০ ডলার পাম্প হয় আবার আগের পজিসনে। এজন্য মূলত অল্ট পাম্প হচ্ছে না। এটা জানেন কিনা জানিনা, ইথারের এমন খারাপ পারফরমেন্সের কারণে অনেকের পজিসন লিকুইডেট হয়ে গেছে (আমি সহ)।

বিষয়টা আসলে এমন নাহ, কারণ বিটকয়েন ব্যতীত সকল কয়েন/টোকেনটকেই অল্টকয়েন হিসাবে ধরা হয়। আর অল্টকয়েনের মূল্য হ্রাসের কারণ হইলো অনেক অল্টকয়েনের পেয়ার বিটকয়েনের সাথে রয়েছে। যেমন ETH/BTC, LTC/BTC ইত্যাদি।

আর এইকারণেই যখন বিটকয়েনের মূল্য হ্রাস পাওয়ার পর কিছু সময়ের জন্য বিটকয়েনে তেমন উর্ধ্বগতি দেখা যায় নাহ কিংবা বিটকয়েনের মূল্য হ্রাসের সাথে সাথে অল্টকয়েনগুলো হ্রাস পায়। কেননা ওই যে বিটকয়েনের সাথে পেয়ার রয়েছে, সেগুলোর মূল্যও কমে যায় এবং এটির সাথে একই মূল্যে রাখতেই সাধারণত বিভিন্ন অল্টকয়েনগুলোর মূল্য স্টাবেলকয়েনে কমতে থাকে। মার্কেট পাম্পের কিংবা বৃদ্ধির সময়ও ঠিক তেমনটিই হয়ে থাকে।

বি:দ্র: যদি কোনো অল্টকয়েনের বিটকয়েন ছাড়াও ইথিরিয়াম কিংবা অন্যান্য সেরা অল্টকয়েনের সাথে ট্রেডিং পেয়ার থাকে, তাহলে সেটির মূল্য অত্যাধিক হারে বৃদ্ধি/হ্রাস পেয়ে থাকে এবং সেসব অল্টকয়েনের স্টাবেলকয়েন ছাড়া অন্যান্য কয়েনে ট্রেডিং পেয়ার নেই, সেগুলো কিন্তু খুবই কম পরিমাণে হ্রাস/বৃদ্ধি পায়। যদি নাহ সেগুলো Future কিংবা Margin ট্রেডিং পেয়ার থেকে থাকে।


আপনারা জানেন কি নাহ জানি নাহ, কিন্তু ইথিরিয়ামের মূল্য তেমন বৃদ্ধি না হওয়ার জন্য কিন্তু Ethereum Foundation কে ক্রিপ্টো কমিউনিটি দ্বায়ী করে থাকে। কেননা যখনই মার্কেট বৃদ্ধি পেত, তখনই Ethereum Foundation তাদের ওয়ালেট থেকে ইথিরিয়াম বিক্রি করতো এবং এটি কমিউনিটি কখনোই ভালোভাবে নিতো নাহ। কারণ এমন খবরে কিন্তু মূল্য অনেক সময় হ্রাস পায়, কেননা অনেকে মার্কেটে FUD তৈরি করে এবং ইথিরিয়াম বনাম বাকি L1 Chain এর কমিউনিটির তো কথা দিয়ে মারামারি চলতেই থাকে।

যাইহোক বর্তমানে Ethereum Foundation এখন আর তেমন পরিমাণে এটি করে নাহ। বরং তারা কিছু সময় আগে একটি ভালো উদ্দ্যোগ নিয়েছে এবং সেটি হলো, তারা ইথিরিয়াম এভাবে বিক্রির থেকে সেগুলো বিভিন্ন Ethereum Ecosystem এর প্রজেক্টে ব্যবহরা করবে। যেন সেই প্রজেক্টগুলোকে TVL বৃদ্ধিতে সহযোগিতা করতে পারে এবং ফাউন্ডেশনেরও yield farming থেকে অতিরিক্ত অর্থ জমা হয়।
Post
Topic
Board Other languages/locations
Re: ফেব্রুয়ারি মাসের একটিভিটি ২০২৫
by
Review Master
on 04/03/2025, 18:45:30 UTC
6. Review Master [321]  

কি একটা অবস্থা, পুরো একমাস কোনো পোষ্ট করতে পারি নাই। যত চেষ্টাই করি নাহ কেনো, কোনো নাহ কোনো কাজে ব্যস্ত হয়ে যাই। web3 job নাহ করলে হয়তো এখানে আরো সময় দিতে পারতাম, কেননা ফেব্রুয়ারী মাসেই একটি বড় প্রজেক্টের rebranding হইলো এবং সেটি নিয়ে ব্যস্ত ছিলাম।

প্রতিদিন সকলের পোষ্টের নোটিফিকেশন পাই, ভাইবা রাখি যে, কাজ শেষ করে ঘুমাতে যাওয়ার আগে পোষ্ট করবো কিছু। কিন্তু পোষ্ট আর করা হয়ে উঠে নাহ। দেখি এইমাসে কি হয় এবং সকলের জন্য শুভকামনা রইলো।  Wink



যারা Mind Network এর এয়ারড্রপের জন্য ফার্মিং করেন নাই, তারা পোষ্টটি পড়ে যোগদান করুন: https://t.me/bitbytecrypto_ann/1464

আশা করা যায়, ভালো কিছু পাওয়া যাবে এটি থেকে, যদিও অনেক দেরিতে যোগদান করা হচ্ছে। তাই বেশি এয়ারড্রপ পাওয়ার আশা করিয়েন নাহ আবার।  Grin
Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 30/01/2025, 20:32:00 UTC
⭐ Merited by DYING_S0UL (1) ,Crypto Library (1)
অবশেষে আমার ফাইনাল পরীক্ষা শেষ এবং এখন আগের মতো ফোরামে এক্টিভ হতে পারবো। গত পোষ্টটি করার পর থেকেই সেমিষ্টার ফাইনালের জন্য ব্যস্ত ছিলাম , তাই এতদিন গায়েব হয়ে গিয়েছিলাম। আশা করি সকলে ভালো আছেন।  Smiley


বিভিন্ন এয়ারড্রপের হালনাগাদ


  • Plume Network Airdrop

আলহামদুলিল্লাহ আমি 750 $PLUME টোকেন এয়ারড্রপ হিসেবে পেয়েছিলাম টেস্টনেটের জন্য। যদিও আমাদের কমিউনিটির অনেকে ১০,০০০ এর মতো টোকেন পরবর্তীতে পেয়েছে ambassador প্রোগ্রাম থেকে শুধুমাত্র Plume Network নিয়ে পোষ্ট করায়। আমি যোগদান নাহ করায় সেটি পাইনি।

- বিস্তারিত এখানে পড়ুন: https://x.com/officialbitbyte/status/1881637202964430880

এখন এটির মূল্য নিয়ে কিছু কথা বলা যাক, প্রথমত যারা Plume Network এর mainnet এ টোকেন ক্রয় করার অপশনটি নিয়েছে, তারা ৬০% এর মতো বুষ্ট পেয়েছে এবং আমি এটি নিয়েছি। কারণ $PLUME টোকেনের মূল্য সামনে আরো বৃদ্ধি পাবে এবং ইতিমধ্যে এটি ৫০% বৃদ্ধি পেয়েছে। কেননা লিস্টিং এর সময় এটির মূল্য $০.১০ এর মতো ছিল এবং বর্তমানে এটি $০.১৬ মূল্যে ট্রেড হইতেছে। আগামী ৩ মাসের মধ্যে Plume network এর mainnet চালু হবে এবং এর মাঝে হয়তো এটির মূল্য আরো বৃদ্ধি পাবে। বাকি আপনারা নিজেরা বিশ্লেষণ করার পর বিনিয়োগও করতে পারেন।


  • Jupiter Jupuary 2025 Airdrop

যারা Solana ব্লকচেইন ব্যবহার করেন, তারা Jupiter ব্যবহার করে থাকবেনই। তাই যারা এটি ব্যবকার করে solana এর কোনো টোকেন যদি ট্রেড করে থাকে, তাহলে তারা Jupuary 2025 এয়ারড্রপের জন্য eligible হয়ে থাকবেন। আমি ৫০ এর মতো $JUP এয়ারড্রপ হিসেবে পেয়েছি, কারণ আমি solana চেইন তেমন একটা ব্যবহার করি নাহ।

- বিস্তারিত এখানে পড়ুন: https://x.com/officialbitbyte/status/1882114581524582508


  • Blast S2 Airdrop

যারা Blast চেইন ব্যবহার করতেছিলেন এবং Points+Gold ফার্মিং করতেছিলেন, তারা Blast S2 এয়ারড্রপ এখন ক্লেইম করতে পারেন।

- বিস্তারিত এখানে পড়ুন: https://x.com/officialbitbyte/status/1882835307479159154

সবচেয়ে জঘন্য মার্কা চেইন বলা যায় এবং TVL অনেক কমে গিয়েছে S1 এয়ারড্রপের পর  Grin যদিও আমি এটি তেমন ফার্মিং করি নাই। কিন্তু Blast চেইনের কিছু কিছূ প্রজেক্ট ভালোই আছে, কিন্তু সেগুলো হয়তো কিছুদিন পর Base কিংবা Arbitrum চেইনে চলে যাবে। কারণ ব্যবহারকারীর সংখ্যা কম এবং তেমন একটি হাইপ নেই। সেই তুলনায় Base কিংবা Arbitrum চেইনে ভালোই হাইপ কিংবা কমিউনিটি সাপোর্ট রয়েছে যেকোনো ধরনের প্রজেক্টের জন্য।


  • Taker Protocol $TAKER Airdrop Tutorial

Taker Protocol ইতিমধ্যে $৩ মিলিয়নের মতো seed funding করেছে এবং তাদের mainnet চালু হয়েছে। আর এদের একটি Lite Mining ক্যাম্পেইন চলতেছে এবং সেটি শুধুমাত্র ২৪ ঘণ্টা পর পর চালু করলেই ২৪,০০০ পয়েন্ট পাবেন। আর এই পয়েন্টগুলো এয়ারড্রপের জন্য কাজে লাগবে।


- বিস্তারিত এখানে পড়ুন: https://x.com/officialbitbyte/status/1883863944433209444

তেমন কোনো কাজ নেই এবং শুধুমাত্র ২৪ ঘণ্টা পর পর একটি mainnet এ ট্রান্সজেকশন করে নোড চালু করলেই হয়। তাই এটি কেউ মিস কইরেন নাহ এবং আপনারা পুরো টিউটরিয়ালটি আমার টুইটার পোষ্টে পেয়ে যাবে। যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সেখানে কিংবা এখানে জানায়েন আমি উত্তর দিয়ে দিবোনি।


  • LayerEdge $LE Airdrop Tutorial

LayerEdge যদিও Pre-seed funding পেয়েছে ভালো ভালো vc থেকে, কিন্তু তারা এখনো এটির পরিমাণ সাধারণ জনগণের জন্য বলে নাই। তবে আশা করা যায় $৫ মিলিয়ন কিংবা এর বেশিই ফান্ডিং পেয়েছে। কেননা যেসকল vc এর নাম দেখতেছি, এরা যেসব প্রজেক্টেরই ফান্ডিং করেছ সেগুলো হয় $৫ মিলিয়ন কিংবা এর বেশিই ফান্ডিং করেছিলো। এখন আসা যাক এটির কাজ নিয়ে, taker protocol এর মতো এটিরও তেমন কোনো কাজ নেই। শুধুমাত্র নোড চালু করবেন এবং EDGE Points সংগ্রহ করবেন।


- বিস্তারিত এখানে পড়ুন: https://x.com/officialbitbyte/status/1884254323343028484

বি:দ্র: আগে শুধুমাত্র নোড চালু করার পর ওয়েবসাইট বন্ধ করলেও পয়েন্ট ফার্মিং হইতো, কিন্ত বর্তমানে তারা নতুন একটি নিয়ম এনেছে যে সর্বনিম্ন ৫০ ঘণ্টার uptime লাগবে, নইলে রেফার বেশি করা যাবে নাহ। তাই এখন ব্রাউজারে ওদের ওয়েবসাইটটি চালু রাখতে হবে, নইলে তেমন পয়েন্ট বাড়বে নাহ। তাই যারা এটি ফার্মিং করতে চাচ্ছেন, তারা ব্রাউজারের একটি tab আলাদা করে ওয়েবসাইট চালু রেখে সেটি minimize করে রেখে দিয়েন। এতে পয়েন্ট ফার্মিংও করা হবে এবং অন্যান্য কাজও করতে পারবেন আপনাদের ব্রাউজারে কিংবা ল্যাপটপ/মোবাইলে।



পূর্ববর্তী পোষ্টের রিপ্লাই

@Review Master, ভাই আমার আগের টেলিগ্রাম ব্যান হওয়ার পর আপনার টেলিগ্রাম হারিয়ে ফেলেছি।

আমার টেলিগ্রাম প্রোফাইল তো আমার BitByte গ্রুপেই পেয়ে যেতে, যাইহোক এখান আবারও দিয়ে দিলাম: https://t.me/SonofSultan


$TRUMP আর $MELANIA কিনেছিলেন নাকি কেউ? Roll Eyes

আমি সকালবেলা দেখেছিলাম যে, ট্রাম্প নিজেই এটি চালু করেছে এবং তখন মূল্য ছিল $১৬ এর কম। কিন্তু ব্যস্ততার জন্য আর ক্রয় করা হয়নি। কিন্তু যারা বাইন্যান্সের লিস্টিং এর ক্রয় করেছে, তাদের বেশির ভাগই মারা খেয়েছে। আর $MELANIA ক্রয়ও করি নাই, কারণ তেমন হাইপ হবে নাহ জানতাম এবং সকলে ট্রাম্পের পরিবারের সদস্যকে নিয়ে ইতিমধ্যে meme তৈরি করতেচিলো যে এবং $MELANIA এর ঘোষণায় সকলে বুঝে গিয়েছিলো যে, ট্রাম্প পরিবারের অন্যান্য সদস্যরাও হয়তো মিমকয়েন চালু করবে। আর সেটিই হয়েছিলো।

যাইহোক এমন মিমকয়েনের প্রথমটাই শুধু ভালো করে এবং আগের মতো এখনো বলবো, যখনই দেখবেন যে বাইন্যান্স কোনো নতুন মিমকয়েনকে লিস্ট করতেছে । তাহলেই ধরে নিবেন যে, এটি লিস্ট করার মূল কারণ হলো তার ট্রেডিং ভলিউমের মার্কেট শেয়ার চায়, কেননা সকলে ব্লকচেইন কিংবা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ব্যবহার করতে জানে নাহ এবং সেন্ট্রালাইজ এক্সচেঞ্জই ব্যবহার করতে চায় যেকোনো টোকেন/কয়েন ট্রেড করার জন্য।  Grin



যদি Bitcoin Strategic Reserve (SBR) এর প্রস্তাবটি ইমপ্লিমেন্ট হয় তাহলে সামনে ম্যাসিভ মার্কেট পাম্প এক্সপেক্ট করা যায়। কারন তখন হিউজ সাপ্লাই এন্ড ডিমান্ড বাড়বে। অনেক জায়গায় দেখলাম কেউ কেউ বলতেছে SBR ইমপ্লিমেন্ট হলে বিটিসি প্রাইজ 500k পর্যন্ত যেতে পারে।

যেমনটা আপনি ভাবতেছেন, তেমনটা হওয়ার সম্ভাবনা কম সময়ের মধ্যে নেই। আমি কিন্তু বিটকয়েনের মূল্য বৃদ্ধির কথা বলতেছি। উদাহরণ হিসেবে আপনি ETF এর বিষয়টাই দেখেন। অনেকে এই একই কথা বলতো যে, ETF চালু হইলে বিকয়েনের মূল্য সেই বৃদ্ধি পাবে, কিন্তু সেটা হয়নি ( ট্রাম্পের নির্বাচন জেতার কারণে অবশ্য বিটকয়েনের মূল্য পেয়েছে , কেননা সকলেই সেটি FOMO করা শুরু করেছিল) । বরং এখন মার্কেট এখন আরো বেশি volatile হয়ে গিয়েছে এবং যেকোনো সময় মার্কেট ডাম্প করতেছে যখন ট্রেডাররা দেখতেছে যে ETF Outflow বেশি কেননা অনেকে বিটকয়েন ETF এর মাধ্যমে বিক্রি করতেছে।

আর রিজার্ভের বিষয়টা এমন যে, তারা এ্কটি নির্দিষ্ট সাল পর্যন্ত সময় নিবে বিটকয়েন অল্প অল্প করে ক্রয় করার জন্য এবং এতে দীর্য় সময় লাগবে। তাই দীর্ঘ মেয়াদে বিটকয়েনের মূল্য $৫০০,০০০ যেতে পারে আর এটি আমরা সকলেই জানি। তবে Bitcoin Strategic Reserve প্রস্তাবিত হলেই যে বৃদ্ধি পাবে কম সময়ের মধ্যে কিংবা এই বুল মার্কেটের সেটার সম্ভাবনা কমই আমার মতে।


নিউবি থেকে যাত্রা শুরু।  Grin

সিগনেচার ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয়?
আর পোস্টগুলো কি যেকোনো থ্রেডে দিলেই হবে?
পোস্ট গুলোর ধরন কি ওই প্রজেক্ট সম্পর্কে হওয়া লাগবে ?

আসলে সিগনেচার ক্যাম্পেইন দেখে এখানে আমার কাজ করার ইচ্ছা জেগেছে , হয়তো 30 অ্যাক্টিভিটি হওয়ার পরে আমার  র‍্যাংক  জুনিয়র মেম্বারের চলে যাবে এরপর থেকে আমি সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারব এর জন্য আমার প্রশ্ন গুলো করা Smiley


অভিনন্দন ভাই। এগিয়ে যান এভাবেই এবং বাংলা লোকাল থ্রেডকে তথ্যবহুল করে তুলুন। আপনার আগামীর সফলতার জন্য শুভকামনা রঈলো।  Wink
Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 20/01/2025, 21:58:05 UTC
⭐ Merited by DYING_S0UL (1)
গত কিছুদিন পড়ালেখার চাপে অনলাইনে তেমন আসা হয়নি, আশা করি সকলে ভালো আছেন। অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার বাকি রয়েছে, যেগুলো এই কয়েকদিন এখানে পোষ্ট করতে পারিনি।  Grin



১ম entry মূল্য: $৪.৫২ কিংবা এর কমে
২য় entry মূল্য: $৪.১২৩ কিংবা এর থেকে কমে

বাকি নিজেরা এখন বিশ্লেষণ করে ট্রেড করতে পারেন। আর আমি এটি hyperliquid এ ট্রেড করতেছি, তাদের ২য় এয়ারড্রপের জন্য এবং কেউ যদি আমার রেফারাল ব্যবহার করতে চান, সেটি এই টুইটে পেয়ে যাবেন: https://x.com/0xSultan_/status/1876282542992822350

এখন আসি আগের শেয়ার করা ZRO ট্রেডিং এর কিছু হালনাগাদ নিয়ে:

০১) ZRO টোকেনটি কিছুদিন আগের ডাম্পের সময় সর্বনিম্ন $3.97 এ চলে গিয়েছিলো
০২) যারা মাত্র 5x leverage নিয়ে ট্রেড নিয়েছিলেন, তাদেরকে অভিনন্দন
০৩) টোকেনটি পরবর্তীতে $5.15 পর্যন্ত পাম্প করেছিলো এবং যারা ট্রেডটি close করেছিলেন, তারা প্রায় ১০০% লাভ কিংবা ২গুণ লাভ করেছেন। আর যারা আমার মতো তারা close করেন নাই, তারা হয়তো এখন লাভে নেই।
০৪) গত কিছুদিন টোকেনটি $৪.০০ এবং $৫.০০ এর মধ্যে পাম্প-ডাম্প করতেছিলো, কারণ মার্কেটই পাম্প-ডাম্প করতেছিলো।
০৫) যেহেতু Trump এখন আনুষ্ঠানিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করেছেন, তাহলে সামনের দিনগুলোতে মার্কেট আরো বৃদ্ধি পাবে। চাইলে আপানারা $4.00 এর কমে LONG অর্ডার নিতে পারেন।



→ Plume Network এর টেস্টনেট নিয়ে পোস্ট করার ইচ্ছা ছিল, কিন্তু টিম তার আগেই টেস্টনেট সমাপ্ত করে। যাইহোক বিস্তারিত পোস্ট নাহ করলেও টেলিগ্রামে আমি সবাইকে এটির টেস্টনেটে অংশগ্রহণ করতে বলেছিলাম। এটির কিছু নতুন টাস্ক এসেছে, যেগুলো সম্পন্ন করলে ১০,০০০ miles পাওয়া যাবে এবং game night এ অংশগ্রহণ করে $১৫০ এর পুরস্কার জিতার সুযোগ।

বিস্তারিত এই টুইটে পাবেন : https://x.com/officialbitbyte/status/1853075089216180288

বিশেষ দ্রষ্টব্য: পূর্ববর্তী আপডেটের টুইটগুলো কোট ( quote ) করা হয়েছে, চাইলে সেগুলো দেখে আগের টাস্কগুলো সম্পন্ন করতে পারেন।

যারা Plume Network এর টেস্টনেট করেছেন, তারা S1 Airdrop এর জন্য রেজিস্ট্রেশন করতে ভুলবেন নাহ। অবশ্যই ১৮ই জানুয়ারির বাংলাদেশ সময় রাত ১১টার আগেই সেটি করবেন, নইলে টেস্টনেট করার পরও এয়ারড্রপ পাবেন নাহ।



বিস্তারিত এই টুইটে পাবেন : https://x.com/officialbitbyte/status/1879223676509544785

যারা Plume Network টেস্টনেট করেছেন এবং সময়মতো রেজিস্ট্রেশন করেছেন, তারা কালকের জন্য তৈরি হোন। কেননা আগামীকালকে ( ২১ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ৩টার সময় $PLUME টোকেনটি বিভিন্ন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্ট হবে। এক্সচেঞ্জগুলো হলো:





নিচের দুইটি প্রজেক্টের এয়ারড্রপ চেকিং কিংবা claiming চালু হয়েছে। আমি নিজে যদিও এই দুইটা করি নাই, আপনাদের কেউ যদি করে থাকে, তাহলে দেখে নিয়ে যে এয়ারড্রপ পেয়েছেন কি নাহ।

- Nillion: https://x.com/nillionnetwork/status/1881327695260463436
- Analog: https://x.com/OneAnalog/status/1881059103084322988




২০২৪ সালে শেষের দিকে বিটকয়েনের দাম ১০০k অতিক্রম করে রেকর্ড করেছিলো, কিন্তু ২০২৫ সালের শুরুতে বিটকয়েনের দাম কমতে শুরু করেছিলো। অনেকেই ভেবেছিলেন বিটকয়েনের দাম আরও কমে যেতে পারে। কিন্তু আজকে বিটকয়েন তার পুর্বের ATH ভেঙ্গে নতুন ATH গড়েছে। ২০২৪ সালের শেষের দিকে সর্বোচ্চ মুল্যে ছিলো $108k। আজকে পুরনো রেকর্ড ভেঙ্গেছে আজকে বিটকয়েনের দাম $109k প্লাস হয়েছে।

ট্রাম্প আজকে ক্ষমতায় আসার সাথে সাথে ক্রিপ্টো কমিউনিটি খুবই খুশি কেননা ট্রাম্প এখন ক্রিপ্টো নিয়ে পজিটিভ এবং সকলেই আশা করতেছে, ট্রাম্পের এই নতুন শাসন আমলে ক্রিপ্টোর ভালো কিছু হবে। আর গত পাম্পগুলোকে ট্রাম্প নিজে "The Trump Effect" বলে উল্লেখ করেছেন, কেননা নির্বাচন জেতার পর থেকেই ক্রিপ্টোসহ অন্যান্য মার্কেটগুলো নতুন রেকর্ড তৈরি করেছে। যাইহোক আশা করা যায়, সামনের সপ্তাহগুলোতে আমরা ভালো কোনো খবর পাবো ক্রিপ্টো নিয়ে এবং মার্কটেও পাম্প করবে। কিন্তু অল্টকয়েনের পাম্প দেরিতে হবে হয়তো আমার যতটুকু মনে হয়।

Pnut আমারে দিছে ঢুকাইয়া আইককা বাঁশ। এই বছরে ২০২৫ এ আপাতত আমার পোর্টফোলিওতে লালবাতি জ্বলে থাকবে মনে হচ্ছে। আমি যে দামে বিনিয়োগ করেছি খুব সম্ভবত আর সেই দামে পৌঁছাতে পারবে না অথবা পৌঁছাতে পারলেও আমার ধৈর্য্যে কুলাবে না।



আমি বিনিয়োগ করার পর টানা পঞ্চমবারের মতো সেরা লুজারে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন ট্রফিতে এর চেয়ে ভালো কোন এলটকয়েন পারফরম্যান্স করতে পারে না।

আপনাকে শুধু এটিই বলবো যে, বাইন্যান্স কিংবা অন্যান্য যেকোনো এক্সচেঞ্জগুলো memecoin লিস্ট শুধুমাত্র তখনই করে, যখন তাদের ট্রেডিং ভলিউম দরকার হয়। আর এমন memecoin এ বিনিয়োগ নাহ করাই ভালো, যদি নাহ কোনো ধরনের ট্রেন্ড কিংবা হাইপ থাকে, অথবা coinbase এর মতো এক্সচেঞ্জে এখনো লিস্টিং এর সম্ভাবনা থাকে। PNUT কিন্তু কিছুদিন আগে coinbase এ লিস্টিং হয়ে গেছে এবং এটি হয়তো পাম্প করতো , কিন্ত Trump তার নিজের নামের memecoin চালু করে পুরো হাইপটা টেনে নিয়েছে। এইকারণে অন্যান্য memecoin তেমন একটি বৃদ্ধি পায় নি।

আর একটি বিষয় লক্ষ্য করবেন, Binance কিংবা অন্যান্য সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলো কিন্তু ট্রেডিং ভলিউমের শেয়ার নেওয়ার জন্য Trump কয়েন কিন্তু খুব তাড়াতাড়ি লিস্ট করেছিলো। কারণ যত বেশি তারা ট্রেডিং ভলিউমের শেয়ার নিতে পারবে, তাদের তত বেশি লাভ হবে ট্রেডিং ফি থেকে। আর আপনি চাইলে PNUT এ লসটা মেনে নিয়ে বাকি যতটুকু অর্থ রয়েছে, সেগুলো দিয়ে লসটা পুশিয়ে নিতে পারেন। বাকি দেখেন কি করবেন, কিন্তু আমার মতে memecoin থেকে দূরে থাকা, যদি নাহ সেটি নতুন পর্যায়ের হয়ে থাকে। মানে এখনো মার্কেটক্যাপ খুবই কম এবং বিভিন্ন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে এখনো লিস্টি বাকি রয়েছে।

আমি 0.61 করে 1200 এক্সআরপি কিনে Exodus ওয়ালেটে হোল্ডিং করে রেখেছিলাম কিন্তু বৌয়ের গহনা বানানোর জন্য বিক্রি করে দিয়েছিলাম যদি ভুলেও রেখে দিতাম তাহলে আজ ছয় গুণ বেশি প্রফিট পেতাম। আসলে যেটা ভাগ্যে নেই সেটা কখনোই আমার ভাগ্য আল্লাহপাক লিখে রাখেননি।

এমন অনেকের সাথেই হয়েছে হোক সেটা XRP কিংবা অন্য অল্টকয়েন। যাইহোক ট্রাম্পের কারণে হয়তো XRP আরো বৃদ্ধি পেতে পারে এবং ক্রিপ্টো কমিউনিটি আবারও memecoin ট্রেন্ডের আশা করেতেছে XRPL চেইনে । আর সেট যদি সম্ভব হয়, তাহলে আবারও XRP এর মূল্য বৃদ্ধি পেতে পারে। বাকি অন্যান্যরা নিজেদের বিশ্লেষণ শেষে বিনিয়োগ করতে পারে।

]
আমি তো ভাই মনে করি যে ইনভেস্টমেন্ট শুধুমাত্র বিটকয়েনেই করা উচিত যদি আমাদের ট্রেডিং এনালাইসিস নলেজকম থাকে।

শুধুমাত্র ট্রেডিং এনালাইসিসের জ্ঞান থাকলেই যে, আপনি ভালো কিছু করতে পারবেন এমনও নাহ ভাই। অনেক সময় TA জানার পরও ক্ষতি হয়, কারণ মার্কেটে কোনো FUD কিংবা অন্য খবরের কারণে আপনার TA তখন কাজে লাগবে নাহ। তাই আমার মতে, সকলে উচিত বিভিন্ন ট্রেন্ড নিয়ে জানা এবং হালকা পাতলা TA জানার, তাহলেই অল্টকয়েন থেকে লাভ করা সম্ভব এবং বিটকয়েনের পাশাপাশি অন্যগূলোতেও বিনিয়োগ করতে পারবেন।

আমাদের সবাই এমনকি আমিও একটি সাধারণ ভুল করে থাকি আর সেটি হলো যে, যেটিতেই বিনিয়োগ করি নাহ কেন, যতক্ষণ আমাদের টার্গেট পূরণ না হবে ততক্ষণ বিক্রি করি নাহ। আর এই কারণেই আমারদের ক্ষতির পরিমাণ বেশি হয়, কেননা অনেক অল্টকয়েন দেখা যায় ৬০% কিংবা ৮০% টার্গেটে পৌছানোর পরই ডাম্প শুরু করে। এইজন্য কমিউনিটিতে একটি কথা ভালোই পরিমাণে বলা হয়ে থাকে যে,

Don't get married to your trade/coin/investment  Grin


আজকের মতোই এইটুকুই, আশা করতেছি আগামী কিছুদিনের মধ্যে এয়ারড্রপ নিয়ে কিছু প্রজেক্ট আপনাদের জন্য শেয়ার করবো।  Wink
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 14/01/2025, 18:44:32 UTC
→ Plume Network এর টেস্টনেট নিয়ে পোস্ট করার ইচ্ছা ছিল, কিন্তু টিম তার আগেই টেস্টনেট সমাপ্ত করে। যাইহোক বিস্তারিত পোস্ট নাহ করলেও টেলিগ্রামে আমি সবাইকে এটির টেস্টনেটে অংশগ্রহণ করতে বলেছিলাম। এটির কিছু নতুন টাস্ক এসেছে, যেগুলো সম্পন্ন করলে ১০,০০০ miles পাওয়া যাবে এবং game night এ অংশগ্রহণ করে $১৫০ এর পুরস্কার জিতার সুযোগ।

বিস্তারিত এই টুইটে পাবেন : https://x.com/officialbitbyte/status/1853075089216180288

বিশেষ দ্রষ্টব্য: পূর্ববর্তী আপডেটের টুইটগুলো কোট ( quote ) করা হয়েছে, চাইলে সেগুলো দেখে আগের টাস্কগুলো সম্পন্ন করতে পারেন।

যারা Plume Network এর টেস্টনেট করেছেন, তারা S1 Airdrop এর জন্য রেজিস্ট্রেশন করতে ভুলবেন নাহ। অবশ্যই ১৮ই জানুয়ারির বাংলাদেশ সময় রাত ১১টার আগেই সেটি করবেন, নইলে টেস্টনেট করার পরও এয়ারড্রপ পাবেন নাহ।



বিস্তারিত এই টুইটে পাবেন : https://x.com/officialbitbyte/status/1879223676509544785


Soneium mainnet আজকে চালু হয়েছে এবং সাধারণ কোনো প্রজেক্টের মেইননেট যখনই চালু হয়, সেগুলো যারা শুরু দিকে ব্যবহার করে তাদের জন্য প্রজেক্ট কখনো কখনো বিভিন্ন রিওয়ার্ড দিয়ে থাকে। কিংবা কোনো NFT প্রজেক্ট তাদের জন্য ফ্রিতে এয়ারড্রপ অথবা whitelist দিয়ে থাকে। তাই এটি ব্যবহার করতে পারেন, কারণ এখনো মাত্র ২৪ হাজার ওয়ালেট সংখ্যা। মানে এখনো এই চেইনটিতে ব্যবহারকারীর সংখ্যা তেমন বৃদ্ধি পায়নি।



Gas.zip এটি ব্যবহার করে সর্বনিম্ন $২ সমপরিমাণ ETH ব্রিজ করুন কিংবা চাইলে সর্বোচ্চ $৫০ ব্রিজ করতে পারবেন এবং এটিতে অন্যান্য ব্রিজের মতো তেমন কোনো অতিরিক্ত ফি নেই।
kyo.finance এটি ব্যবহার করে আপনার ETH কে অন্যান্য টোকেনে কিংবা কয়েনে সোয়াপ করুন। বেশি অর্থ ব্রিজ করে থাকলে LP farming ও করতে পারেন।

Degen দের জন্য একটি বিষয়, এখন কিন্তু soneium চেইনে memecoin এর হাইপ দেখা যাবে। কারণ যখনই কোনো নতুন মেইননেট চালু হয়, তখনই সেই চেইনে মিমকয়েনের হাইপ হয়ে থাকে। তো আপনার বিশ্লেষণ করে মিমকয়েনের হাইপ থেকে বিনিয়োগের মাধ্যমে লাভ অথবা ক্ষতি দুইটাই করতে পারেন।  Grin


Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 13/01/2025, 20:40:14 UTC
⭐ Merited by Crypto Library (2)
আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তায়ালার রহমতে যা পাই সেটাই যথেষ্ট। কিন্তু এখনো মিলিয়ন ডলার ইনকাম করা বাকি রয়েছে এবং দেখি এই বছর সেট সম্ভব হয় কি নাহ।  Grin

মাশাআল্লাহ। আশা করি আপনার গোল আপনি কমপ্লিট করতে পারবেন।
তবে ভাই একটা পার্সোনাল কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে আপনার আর্নিং এর বেশিরভাগ অংশ কি শুধুমাত্র ইয়ার ড্রপ বা এই ধরনের ইভেন্টগুলো নাকি এখানে ট্রেডিং এরও একটা বড় অংশ অন্তর্ভুক্ত রয়েছে?

আমার ইনকাম আসে মূলত বিভিন্ন প্রজেক্টের জন্য মডারেটরের কাজ এবং মার্কেটিং নিয়ে advising করার মাধ্যমে। এটি নাহ থাকলে আমিও হয়তো এখানে সিগনেচার করতাম কিংবা ট্রেডিং করতাম। আর আমি প্রতিদিন ট্রেড করি নাহ, কারণ যখনই আমি ট্রেড করতে যাই ইমোশনাল হয়ে সিদ্বান্ত নেই। ফলস্বরূপ আমি ক্ষতির মধ্যে পড়ে যাই। যেমন গতদিনেই ZRO তে LONG ট্রেড নিয়েছি , আর আজকে মার্কেট ডাম্প করে বারোটা বাজায় দিছে। আমি এখন -$২০০ ক্ষতিতে রয়েছি। দেখা যাক কি হয়, তবে এই সপ্তাহটা কোনোভাবে liquidate নাহ হইলে পরের সপ্তাহে মার্কেট পাম্প করবে এবং আশা করি ২গুণ লাভ তুলতে পারবো। আর যদি মার্কেট আরো ডাম্প করে, তাহলে liquidation এবং $৬০০+ ক্ষতি হবে।

আমি মাসিক যেটা পেমেন্ট পাই, সেটি দিয়ে মূলত এয়ারড্রপ প্রজেক্টগুলো ব্যবহার করে থাকি। এভাবে বছরের দেখা যায়, ভালো ২-৩টা প্রজেক্টের এয়ারড্রপ পাইলেই হয়ে যায়। যদিও বিভিন্ন প্রজেক্টের তথ্য আগেই পেয়ে যাই, কিন্তু অলসতার কারণে সব এয়ারড্রপ করা হয় নাহ। কিংবা সবার সাথে শেয়ারও করা হয় নাহ। এই বছর দেখা যাক কি করা যায়, কারণ অনেক ভালো ভালো প্রজেক্ট হয়তো Q1 কিংবা Q2 তে বড় পরিমাণে এয়ারড্রপ দিবে।


Quote from: Crypto Library
আসলে ক্যারিয়ার নিয়ে দ্বিধা দ্বন্দ্বে রয়েছি, এই ক্রিপ্ট জগতে আসলে কোন জায়গাটায় ধরলে ক্যারিয়ারের জন্য সবচাইতে বেশি ভালো হয় এটা নিয়ে.

ক্যারিয়ার নিয়ে দ্বিধাদ্বন্দে থেকে লাভ নেই, চেষ্টা করেন ভালো কোনো একটি বিষয় জানার পর বিভিন্ন DeFi ব্যবহারকারীদের সাথে নেটওয়ার্কিং করার। যত বেশি নেটওয়ার্কিং করবেন, তত বেশি সফলতা পাবেন। Wink


Quote from: Crypto
তবে আলহামদুলিল্লাহ আমার শুরুর যাত্রা এর তুলনায় এখন ঘরে মাসে প্রায় ৩০ গুণ বেশি  আর্নিং আসতেছে তারপরেও আমার নিকট আমার ক্যারিয়ারের প্রগ্রেস রেট ২০২৩ সালের তুলনায় এখনও খুবই কম মনে হচ্ছে।

আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো এবং আপনার জন্য শুভকামনা রইলো। সত্যি কথা বলতে, ক্যারিয়ার নিয়ে কেউই কখনোই খুশি নয় কিংবা মনে করে যে, সে এখনো গত বছরের তুলনায় ভালো কিছু করতেছে নাহ। উদাহরণ হিসেবে যদি আমি নিজের কথা বলি, আমার বাৎসারিক $৩০,০০০ কিংবা এর বেশি ইনকামের লক্ষ্য ছিল এবং আমি এটি অর্জন করার পরও মনে হয় যে, আমি আগের তুলনায় ভালো কিছু করতেছি নাহ। টাকার যখনই বিষয়টা আসে, তখন এমন মনে হয়। আপনিও আগের তুলনায় ৩০গুণ ইনকাম করতেছেন, কিন্তু তবুও মনে হচ্ছে ক্যারিয়ার নিয়ে আপনারও একই মনে হচ্ছে, যেমনটা আমারও মনে হয়েছে কিংবা এখনও হয়।

যখনই আমার এমন চিন্তাধারা মনে আসে, তখনই আমি শুরুর দিনগুলোর কথা মনে করি এবং নিজেকে বলি যে, অনেক দূর চলে এসেছি এবং এখন টাকার চিন্তা নাহ করে, প্রতিদিন কি হচ্ছে ও নতুন কোনো কিছু জানার চেষ্টা করি। তাহলে দেখবেন, আপনার মনে হবে যে, আমি দ্রুত কোনো কিছু নাহ করলেও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন।  Wink
Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 12/01/2025, 16:22:54 UTC
⭐ Merited by Crypto Library (1)
ফোরামে কি কাহিনী চলতেছে আমার কোনো ধারণা নেই এবং আপনাদের রিপ্লাইগুলো যা বুঝলাম যে, বিখ্যাত অল্ট একাউন্ট বাবারা বাংলা লোকাল বোর্ডের মেম্বারদের পেছনে লেগেছে হয়তো । যারা DT কিংবা সর্বোচ্চ পদে আছেন, তারা দেখেন লোকাল বোর্ডের জন্য কি করা যায়। বাকি অন্যান্যদের জন্য শুভকামনা রঈলো।


আপনি একা নাহ, অনেকেই আছে যারা শুধুমাত্র বাইন্যান্স কিংবা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেড করে থাকে, তারাও এটি সম্পর্কে জানে নাহ। কিন্তু গত কয়েকবছরে সেরা এয়ারড্রপগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ এয়ারড্রপ দেওয়ার রেকর্ড এখন hyperliquid এর। যারা এটিতে শুরুর দিকে ট্রেড করেছে এবং পয়েন্ট ফার্ম করেছে, তারা অনেক পরিমাণে এয়ারড্রপ পেয়েছে। আমি নিজেই কয়েকটা ট্রেড করেছিলাম এবং ৩২ টা $HYPE টোকেন এয়ারড্রপে পাই । যেটি আমি শুরুতেই বিক্রি করে দিয়ে $৩০০ পেয়েছিলাম, কিন্তু সর্বোচ্চ মূল্যে এটির মূল্য $৯০০+ ছিল।

আপনি ভাই এত খবর কোত্থেকে রাখেন। তাইতো বলি আপনার সময় আপনি ঢালেন কোন জায়গায়। যাইহোক ঢালার পরে যে আপনি সেই পরিমাণ ফিডব্যাক হিসেবে প্রফিট গেইন করতে পারতেছেন এটাই হলো সাকসেস।
আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তায়ালার রহমতে যা পাই সেটাই যথেষ্ট। কিন্তু এখনো মিলিয়ন ডলার ইনকাম করা বাকি রয়েছে এবং দেখি এই বছর সেট সম্ভব হয় কি নাহ।  Grin

Quote from: Crypto Library
Quote from: Review Master
এটি মূলত ডিসেন্ট্রালাইজ leverage/derivative এক্সচেঞ্জ, কিন্তু কিছুদিন আগে এটির চেইন validator নিয়ে কাহিনী হয়েছিলো। কারণ এটির চেইন ভেলিডেটর মাত্র ৪ টি এবং নতুন ভ্যালিডেটর নাকি চাইলেই যোগদান করতে পারবে নাহ এমনও কথাবার্তা শুনেছিলাম ( আমি বিস্তারিত যাচাই করিনি এখনও)। আর এইজন্যই অনেকে এর চেইনকে সেন্ট্রালাইজ চেইন বলে ব্যঙ্গ করে থাকে। কিন্তু এক্সচেঞ্জটি ডিসেন্ট্রালাইজ এবং এটি আপনাকে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মতো ট্রেডিং করার অভিঙ্গতা দিবে। বিশ্বাস নাহ হইলে নিজেই যাচাই করে নিতে পারেন।  Grin

আপনাকে জিজ্ঞেস করার একটা মাত্রই কারণ এটির ইন্টারফেস সেন্ট্রালাইজ এক্সেঞ্জার এর মতন। আবার তাছাড়া দেখি এখানে ওয়ালেট কানেক্ট ছাড়াও ইমেইল দ্বারা লগইন করার অপশনও রয়েছে।
যেহেতু এটা ডিসেন্টালাইজ একটা এক্সচেঞ্জার যদিও এটা কে আমার উভয়লিঙ্গ এক্সচেঞ্জার মনে হয়েছে  Grin .

এটা মূলত wallet sdk ব্যবহার করে ই-মেইল দিয়ে লগইনের সুবিধা দেওয়া হয়েছে, কেননা অনেকে wallet sdk কোম্পানি এমন সুবিধা দিয়ে থাকে। আর যেহেতু hyperliquid দল তাদের এক্সচেঞ্জটিকে ব্যবহারকারীর জন্য সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মতো সুবিধা দিতে চেয়েছে, তাই ওই বিকল্পটিও রেখেছেন। কারণ যারা ট্রেড করতে জানে কিন্তু ডিসেন্ট্রালাইজ বিভিন্ন বিষয়ে জানে নাহ, তারাও জেনো একটি ব্যবহার করে।

Hyperliquid এর সফলতার পর এখন এমন অনেক ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ চালু হচ্ছে এবং ইতিমধ্যে অনেকগুলো প্রজেক্ট এমন সুবিধার প্রদানও করতেছে। যারা perp dex কিংবা derivative বিষয়ক বিভিন্ন বিশ্লেষণ করে থাকে, তারা এগুলো সম্পর্কে জানে। Wink
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 11/01/2025, 13:19:13 UTC
১ম entry মূল্য: $৪.৫২ কিংবা এর কমে
২য় entry মূল্য: $৪.১২৩ কিংবা এর থেকে কমে

বাকি নিজেরা এখন বিশ্লেষণ করে ট্রেড করতে পারেন। আর আমি এটি hyperliquid এ ট্রেড করতেছি, তাদের ২য় এয়ারড্রপের জন্য এবং কেউ যদি আমার রেফারাল ব্যবহার করতে চান, সেটি এই টুইটে পেয়ে যাবেন: https://x.com/0xSultan_/status/1876282542992822350

hyperliquid এক্সচেঞ্জার সম্পর্কে আজকে প্রথম জানলাম এবং এর ইউজিং এক্সপেরিয়েন্স কারো কাছ থেকে এখন উপর তো শুনিনি। আর এটি আসলে সেন্ট্রালাইজ নাকি ডিসেন্ট্রালাইজ নাকি মধ্যবর্তী পর্যায়ের এখনো আমি কনফিউশনে রয়েছি। তবে এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ না এটা অন্তত বুঝতে পারতেছি।

আপনি একা নাহ, অনেকেই আছে যারা শুধুমাত্র বাইন্যান্স কিংবা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেড করে থাকে, তারাও এটি সম্পর্কে জানে নাহ। কিন্তু গত কয়েকবছরে সেরা এয়ারড্রপগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ এয়ারড্রপ দেওয়ার রেকর্ড এখন hyperliquid এর। যারা এটিতে শুরুর দিকে ট্রেড করেছে এবং পয়েন্ট ফার্ম করেছে, তারা অনেক পরিমাণে এয়ারড্রপ পেয়েছে। আমি নিজেই কয়েকটা ট্রেড করেছিলাম এবং ৩২ টা $HYPE টোকেন এয়ারড্রপে পাই । যেটি আমি শুরুতেই বিক্রি করে দিয়ে $৩০০ পেয়েছিলাম, কিন্তু সর্বোচ্চ মূল্যে এটির মূল্য $৯০০+ ছিল।

এটি মূলত ডিসেন্ট্রালাইজ leverage/derivative এক্সচেঞ্জ, কিন্তু কিছুদিন আগে এটির চেইন validator নিয়ে কাহিনী হয়েছিলো। কারণ এটির চেইন ভেলিডেটর মাত্র ৪ টি এবং নতুন ভ্যালিডেটর নাকি চাইলেই যোগদান করতে পারবে নাহ এমনও কথাবার্তা শুনেছিলাম ( আমি বিস্তারিত যাচাই করিনি এখনও)। আর এইজন্যই অনেকে এর চেইনকে সেন্ট্রালাইজ চেইন বলে ব্যঙ্গ করে থাকে। কিন্তু এক্সচেঞ্জটি ডিসেন্ট্রালাইজ এবং এটি আপনাকে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মতো ট্রেডিং করার অভিঙ্গতা দিবে। বিশ্বাস নাহ হইলে নিজেই যাচাই করে নিতে পারেন।  Grin


এখন আপনার শেয়ার করা ZRO টুকেনটি সম্পর্কে একটু ঘাটাঘাটি করলাম গত দুই মাসের মধ্যে এখন দাম অনেকটাই DIP এ রয়েছে তবে দুঃখজনকভাবে হলেও আপনার এন্ট্রি পয়েন্ট এখন ক্রস করে 4.60+ হয়ে গিয়েছে  এখন সামনে আদৌ সম্ভব হবে কিনা যে আপনার দুইটি এন্ট্রি পয়েন্টে আবার কাম ব্যাক করবে।
কি মনে করেন আসবে ? তাহলে হালকা পাতলা নেওয়া যেতে পারে অর্ডার সেট করার জন্য।

আমার প্রথম অর্ডারটি ছিলো $৪.৯২ তে এবং আমার শেয়ার করা ছবিটিতে দেখবেন যে, আমার এন্টি মূল্য দেখাচ্ছে $৪.৭৭ কারণ আমার ১ম ($৪.৯২) ও ২য় ($৪.৫২) অর্ডা্র ইতিমধ্যে পূরণ হয়েছে। আপনি চাইলে এখন অল্প পরিমাণ অর্থ দিয়ে ট্রেড নিতে পারেন এবং $৪.৫২ কিংবা $৪.৫৬ এ লিমিট অর্ডার বসাই রাখতে পারেন। সোমবার নাগাদ মার্কেট ভালো হলে এটি আবার $৫ কিংবা এর বেশি চলে যাবে কিংবা একটু সময় নিবে। তবে বিটিসি পাম্প হলেই এটি আবার পাম্প করা শুরু করবে। এখন দেখেন আপনি রিস্ক নিবেন কি নাহ।  Wink
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 10/01/2025, 18:47:41 UTC
যাদের অল্প অর্থ রয়েছে এবং ট্রেড করতে ইচ্ছুক, তাদের জন্য LayerZero ( ZRO ) টোকেনের ট্রেডিং বিষয়ক কিছু কথাবার্তা:

আমি ইতিমধ্যে ট্রেড করতেছি কিন্তু কিছু বিষয় সকলের উদ্দেশ্যে নাহ বললে নয়, যেমন:
০১) সম্ভবত জুন/জুলাই ২০২৫ পর্যন্ত এই টোকেনের কোনো প্রকার token unlocking নেই , এই কারণে আমি এটিতে ট্রেড করতেছি।
০২) যেহেতু নতুন করে কোনো টোকেন সাপ্লাই-এ যোগ হচ্ছে নাহ, তো আচমকা টোকেন ডাম্পিং এরও ভয় নেই।
০৩) আমি গত কিছু মাস ধরে এটিতে ট্রেড করতেছি এবং আমার কমিউনিটির অনেকে ট্রেড করে লাভ-ক্ষতি দুইটিই করেছে। তবে লাভের পরিমাণ বেশি। যেমন আমি ইতিমধ্যে আমার initial fund কে হয়তো ৩ কিংবা ৪ গুণ করে ফেলেছি এবং লাভের অর্থ দিয়েই এখন ট্রেড করতেছি।
০৪) যারা leveraged কিংবা derivative ট্রেডিং শুরু করবেন, তাদেরকে বলবো যে, 5x এর বেশি leverage/margin ব্যবহার করেবেন নাহ এবং ট্রেড করে ২ গুণ লাভ করবেন তখনই initial fund কিংবা আসল অর্থকে ট্রেডিং একাউন্ট থেকে সরিয়ে ফেলবেন। উদাহরণ হিসেবে, আপনি $১০০ দিয়ে ট্রেডিং শুরু করলেন। যখনই দেখলেন যে সেটি $২০০ হয়েছে, তখনই সেখান থেকে $১০০ আগে অন্য ওয়ালেট কিংবা ওয়ালেটে সরিয়ে নিবেন। এরপর ওই লাভের অর্থ দিয়ে যত খুশি ট্রেড করতে থাকেন।
০৫) কখনই পুরো অর্থ দিয়ে একবারেই entry নিবেন নাহ, দরকারে অল্প অল্প করে ২-৩ টা order দিয়ে রাখবেন। কারণ মার্কেট যেকোনো সময় বিপরীতমুখী হয়ে যায়।


এখন আসা যাক, কোন মূল্যে ট্রেডটি চালু করবেন কিংবা entry নিবেন। আমি মূলত ইতিমধ্যে ৩টা limit price বসিয়ে ছিলাম এবং মার্কেট ডাম্প করে দুইটাই পূরণ করেছে এবং এখন শুধুমাত্র ৩ নম্বর limit price টি পূরণ হওয়ার বাকি রয়েছে। তো যারা এখন entry নিবেন, তারা আমার থেকে ভালো লাভ করতে পারবেন এবং রিস্কও কম থাকলো।

১ম entry মূল্য: $৪.৫২ কিংবা এর কমে
২য় entry মূল্য: $৪.১২৩ কিংবা এর থেকে কমে

বাকি নিজেরা এখন বিশ্লেষণ করে ট্রেড করতে পারেন। আর আমি এটি hyperliquid এ ট্রেড করতেছি, তাদের ২য় এয়ারড্রপের জন্য এবং কেউ যদি আমার রেফারাল ব্যবহার করতে চান, সেটি এই টুইটে পেয়ে যাবেন: https://x.com/0xSultan_/status/1876282542992822350



XRP নিয়ে বর্তমানে অনেক সমালোচনা হচ্ছে আমি জানতে ইচ্ছুক বর্তমানে XRP 2.5$ এর আশেপাশে আছে। কিন্তু আমি দেখছি অনেক জায়গাই বলা হচ্ছে 100$ +  যেতে পারে এর সম্ভবনা কেমন আমার কি বর্তমানে XRP কিনা ঠিক হবে??

আপনাকে আগে জানা দরকার যে, কয়েকমাস আগে XRP এর মূল্য হঠাৎ এমন বৃদ্ধি পেয়েছিলো কেন? এবং কেনই বা আবার অনেকে এটির মূল্য $১০০+ হওয়ার কথা বলতেছে। আমি যতটুকু জানি, এটির জন্য ২টি মূল কারণ রয়েছে, সেগুলো হলো:

০১) প্রথম কারণ হলো XRP Ledger or XRPL এ memecoin এর হাইপ এবং যেহেতু XRP হলো গ্যাস টোকেন কিংবা মূল ফা্ন্ড ওই চেইনের জন্য। তাই এটির মূল্য বৃদ্ধি পেয়েছিলো এবং যখনই memecoin হাইপটি কিছুটা কমে আসে, তখন আবার টোকেনের মূল্য কমতে থাকে।
- https://dexscreener.com/xrpl

০২) ২য় কারণটি হলো বর্তমানে সবাই bull run এর অপেক্ষায় এবং কিছুটা বুলরানও চলতেছে বলা যায়। আর Donald Trump নির্বাচনে জিতে যাওয়ার পর তো সবাই আরো বেশি বুলিশ এবং এইমাসের শেষে হয়তো তিনি প্রাতিষ্ঠানিকভাবে তার দাপ্তরিক কাজ শুরু করবেন। যেহেতু Trump এখন বেশি বিটকয়েন এবং ক্রিপ্টোকে সমর্থন করেন, তাই সবাই ভাবতেছে যে, তিনি দাপ্তরিক কাজ শুরু করার পর ক্রিপ্টো নিয়ে আরো ভালো কিছু সকলের জন্য ঘোষণা করবেন এবং সেটিই হবে bull run এর শুরু। তাই ক্রিপ্টো influencers কিংবা youtuber রা এখন XRP কিংবা অন্যান্য পুরাতন coin/token এর মূল্য নিয়ে ওমন কাল্পনিক মূল্য ( যদিও দীর্ঘ সময় পর ওই মূল্যে পৌছানো সম্ভব, কিন্তু এত কম সময়ে সম্ভাবনা খুবই কম) বলা শুরু করেছে।  Grin

আশা করি, এই বিষয়টি আপনার বিনিয়োগে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে।  Wink
Post
Topic
Board Other languages/locations
Re: ২০২৪ সাল এর অ্যাক্টিভিটি
by
Review Master
on 08/01/2025, 17:40:37 UTC
zksync এর block confirm হতে 24 ঘন্টা সময় লাগে যার কারণে পরবর্তীতে আমাকে 300$ লস করতে হইছে কারণ 24 ঘণ্টা পরে টোকেনের দাম অনেক কমে গিয়েছিল। যদি আপনি আপনার পার্সোনাল ওয়ালেট থেকে zksync এর কোনো টোকেন এক্সচেঞ্জে ডিপোজিট করেন তাহলে সেটা এক্সচেঞ্জে ক্রেডিট হতে 24 ঘণ্টা সময় লাগবে।

আপনি যেটি করতেছিলেন, সেটিকে arbitrage বলে এবং এমন arbitrage করতে গেলে ক্ষতির সম্মুখীন হওয়া স্বাভাবিক, বিশেষ করে যখন এটি কোনো L2 চেইনের টোকেন হয়ে থাকে। প্রত্যেকটি L2 চেইনের মেইননেটে block confirmation সময় ভিন্ন হয়ে থাকে। তাই এটিই বলবো যে, এমন arbitrage করার আগে অবশ্যই কোন L2 কিংবা L3 চেইন থেকে টোকেনগুলোকে পাঠাচ্ছেন, সেটি আগে দেখে নিবেন।


আপনারা জানেন কি নাহ, কিন্তু বিভিন্ন L2/L3 চেইনের পরিসংখ্যানের জন্য একটি ওয়েবসাইট খুবই জনপ্রিয়। তো যারা বিভিন্ন নতুন L2/L3 চেইনের তথ্য দরকার, তারা এটি ব্যবহার করতে পারেন।  Wink
- https://l2beat.com/scaling/summary
Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 06/01/2025, 18:42:11 UTC
⭐ Merited by DYING_S0UL (1)
যাইহোক এত কাহিনী বললাম, যেন আপনারা বুঝতে পারেন যে, AI AGENT narrative টা অন্য পর্যায়ে আছে এবং যারা আগ্রহী তারা HOLD টোকেনটি ক্রয় কিংবা DCA (Dollar Cost Average) করতে পারেন। কারণ এই প্রজেক্টটি zksync চেইনের এবং ভালোই হাইপে রয়েছে তাদের AI AGENT Launchpad চালু করার পর থেকে। আর ইতিমধ্যে অনেকগুলো AI AGENT তাদের প্লাটফর্মের মাধ্যমে চালু হয়েছে।

- https://www.coingecko.com/en/coins/holdstation
- https://x.com/WuBlockchain/status/1875806636327235664

বি:দ্র: নিজের বিশ্লেষণ শেষে কোনো প্রজেক্টে বিনিয়োগ করুন । কারণ আপনার ক্ষতির জন্য কেউ যেমন দায় নিবে নাহ, তেমনি আপনার লাভ হইলে কেউ সেখানে ভাগ চাইবে নাহ। Wink
এটি ছাড়া আর কি কি পজিটিভ দিক আপনি এই কয়েনে দেখতে পাচ্ছেন, একটু জানান।

টিম মেম্বারগুলো ভালো এবং চাইনিজ কমিউনিটি এটিকে ভালোই সাপোর্ট দেয়। আর আপনি হয়তো জানেন যে, চাইনিজ কমিউনিটি যখন কোনো প্রজেক্টকে সার্পোট দেয়, সেটির বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অন্যান্য প্রজেক্টের থেকে একটু বেশিই থাকে। আর এটি zksync চেইনের সেরা perp/derivative এক্সচেঞ্জও বলা যায় এবং কমিউনিটি ভালোই সচল।



zksync চেইন সম্পর্কে বেশি কিছু জানা নাই তবে আপনার শেয়ার করার পরে ভাবতেছি একটু এক্সপ্লোর করে দেখব, তারপরও আপনার থেকে এদের সম্পর্কে একটু হালকা পাতলা কয়েকটা পজিটিভ জিনিস জানতে পারলেও ভালো লাগতো।

zysync এর তো এখন zkIgnite নামে একটি ৩০০ মিলিয়ন $ZK টোকেনের incentive ক্যাম্পেইন চলতেছে, মন চাইলে সেটি দেখতে পারেন । আর টোকেন বিহিন যেসব প্রজেক্ট ওই ক্যাম্পেইনের অংশগ্রহণকারী রয়েছে, সেগুলো এয়ারড্রপের জন্য ফার্ম/ব্যবহার করেন। আশা করা যায়, $ZK টোকেনের রিওয়ার্ডের পাশাপাশি ভালো পরিমাণের এয়ারড্রপও পাবেন।

- বিস্তারিত এখানে জানতে পারবেন: https://x.com/ZKsyncIgnite/status/1876275651860447348



Holdstation কয়েনটি দেখলাম মাত্র ৩০ মিলিয়ন সাপ্লাই সেটাও আবার ম্যাক্স সাপ্লাই মানে লিমিটেড। আর সার্কুলেটিং সাপ্লাই বর্তমানে ৭.৯ মিলিয়ন. কোন সন্দেহ নাই যে  প্রজেক্টটিতে যদি হোয়েলরা আকৃষ্ট হয় তাহলে এটা ১৫ গুণ হতেও সময় লাগবে না। কারণ এটার যে সাপ্লাই দেখতেছি আর তাছাড়া  লো মার্কেট ক্যাপ।

ভাই টোকেন সাপ্লাই অনেক সময় ওতোটা কাজে লাগে নাহ, যতক্ষণ নাহ ক্রিপ্টো কমিউনিটি কিংবা influencers রা প্রজেক্টটিকে হাইপে তুলে। যদিও holdstation প্রজেক্টটি ভালো এবং ইতিমধ্যে ১৪ গুণ বৃদ্ধি পেয়েছিলো, কারণ আমি এটিকে $০.৫০ তে দেখেছিলাম। কিন্তু তখন ওতোটা রিস্ক নেই নাই, বাকিটা তো ইতিহাস। Mcap কিংবা FDV এর বিষয়গুলো তখনই টোকেনের মূল্য বৃদ্ধির কাজে লাগবে , যখন দেখবেন প্রজেক্টটি নিয়ে বিভিন্ন twitter কিংবা youtube এর influencers রা কথা বলা শুরু করবে।

অন্যথায় সেটিতে বেশি লাভের আশা রাখিয়েন নাহ, যেমনটা আপনি বললেন যেত ১৫ গুণও বৃদ্ধি হতে পারে। আমি বলবো সর্বোচ্চ আপনি ৩-৪ গুণ আশা রাখেন, যদি এটি পূর্ববর্তী ATH অতিক্রম করতে পারে।  Cheesy



তবে ভাই এদের Seedless Recovery ফিচারস এর বিষয়টি বুঝলাম না। আপনার কি এ বিষয়ে জানা রয়েছে কিছু?

Wallet Abstraction বলে একটি টেকনোলজি আছে এবং এটির narrative মাঝে একবার হালকাভাবে দেখা দিয়েছিলো, কিন্তু memecoin এর narrative এর কাছে টিকতে পারেনি। যাইহোক seedless recovery কিংবা wallet abstraction বিষয়টি সহজ কখায় বললে, আপনি একটি পিন কিংবা secret word ব্যবহার করে নিজের ব্যক্তিগত ওয়ালেট দিয়ে একটি নতুন ওয়ালেট তৈরি করবেন, যেটির কোনো seed কিংবা recovery phrase থাকবে নাহ। শুধুমাত্র আপনার ব্যক্তিগত ওয়ালেট এবং সঠিক পিন অথবা secret word ব্যবহার করেই সেটি পুনরুদ্ধার করা সম্ভব।

Wallet Abstraction এর একটি সুবিধার কথা যদি বলি, তাহলে ট্রান্সজেকশন অনুমোদন/approve করার বিষয়টি নাহ বললেই নয়। সাধারণত আমরা metamask ব্যবহারের সময় প্রত্যেকবার ট্রান্সজেকশন আমাদের অনুমোদন করতে হয় এবং এতে দেখা যায় যে, আপনার কিছু মিলিসেেকন্ডের জন্য কোনো প্রজেক্টে বিনিয়োগ কিংবা NFT মিন্ট করতে পারেন নাহ। Wallet abstraction ব্যবহার করলে আপনাকে বার বার এমন ট্রান্সজেকশন অনুমোদন করতে লাগবে নাহ। শুধুমাত্র পিনটি দিবেন এবং এই টোকনোলজি আপনার হয়ে ট্রান্সজেকশনটি অনুমোদন করবে । এটি হলো একটি সুবিধা, এছাড়াও আরো অন্যান্য অনেক সুবিধা রয়েছে।

বি:দ্র: কিছু DeFi প্রজেক্ট আবার wallet abstraction এ আপনাকে নতুন তৈরি করা ওয়ালেটের seed phrase কিংবা recovery phrase টিকে export করার সুবিধাও দিয়ে থাকে। কিন্তু মূলত বিষয়টি হলো, সেকেন্ডারি একটি ওয়ালেট তৈরি করা যেটি শুধুমাত্র আপনার মূল ওয়ালেট দ্বারা ব্যবহার করা যাবে এবং মূল ওয়ালেটকে হ্যাক হওয়া থেকে দূরে রাখা।

MPC Wallet বলে একটি বিষয়ও রয়েছে, যেগুলো wallet abstraction টেকনোলজি থেকে একটি আরো উপরে রয়েছে। আপনারা যারা OKX wallet ব্যবহার করেন, তারা হয়তো এই MPC wallet অপশনটি পেয়েছেন কিংবা শুনেছেন।
Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: ২০২৪ সাল এর অ্যাক্টিভিটি
by
Review Master
on 06/01/2025, 16:14:49 UTC
⭐ Merited by Crypto Library (1)
- DePin
- AI Agent
- DeSci

গতকালকে DeSci ক্যাটাগরি নিয়ে হালকা তথ্য দিয়েছিলাম, আজকে AI Agent নিয়ে কিছু তথ্য:

আমি নিজেই AI কিংবা AI Agent narrative টিতে তেমন আগ্রহ দেখাই নাই, কিন্তু বর্তমানে এটির হাইপ অন্য লেভেলে রয়েছে। আমি নিজেই VIRTUAL যখন $০.৩০ কিংবা কম ছিলো তখন বিনিয়োগ করতে চেয়েও করি নাই। আর বর্তমানে VIRTUAL ট্রেড হচ্ছে $৪.০০+ মানে প্রায় ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে। আরও একটি উদাহরণ হলো AI16Z টোকেনের , যেটি গতমাসের শুরুতে $০.৩০ তে ট্রেড হইতেছিলো এবং আমি নিজে ক্রয়ের চিন্তা করেও পরে আর ক্রয় করি নাই। VIRTUAL এর মতো একই কাহিনী এর ক্ষেত্রে এবং এটিও প্রায় ১০ গুণ বৃদ্ধি পেয়েছে।

যাইহোক এত কাহিনী বললাম, যেন আপনারা বুঝতে পারেন যে, AI AGENT narrative টা অন্য পর্যায়ে আছে এবং যারা আগ্রহী তারা HOLD টোকেনটি ক্রয় কিংবা DCA (Dollar Cost Average) করতে পারেন। কারণ এই প্রজেক্টটি zksync চেইনের এবং ভালোই হাইপে রয়েছে তাদের AI AGENT Launchpad চালু করার পর থেকে। আর ইতিমধ্যে অনেকগুলো AI AGENT তাদের প্লাটফর্মের মাধ্যমে চালু হয়েছে।

- https://www.coingecko.com/en/coins/holdstation
- https://x.com/WuBlockchain/status/1875806636327235664

বি:দ্র: নিজের বিশ্লেষণ শেষে কোনো প্রজেক্টে বিনিয়োগ করুন । কারণ আপনার ক্ষতির জন্য কেউ যেমন দায় নিবে নাহ, তেমনি আপনার লাভ হইলে কেউ সেখানে ভাগ চাইবে নাহ। Wink